Robin   (রবিন)
5 Followers 0 Following

read more
Joined 4 February 2019


read more
Joined 4 February 2019
4 APR 2023 AT 22:57

অভাবের নদীতে বইলাম নৌকা
অশ্রুর হাল ধরে হইলাম মাঝি
অপারে সুখের মোহনার আশায় আমি
আঘাতের তীরে শুধু ধরিলাম বাজি

-


13 FEB 2022 AT 21:28

কর্মফল :

এক সময় আমার সাথে কথা বলার জন্য কাকুতি-মিনতি করতে

আর আজ আমি করছি

নিশ্চয় মজা পাচ্ছো কিন্তু আমি তো অনেকটা দূর চলে এসছি আর বুঝেছি লড়াইটা নিজের মধ্যেই

কারণ যে কাকুতি-মিনতি করছে সেও আমি আর যে দূর করে মজা নিচ্ছে সেটাও আমি — % &

-


19 NOV 2020 AT 22:38

ছেলেটি দু পা আগিয়ে এসে পিছিয়ে পড়লো,পিছন ফিরে দেখতে সে দেখতে তার রক্তমাখা লাশ পরে আছে রাস্তার মধ্যে,বুঝতে পারছে না কিছু,সে তিনদিন ধরে তার দেহটির কাছে বসে রইলো,এরপর সেই দেহ থেকে বিচ্ছিরি ঘ্রাণ বেরতে শুরু করেছে,ভাবলো এরপর তো কেউ না কেউ আসবে কিন্তু এই শুনশান রাস্তায় কেই বা আসবে,মোবাইলে একটা কারোর বার্তা আসেনি।।

To be continued.....

-


4 AUG 2020 AT 19:06

Niyat teri saaf ho
Kismat teri daasi hain
Kaarm teri acche ho
Ghar main Mathura Kashi hain

-


18 FEB 2020 AT 16:37

জানালার ধারে বসে হাওয়া মনে করিয়ে দেয় সেই অতীত.....
ফেলে আসা সেই পুরোনো পিছুটানের পতিত
ভুলে যেতে গিয়েও বাধা পরা সেই আমি
নিজের কাছে হারিয়ে ফেলেছি,নিজে কতটা দামি
জানি সময় হাসে এখন আমার হাল দেখে
বলে যে কি হলো সেই অর্ধপূর্ণ গল্প লিখে
ভাঙ্গা-চোরা হৃদয় খানি বারবার বলে কতবার ভাঙ্গবি আমাকে
কবে এরপর সে তুই থেকে হবে আপনাকে
মন ও বলে অপমানিত হস আর আমাকেও করিস
বল এরপর কি করি তোর সেই অতীতের অবশেষ নিয়ে,একটু ভাবিস
বলা কিছুই নেই আর,না হয় আর আমাকে নাইবা মনে রাখিস
প্রাক্তনকে ভুলে বর্তমানের সাথে ভালো থাকিস।।।

-


5 FEB 2020 AT 13:50

-তার নীল রঙ ছিলো ভীষণ প্রিয়
আর আমার কালো.....
সব ছন্দ কালোর বিপরীত আলো-ভালো নাও হতে পারত....
আর রূপম ইসলামের গানের মধ্য না দিয়েও।।

-কিন্তু তুমি ততনদা এসব কেনো বলছো

-বলা বাহুল্য কেসটা এইটার মধ্যেই আছে

-কালো,নীল,ভালো-আলো ধুর কিছু বুঝতে পারছিনা

-একটা "ই-কার" আর "ঈ-কার" এর তফাত কতকিছুনা হতে পারে

-যতই বলো ততনদা উচ্চারণ তো একই হয়

-আচ্ছা এরপর শুন......."তখন বাজে বিকেল সোয়া পাঁচটা হঠাৎ বেজে উঠলো "চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনি" মানে আমার মোবাইলের রিংটোন,তুললাম বুঝলি অচেনা নম্বর,অপার থেকে কথা এলো আপনি নিখিল সামান্ত বলছেন(এখানে বলে রাখি আমাকে সবাই ভালোবেসে ততনদা বলে,আপনারা সবাই ভাববেন ফেলুদার মতো নাকি না না আমাকে সবাই তার ভুলত্রুটি ভাবে সামান্য).....

To be continued......

-


3 FEB 2020 AT 21:48

-ততনদা এটা ঠিক করলো না বল,বলে গেলনা...!!

-এরকমই করে ততনদা বার বার ঠিক যখনই কেসটা জমে যাই উঠে পড়ে

-লক্ষ করে দেখেছিস কিছু ততনদা একরকম বার বার করেনা,জটিল কেসেই করে একমাত্র।।।

-কিন্তু মেয়েটি চিৎকার করে উঠলো কেনো?খুন হলো নাকি,কিন্তু কাকিমাও তো ওখানেই আছে আর কাকিমার সাথে তো ওর হ্যাব্বি জমতো তাহলে????

-দেখ ততনদার কেস ওই জানবে....!!!

To be continued......

-


2 FEB 2020 AT 23:32

বাকরুদ্ধ হয়ে যাওয়া মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠলো....!!!!

কেনো.....কেনো........কেনো

ততনদা গভীর শ্বাস ছেড়ে বললো উঠি আজ কাল বলবো.....!!!

না না বলে যাও কেনো?মেয়েটি তো ওর কাকিমার কাছে ছিলো.....

ওহঃ উঠলাম.....।।।

To be continued......

-


31 JAN 2020 AT 22:41

বাস্তবকে হাতে খুঁড়ে
কল্পনাকে সত্য ভেবে বেশ ছিলাম জানেন,
জেগে জেগে স্বপ্ন দেখছিলাম মরুভূমিতে মরীচিকার
বন্ধ ঘরে অন্ধ সেজেছিলাম সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য যাচাই করতে....
ধরতে পারলাম না,কেনো জানেন,আমার আর অন্যদের মতো অভিনয়টা আসে না....
হুম,বুকের বামপাশে উত্তম কুমার বাস করে ঠিকই কিন্তু এখানে হেরে গেলাম....!!!
সুরভিত ফুলটাকে দূর থেকেই ভালো লাগে যে কিন্তু সেও তো ভেতরে পোকামাকড় রেখেছে (এখানে ফুলটিকে তৃতীয় বাচকে অনুসরণ করিলাম)

To be continued........

-


9 DEC 2019 AT 22:36

বাস্তবতার এই নাট্যমঞ্চে
সবাই তো অভিনেতা
আপনাকে নিয়ে সাজাবে এমন রঙমঞ্জ
পারবেন না বুঝতে বাস্তবতা

-


Fetching Robin Quotes