গুনছি প্রহর তোমার আসার,
শুনছি তোমার পদধ্বনি।
মাগো তুমি এসো ধরায়
শোনাও অভয়বাণী।
ফুলে ফলে শস্যে ভরো
ধরিত্রী মায়ের কোল।
অসুরশক্তি দমন করে,
মোছাও মাগো অশ্রু জল।-
Wish me on 2nd January
I love to meet new people
I love tra... read more
শক্তি জোগায় তব বাণী প্রাণে,
যখন দূর্বল হয় কারণে অকারণে মন।
প্রণাম হে বীর বিবেকানন্দ,
তব অভয় স্পর্শে শুদ্ধ হোক জীবন।-
হঠাৎই আঁধারে ডুবে গেলো দীপাবলি
নিভে গেলো এক অমূল্য জীবন।
তবুও অম্লান থাকবে তোমার সৃষ্টি...
বাঙালির জীবনে ফেলুদা থাকবে প্রতিক্ষণ।-
আম্ফানে যাদের চালচুলো গেছে
অথবা অতিমারীতে হারালো কাজ।
পূর্ণ করো মা লক্ষ্মী সবার শূন্য ভান্ডার...
বিপন্ন মানুষের পাশে মা দাঁড়াও আজ।-
ভার্চুয়ালে উদ্বোধন নিউ নর্মাল পূজা....
নষ্টালজিয়ায় মন ভাসিয়ে মাকে আজ খোঁজা।
তবুও মা এসেছেন ঘরে, পুজোটা হলো শেষে..
করোনাভয় নিয়েও বাঙালী আবেগে আজ ভাসে।
-
চোখ ছলছল আকাশেরও
মেঘ করেছে বন্দি তাকে।
ষষ্ঠীতে মায়ের বোধন আজ..
সবাই যেন ভালো থাকে।
-
এবার পুজোতে আনন্দ হোক আপন ঘরের মাঝে
সেজেগুজে সেল্ফি তোলো সকাল,বিকেল,সাঁঝে।-
রাস্তায় নামা তো বারণ নয়,
নাই বা প্যান্ডেলে ঢুকি...
রাস্তায় দাঁড়িয়েই দেখবো ঠাকুর,
দেখি কেমন দাও ফাঁকি?
এসব ভেবে যারা,বেরোবে দল বেঁধে..
আমি বলবো তারাই কিন্তু
করোনার বিপদ আনবে সেধে।-
দূরদর্শনেই দর্শন হোক,
অঞ্জলি দাও ঘরে।
কি হবে ভিড়ে ঠাকুর দেখে,
জীবন বিপন্ন করে?-