কখন যেন পলকা হাতে সময় গেল বয়ে
চোখের পাতায় রাত নামল,বসন্ত শীত পার হয়ে।
হাতের মুঠোর ইচ্ছেগুলো,শুকনো পাতার বেশে
টুপটুপটাপ পড়ল ঝরে,অলস বেলার শেষে।
ভাবনারা সব রইল বসে ,পদ্ম পাতার কোলে
শিশির ভেজা আকাশে আজ,
বৈরাগী মন দোলে।।
-
আজ হঠাৎ বহুদিন পর
আমায় মনে পড়ল?
সময় বুঝি ফুরিয়ে এল
তাই অসময়ে বৃষ্টি নামলো,
চলতে চলতে পথের শেষে
এ কেমন ফিরে পাওয়া
নৈশব্দের বজ্রপাতে
আজ ফিকে সকল চাওয়া ..-
কিছু সময় নিস্তব্ধতা কথা বলে
হোক দৃষ্টি ঝাপসা,তবু সময় বয়ে চলে
সাঁঝের বেলায় হারিয়েছে বহু কিছু
তবু আশার আলো
ফুটছে আকাশ তলে।
ছোট্ট চোখে স্বপ্ন আঁকে রবি
দূরের পথে আসবে খুশির রেখা
টলমল পা বাড়ছে ধীরে ধীরে
দিগন্তে সে লিখবে ..আপন কথা।-
চোখ বুজলেই আজ কেবল অন্ধকার
ভরা জোয়ারের সোপানে সোপানে
লুকোনো ডুবন্ত পাহাড়,
অলিখিত শূন্যে ভাসছে জীবন নদী
আগামীর পথে আঁকা হবে
না জানি কোন ,আলো আঁধারের ছবি।-
কাগজে কলমে তোমায় লিখি
অনেক শব্দ জব্দ
ধাধাঁয় ঘেরা তোমার চোখে
আজ সব যে নিস্তব্ধ।
তবু কেন আবোল তাবোল
হেঁয়ালি চলছে মনে
ফোটার আগেই ঝরছে যে ফুল
চপল হৃদয়কোণে।
মুহুর্তে জল শুকোচ্ছে ওই
চরম পাওয়া শাস্তির
তোমার জন্য লিখছি বসে
অনন্ত দিবারাত্রির।
-
আঁধারের গায়ে অনেক রাতের তারা
চুপটি করে সময় গোনে ওরা,
কখনো তাকিয়ে দেখে চন্দ্রবুড়ির মেলা
কখনো নিশির বুকে অমাবস্যার খেলা।
এক একটা ক্ষন হিসেব বুকে নিয়ে
সময় বুঝি যায় বুঝি ওই বয়ে-
বৃষ্টি ঘেরা মেঘের আড়াল থেকে
কান্না ভাসায় অকুল জলস্রোতে,
এমনি ভাবেই দিনের পরে দিনে
লুকোয় ওরা আলোক গভীর কোণে।-
এখনো পথের পাশে পড়ে আছে
যে একলা চলার ঠিকানা
তার নীল খামে লেখা আছে
হারিয়ে যাওয়ার বেদনা....-
এক আলো জোৎস্নার প্রেম
আজ আকাশ নদীর বুকে
কত কথা বলছে ওরা
আপন মনের সুখে।
পেঁজা তুলোয় মুখ লুকায়
শরৎ রাতের চাঁদ,
নিশিথ রাতের গহন বনে
দেখো ওই আগমনী সংবাদ।।
-
বেয়ারা মন,মানে না বাঁধন,
ছুটে যায় এখান ওখান দুকুল ছাড়ি
কিসের লাগি এমন পাগল,ওরে মন..
জীবনের সাথে তোর চলছে কেবল
ভাব আর আড়ি।
-
গলায় জমছে বিষ
অদ্ভূত সে জ্বলন,
মৃত্যু এসে নিঃশ্বাসে যায় থেমে
সময় লেখে
কবিতার শেষ চরণ।
-