ভরসা এবার তাঁদের পাশে.....
যাঁদের সব থাকতেও কিছু নেই। যে সকল বাবা মা সন্তান থাকতেও জীবনের বাকিটা বৃদ্ধাশ্রমের চার দেওয়ালে কাঁটায়। তাঁদের সাথে আমরা এবার পুজোর নতুন বস্ত্র তুলে দিয়ে তাঁদের একঘেয়ে জীবন কে একটু সুন্দর করে তুলব।
আপনি পাশে থাকতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
:- 8001313545
9674773150
ভরসা
সকল সদস্য বৃন্দ
-
আবেদন
খেলা হোক শান্তির
খেলা হোক ঐতিহ্যর
হোক খেলা ভাতৃত্বের
খেলা হোক উন্নতির
খেলা হোক সৌজন্যের
খেলা হোক আধুনিকতার
খেলা হোক নারীদের নিরাপত্তার
খেলা হোক স্বপ্নপূরণের
খেলা হোক বিশ্বাসের।
খেলা হোক শান্তির, শান্তির,শান্তির ।
রোহিত জিৎ
( একজন ভোটার )
-
যদি সারা বছর ওদের খেতে দেন তবেই একটা ছোট্ট আবিরের টিকা দিন। নচেৎ একদিনের পশু প্রেমী হয়ে ওদের ক্ষতি করবেন না। এই রং ওদের জন্য ক্ষতিকর।
-
ভরসা
ভরসা এবার শহরতলি থেকে একটু দূরে.....
এবার আমরা কিছু প্রত্যন্ত গ্রামের পাণ্ডুয়া স্টেশন থেকে একটু দূরে কুল্টী গ্রাম সেখানের ১০০টিরও বেশি বাচ্ছাদের হাতে তুলে দিতে চাই পড়াশুনার সরঞ্জাম অর্থাৎ খাতা পেন পেনসিল ইত্যাদি।
আপনিও পাশে থাকুন আমাদের, তাহলে আমরা আরও বাচ্ছাদের পাশে থাকতে পারব।
যোগাযোগ - ৮০১৩৮৫৪৪১৭
৮৭৭৭২৫৫৯০৮
স্থান - চুঁচুড়া,হুগলি
-
আগামী ২১/১০/২০ বুধবার মহাপঞ্চমী তিথিতে চুঁচুড়ার বিভিন্ন প্রান্তে আমরা কিছু গরিব অসহায় মানুষের হাতে মধ্যাহ্ন তুলে দিয়ে তাঁদের কষ্টভাগ করে নেওয়ার চেষ্টা করব। আপনিও চাইলে আপনার সামর্থ্যমত আমাদের সাহায্য করতে পারেন।
যোগাযোগ - ৮০১৩৮৫৪৪১৭-
নাম বৃষ্টি ডিগর
বাড়ি গ্রামকুল্টি , জেলা বর্ধমান। সে খুবই দরিদ্রতার সাথে লড়াই করে আগামী বছর মাধ্যমিক দেবে। কিন্তু তার বই কেনার সামর্থ্য নেই। বাবা পেশায় দিন মজুর লোক ডাউন এর জন্য কাজ হারিয়েছেন। আমরা আমাদের সামর্থ্যমত এবং ২ জন স্যারের উদ্যোগে ওর হাতে কিছু বই তুলে দিতে পেরেছি । কিন্তু বৃষ্টির আরো কিছু রেফারেন্স বই ও খাতার প্রয়োজন আগামী দিনের জন্য।
তাই আসুন না অন্তত যদি আমরা কিছু কিছু সাহায্য করে ওকে বই কিনে সাহায্য করতে পারি তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না, পুরনো বই হলেও চলবে।
যোগাযোগ - দীপক দাস (8777255908)
রোহিত জিৎ ঘোষ (8013854417)
ভরসা সদস্য বৃন্দ-
আজ গোটা বিশ্ব আজ সঙ্কটে
আজ মানুষই পারে মানুষের পাশে দাঁড়াতে।
তাই আসুন আজ এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়াই। আপনারা আপনাদের সার্মথমত সাহায্য করুন। আপনার সাহায্য আমরা পৌঁছেদেব তাদের হাতে।
ফোন-৮০১৩৮৫৪৪১৭ (রোহিত ঘোষ)
Google pay - ৮০১৩৮৫৪৪১৭
Phone Pay - ৮০১৩৮৫৪৪১৭
ভরসা
আমারা আজ মানুষের ভরসা হতে চাই
চুঁচুড়া, হুগলি
-
ব্যাথা
বহুদিন পর সেই বুকের ব্যাথাটা
আজ আবার শুরু হচ্ছে
আদি অন্ত কাল ধরে
যেই ব্যাথা প্রেমিকদের ঘুম কেড়ে নেয়।
ধ্বংসের ব্যাথা,
হারানো ব্যাথা।
উপসর্গ হিসেবে বলা যেতেই পারে
ভয়, সন্দেহ, ঝগড়া।
কিন্তু সেই সব মানুষরুপী বস্তুরা
আজ বোঝেনি
প্রেমিকদের ব্যাথার কথা।
-
গোটা বিশ্ব আজ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে,
কিন্তু একবারও ভেবে দেখেছেন যে সব কুকুর রাস্তায় থাকে ওদের কি হবে??সবকিছু বন্ধ ওরা তো কিছু বোঝেও না।
আমি সবার কাছে আবেদন করব আপনাদের বাড়ির বাইরে যে কুকুরটা আছে তাকে অন্তত কিছুটা হলেও খাবার দিন।
Who বলেছে কুকুর এবং অন্য কোনো প্রানীর মাধ্যমে covid-19 ছড়ায় না।
-