নোনতা বালুচরে পা ডোবাতেই ভেসে যাচ্ছিল মন খারাপ
যদিও ভেসে যাচ্ছিল আমাদের গল্প ভিন্ন স্রোতে
কে না চায় মন মেলাতে দিনের শেষে মোহনায়
আমার কত কত বিকেলকে সন্ধ্যে করেছ তুমি
বেঁচে নেবো বাকি গুলোও সেসব হলদে স্মৃতির কল্পনায়
-
নোনতা বালুচরে পা ডোবাতেই ভেসে যাচ্ছিল মন খারাপ
যদিও ভেসে যাচ্ছিল আমাদের গল্প ভিন্ন স্রোতে
কে না চায় মন মেলাতে দিনের শেষে মোহনায়
আমার কত বিকেলকে যে সন্ধ্যে করেছ তুমি
বেঁচে যাব বাকি গুলোও সেসব হলদে স্মৃতির কল্পনায়
-
সকালে ঘুম চোখে পাশ ফিরে তোমাকেই হাতরাবো
নাইবা তুমি থাকলে আমার সজাগ দেশে
স্বপ্নের আছিলায় বারবার তোমাতেই ফিরে যাবো...-
চলো লুকোচুরি খেলি গিটারের তরঙ্গে ভেসে বাতাসের একাকিত্ত্বে
আরো একবার চলো মিশিয়ে দিই রং তোমার আমার বন্ধুত্বে
তোমার অফিসের ব্যস্ততায় খুঁজে নিও ঘামে ভেজা আমার অস্তিত্ব
ইতিহাস সাক্ষী আছে,
সুবিধা করতে পারবেনা কোনো সাতসমুদ্র তেরো নদীর দূরত্ব
-
স্মৃতিতে তো আটকে পরে সবাই কিন্তু তবু হাতরাচ্ছি রোজই কি যেন কারণে,
তুমি লিখতে বসার আগে ফোন করতে কখনো কেমন।
কবিতারা বড্ড খাঁটি তাই তুমি না চাইতেও বেঁচে থাকি তোমার দু'চার লাইনে।-
আসলে আমাদের সেই পছন্দের অঞ্জন দত্তর 'যাচ্ছে চলে' গানটার মতো খানিক,
তুমিও দূরে চলে যাচ্ছ আমিও ফেলে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছিটা কোথায়?
আগে একসাথে চলে যেতাম মনে পরে কখনো বৌদির চা কিংবা লুকিয়ে সিগারেট..এখন সব অপ্রাসঙ্গিক!-