11 AUG 2018 AT 6:54

দেখো চেয়ে ঈশান কোণে,
মেঘ জমেছে কিছু,
ভোরের স্নিগ্ধ বাতাস বইছে
তারই পিছু পিছু ।
রাতের কালো নিভে গিয়ে
ভাঙছে ঘুমের ঘোর,
চোখ মেলে চাইছে দেখো,
বৃষ্টিস্নাত ভোর।।
শুভ সকাল


- ঋত