RITU SARDAR  
1 Followers · 4 Following

Joined 20 January 2022


Joined 20 January 2022
1 APR 2022 AT 9:51

না, আমি বাংলা ভালোবাসি না।
কোনোদিন এর জন্য,আফসোস হয়নি।
সত্যি বলতে,বাংলা নিজের ভাষা হয়েও আমাকে গর্ববোধ করায়নি....
আমি মত্ত আমার English এর নেশাতেই
ভাবি English এও আমি expression দিতে পারি☺।
বাংলার মতোই ফুটিয়ে তুলতে পারি...
হ্যাঁ, বাংলার মতোই
যখন খুব ভালো লাগে, তখন খুশি হই happy নয়।
আর কষ্ট হলে বাংলা গান না শুনলেও, বাংলাতেই কাঁদি...
বাংলা কে importance না দেওয়ায় যখন বানান লিখতে ধুকতে হয়,আহত হই ,তখন বুঝি importance of bengali🙂।
যখন boyfriend কে I love you বলি,
তখন কিন্তু মনে বাজে একটাই সুর...
তোমায় ভালবাসি ❤
যদি কোনদিন কালক্রমে বাংলাতে লিখতে বসে হাত দিয়ে বেরোয় অসংখ্য অদম্য অস্ফুট কথা ...
তখন হতভম্ব হয়েই, আবার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফুৎকারে উড়িয়ে দিয়ে বলি
না আমি বাংলা ভালোবাসি না।
আমি loud music,pop,rap song শুনি,
কিন্তু নচিকেতা র গলা ঠিকই চিনতে পারি।
কিন্তু আমি আলাদা, English আমার প্রাণ।
আমিই সে,যে বাংলাকে না ভালোবেসেও
অদ্যপ্রান্ত বাঙালী...
Backdated বাংলা, মা তো তাই হয়।
সন্তান আধুনিক,রুচিশীল,সভ্য তাই তো
বলি....না, আমি বাংলা ভালোবাসি না।

-


20 JAN 2022 AT 12:40

ছন্দহীন হাস্যকথা😅

আমি একটা চলন্ত ট্রেন
ক্ষতিগ্রস্ত, মরচে পড়া চলন্ত ট্রেন...
কিন্তু কে করল ক্ষতিগ্রস্ত?
করল আমারই চালক,কোন
বদ্ধ রাস্তায়, নির্মম জলবায়ুতে
আমাকে বাধ্য করেছে চলতে
কখনো হঠাৎ এই দমিয়েছে কঠোর হাতে
রুদ্ধ হয়েছে গতিপথ,আরো শতগুন ক্ষতিগ্রস্ত হয়েছি আমি....
আজ ভাবতে বসেছি সত্যিই কী পাওনা ছিল এসব
নাকি সবই ভগবান এর উপহাস ...🤔
কিন্তু এখানে ভগবান এর কী দোষ?
দোষ করল চালক আর আমি দোহাই দিচ্ছি ভগবান এর?জীর্ণ,ক্ষতিগ্রস্ত ট্রেন আর কীই করতে পারে?
Someone -পারলে চালক কে বদলাও ,পারলে নিজেকে মেরামত কর,নিজেরই parts কেটে.....

Train-কিন্তু তাতে লাগে যে ব্যথা,

Someone-হাসালে,তুমি তো যন্ত্র.যন্ত্রের ব্যথা?😂

Train-আমি কী শুধুই যন্ত্র?তাহলে আত্মকথা কবিতা হচ্ছে কী করে?

Someone-যদি তুমি ভাবতে পারো,তাহলে তুমি গড়তেও পার,কিন্তু গড়নি কক্ষনো,চেষ্টা করোনি কেনো?তোমার কী এখানেই শেষ হবে?জীর্ণ টুকরো হয়ে পৃথিবী নষ্ট করবে?একটি বার ভাবো....
তুমিই, ভাবলে গড়তে পারো....

Train-চেষ্টা করি,পারবো আমি
চালক বদলে এগিয়ে যাবো,
যন্ত্রণাতে Parts হারাবে,নতুন partsবসবে তবে..
জীবন নয় যন্ত্রী হব,বিনা দ্বিধায় এগিয়ে যাবো

-


Seems RITU SARDAR has not written any more Quotes.

Explore More Writers