Rituparna Bhattacharya Chakraborty   (ঋতুপর্ণা চক্রবর্তী)
68 Followers · 31 Following

Not yet understood
Joined 29 March 2017


Not yet understood
Joined 29 March 2017

অনুক্রমিক রোজনামচার ব্যস্ত বেড়াজালে..
ব্যতিক্রমের লাগুক হওয়া.. দিনবদলের পালে !

-



এতদিন প্রাণ ছিল বলে
মনে ছিল হারাবার ভয় ,
আর কত জ্বলবেন বলো...
তারাদের ও ছুটি দিতে হয় !

-



আমি কিন্তু কষ্ট পাই নি মোটেই ...
বরং
তুমি "মুক্ত".. শুনে স্বস্তি পেয়েছি বলতে পরো।
ভালোবাসলে বোধহয় এমন হয় !

আলোকময় হোক তোমার যাত্রা ...

-



এবার পুজোয় চাইবো কি আর ..
থাকুক সুখে সর্বজন,
পূর্ণ থাকুক.. নীরোগ থাকুক
এড়িয়ে চলুক সংক্রমণ !!

শুভ বিজয়া 🙏🙏

-



আজকাল আর শব্দকে চটাই না ...
তারা আসে যায় নিজের খেয়ালে ।
ভুল বোঝাবুঝির ভয়ে দুজনেই দুজনকে এড়িয়ে চলি ।
আজকাল নীরবতাই স্বস্তির ...
অনেক বেশি বিশ্বাসযোগ্য মনেহয় !!

-



শুধু..
তোমার আলো দেখব বলে
তাকিয়ে থাকি আকাশ পানে ,
তোমায় ছাড়া কেমন থাকি ..
মুখবই তার খানিক জানে !

-



.
.
.

-



পোষমানা প্রানীদের জেনো
নীরবতা এক শিষ্টতা,
রাতজাগা পাখিদের চোখে
ঘুম নাকি মহা ধৃষ্টতা !

-



আজ আবার সেই পথ বেয়ে
চুপচাপ বিপরীতে হাঁটা
লাভ ক্ষতি চুক্তি মিলিয়ে
বেপরোয়া ডানা দুটো কাটা !

আজ মন বেসামাল হলে
জেনো তাকে মুশকিল রাখা,
সিঁড়িভাঙ্গা অংকের শেষে
শুন্যরা মেলে দেয় পাখা !

-



তোমার কাছে আছে জানি সময় ধরার ফাঁদ .
নিক্তি মেপে হিসেব করো সায়াহ্ন না সাঁঝ l

আমি বাপু গরীব মানুষ সংজ্ঞা জানা নাই,
আদর করে ডাকি ওদের যখন যে নাম পাই !

আলোয় ভরা আকাশ হলেই দিবস বলে ডাকি,
রাত্রি বলে ডাকি যখন বাসায় ফেরে পাখি !

সংজ্ঞা মেপে ওদের ডাকা আমার কম্ম নয়...
মিষ্টি করে ডাকনামে তাই ডাকছি দেখো.. সময় !

-


Fetching Rituparna Bhattacharya Chakraborty Quotes