Rubayat Uddin Rimon   (রুবায়েত উদ্দিন রিমন)
1 Followers 0 Following

রঙিন স্বপ্নগুলো, পূর্ণতা সাদাকালো।
Joined 14 June 2019


রঙিন স্বপ্নগুলো, পূর্ণতা সাদাকালো।
Joined 14 June 2019
2 SEP 2023 AT 0:10

কেন ফিরে আসা বারবার!
কেন পাচ্ছি না দূরে যেতে!
কেন হৃদয়ে লাগছে ক্ষত!
নিচ্ছি মন খারাপের শোকে।

-


1 SEP 2023 AT 23:59

আটকপালে রোদ

শীতে যাকে মনেপ্রাণে ডাকে
গ্রীষ্মে তাকে তাড়িয়ে দিতে চায়,
কালি শেষে হাতের কলমটা যে
স্তূপের এককোণায় জায়গা পায়।

-


19 MAY 2022 AT 2:33

বাহির দেখে চেয়েছ জড়াতে
ভিতর জানতে চাইলে না!
বাহিরকে তো পাল্টানো যায়
ভিতর কখনো পাল্টে না।

-


3 MAR 2022 AT 23:51

মানুষে মানুষে অফুরন্ত দূরত্ব,
জীবনে জীবনে বিশাল তফাৎ!
কেন মিলতে চায় পৃথক প্রাণ?
যে প্রচেষ্টা বরাবরই ব্যর্থতার।

-


3 MAR 2022 AT 23:38

জীবন চলে যায় জীবনের মতো;
সঙ্গী করে মাঝপথের নৃশংস ক্ষত!
ক্ষণস্থায়ী, স্বপ্ন রঙিন সুখের মুহূর্ত॥
দীর্ঘস্থায়ী চাপে জর্জরিত, ক্ষুদ্র মস্তিষ্ক।

-


23 FEB 2020 AT 15:34

যুগের সাথে তাল মিলিয়ে
পর্দা ছাড়াই বাহিরে যাও;
চোখ বুঝিলেই বিচার হবে
একটুখানি ভয় কি পাও?

-


9 JAN 2020 AT 3:52

ভুল ধরাতে ব্যস্ত সবাই
রাখেনা নিজের খোঁজ,
চেষ্টা শুধুই জব্দ করার
পরের পাতের ভোজ।

-


6 JAN 2020 AT 1:41

সারাজীবন হাতটি ধরে
শেখালে যারে চাষের কাজ,
দক্ষ হয়ে সে সফল করে
পরের তরে সকল চাষ।

-


15 OCT 2019 AT 10:43

কেন হারায় সময় সকল?
হারায় প্রতিটি ক্ষণ,
কাছের মানুষ যায় সুদূরে
দূরে আপনজন।

-


15 OCT 2019 AT 10:35

অতীত কভু হয়না বিলীন
স্মৃতির পাতায় ছাপে,
জীবন খাতার পৃষ্ঠাগুলো
দিনের সংখ্যা মাপে;

-


Fetching Rubayat Uddin Rimon Quotes