Riya Das   (Riya Das)
18 Followers · 9 Following

Joined 10 December 2020


Joined 10 December 2020
10 SEP 2023 AT 13:33

সারাদিন কেটে যায় আনন্দে,
সকাল থেকে রাত,
ছুটির দিনের ছোঁয়া থাক,
সকাল টা শুরু হোক,
সারা সপ্তাহের ক্লান্তি মেখে,
বাকি দিন টুকু চলুক,
সারা সপ্তাহের ইচ্ছে পূরণ দিয়ে,
দিনের শেষে নামে সন্ধ্যা,
মন থাকে একটি ছুটির দিনের অপেক্ষা.......

-


3 SEP 2023 AT 16:21

পাড়ি দেবো,
একটুকরো রোদের আশায়,
জলের কিনারা তো পাবো,
মেঘের আড়ালে খুঁজে যাবো,
একফালি রোদকে,
হোক পরীক্ষা,
দিতে রাজি,
কে হবে জয়ী?
চেষ্টা না সহজলভ্যতা.......

-


27 AUG 2023 AT 14:11

চুক্তি করেছে মন,
শেষ করবে যখন,
কল্পনা গুলোকে দেবে আজ রূপ,
বাস্তবের মাটি তে খুঁজে পাই যেন স্বরূপ,
কলমের সাথে খাতার পাতার চুক্তি,
কল্পনা গুলো আজ পাবে মনের বেড়াজাল থেকে মুক্তি........

-


27 AUG 2023 AT 13:59

বাকি ছিলো,
আজ হলো পূর্ণ,
রোজ গুমরে থাকার থেকে,
একদিন শেষ হওয়াটা
টুকুই ভালো ......

-


20 AUG 2023 AT 20:51

দিঘির জলে করুক ঝলমল,
পদ্মের জন্ম পঙ্কে,
শিল্পীর জন্ম শিল্পে,
কবির জন্ম কলমে,
গায়কের জন্ম গানে,
তবে আভিজ্যাতের বিচারে,
শিল্পীর মাপকাঠি হয় কেন তাতে??

-


13 AUG 2023 AT 18:47

স্বপ গুলো ঢেউ তুলেছে,
পড়বে কূলে আছড়ে,
তীরে এসে স্বপ গুলো,
পারবে কী আকাশ ছুঁতে?

-


12 AUG 2023 AT 18:14

এবার না হোক শেষ থেকে শুরু ,
পুরোনো অভিজ্ঞতাকে নিয়ে,
জীবনের পথে চলতে হবে,
হাসি কান্না নিয়ে এ জীবন,
সময় আর রয়েছে কতক্ষণ.......

-


27 JUL 2023 AT 19:40

ব্যস্ততার ভিড়ে,
কিছু ইচ্ছে যায় হারিয়ে,
কিছু ইচ্ছে পারে না,
মেলতে ডানা,
মনের গভীরে,
দেয় শুধু হানা,
ইচ্ছে গুলো স্বপ্নের ফ্রেমে বন্দি,
কখনো হবে কী বাস্তবের সঙ্গে সন্ধি??

-


20 JUN 2023 AT 11:15

Dear baba,
You're my hero,
I am your princess ,
With out your existence in my life,
Life became desert. .....

-


11 JUN 2023 AT 11:40

লিখে রেখেছি,
গোপনে,
যদি মনে হয়,
নিও দেখে,
নিঃসন্দেহে,
তবে,
স্বচক্ষে,
পাবে না দেখতে,
যদি চাও দেখতে,
ওই চোখের কোণে,
লেখা আছে,
যদি চাও,
পড়তে,
ফেলে আসা তোমার চিহ্নে,
লেখা আছে,
নিও দেখে,
নিঃসংকোচে,
নিস্তব্ধে......

-


Fetching Riya Das Quotes