Ritobrata Sarkar   (ঋতব্রতা)
51 Followers · 4 Following

একাকিত্বের মাঝে লেখালেখিই চিরসঙ্গী...😊
Joined 16 December 2018


একাকিত্বের মাঝে লেখালেখিই চিরসঙ্গী...😊
Joined 16 December 2018
5 DEC 2019 AT 21:47

যা, যেতে দিলাম তোকে।
ঐ অন্ধগলির মুক্তবাঁকে দাঁড়িয়ে তোর চলে যাওয়া দেখতে দেখতে মুছে নিলাম চোখের শেষ শিশিরবিন্দুটুকু।
এই মনকেমনের মাঝে ধুয়ে ফেলতে চাইলাম তোর স্মৃতিচিহ্ন গুলোকে।
জানিনা পারলাম কি পারলাম না, কিন্তু পিছুডাক যে বড় অশুভ!
তাই আর তোকে ফেরালাম না।
যা, যেতে দিলাম তোকে।
যেদিন ক্লান্ত বিকেলের রক্ত গোঁধূলির দিকে চেয়ে তোর মনে পড়বে আমার কথা,
নাহয় মুছে ফেলিস ভালোবাসার শেষ নির্যাসটুকু।
নাহয় নিভিয়ে দিস তোর ভিতর লেলিহান শিখার মত জ্বলতে থাকা আমার প্রতি ঘৃণাকে।
যেদিন শ্রান্ত চোখে তোর অশান্ত হৃদয় আমাকে খুঁজবে,
নাহয় ঐ অর্ধনিমীলিত চোখটাকেই শাসন করিস।
আটকাবো নারে আর,
যা, যেতে দিলাম তোকে!!

-


24 NOV 2019 AT 9:25

এই ব্যস্ততার জীবনেও তোদের কথা খুব মনে পরে,
সেই যে কেউ কাজের বাহানা দেখালেও জোর করে তাকে ঘুরতে নিয়ে যাওয়া;
টিফিন খেতে খেতে একসাথে মারামারি, হুল্লোর করা;
আর আমাদের সেই চা পার্টি আর ঝালমুড়ির পিকনিক;
ওহ!! কিহ্ দিন ছিল সেগুলো!!
কিন্তু সময়ের সাথে সাথে হয়ত সব বন্ধনই ঝাপসা হয়ে যায়।
তাই আজ চোখের জলে বালিশ ভিজলেও, একাকিত্বে ডুবে গেলেও কেউ ছুটে এসে বলেনা...
"ওরে তোর নেকাকান্না থামাবি!! ওদিকে তো বন্যা বয়ে গেল!!"

-


23 NOV 2019 AT 16:54

আজ যেন বহুদূরে হারিয়ে ফেলেছি তোকে,
সেই তুই, যে আমাকে ছাড়া প্রতি মুহূর্ত চোখে অন্ধকার দেখতিস।
সেই তুই, আমাকে না খাইয়ে কখনও খেতে পর্যন্ত পারতিস না।
আর আজ কত রাত তোর একটা ফোনের অপেক্ষায় না খেয়েই কাটিয়ে দিলাম, তার কি খোঁজ রাখিস তুই?
প্রায়শই বিকেলে একসাথে চা আর চপ এর সাথে চলা আড্ডা গুলো আজ যেন বড্ড ফিকে,
নতুনের আগমন কি পুরনোকে একেবারেই ভুলিয়ে দেয় রে?
হয়ত বন্ধুত্বের গন্ডি ভুলবশত আমিই পার করে ফেলেছিলাম,
তাইই তো আজ আমার ভালোবাসা, কেয়ার টা তোর চোখে দায়িত্ব;
আর অভিমান টা নিছক ছেলেমানুষী!

-


22 NOV 2019 AT 9:59

নিজের ভালো লাগার জগৎ-এ ফিরে এলাম।
যাদের জন্য সব ছেড়ে নিজের আবেগের বলি দিয়ে নিজেকে সঁপে দিয়েছিলাম,
তারাই শেষমেষ কাঠগড়ায় তুললো।
তাই এবার নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই তুলে নিলাম, সবাইকে ভুলে নিজেকে নিজের আপন করে তুললাম।

-


10 MAY 2019 AT 1:03

আজ পঁচিশ হাজার পেয়েছে সে। বিধ্বস্ত, ক্লান্ত শেহনাজ রাতের অন্ধকারে বাড়ি ফিরতে ফিরতে ফাঁকা মাঠের ভিতর থেকে মেয়েলি গলায় নিদারূণ আর্তনাদ শুনতে পেলো। ছুটে গিয়ে দেখল, একটি যুবতী মেয়েকে ঘিরে ধরে আছে দুটি মানুষরূপী নৃশংস শ্বাপদ। শেহনাজ চিৎকার করে মেয়েটিকে ছেড়ে দিতে বলল। তারা ওর সাহস দেখে হাসতে হাসতে বললো, 'আয়, তোর ও শরীর ছিঁড়ে খাব আমরা।'
ভয় নয়, শেহনাজের মুখে ফুটে উঠল কূটিল হাসি। 'যার শরীর রোজ টাকার বিনিময়ে ভোগ করে তোদের মতনই কিছু কাপুরুষ, সেই পতিতাকে কীসের ভয় দেখাচ্ছিস তোরা'- বলে অতর্কিতে দুজনের বুকে সাথে থাকা ছুরি চালিয়ে দিল সে।
অচেতন মেয়েটাকে নিয়ে যেতে যেতে মনে মনে বলল, একদিন বিক্রি হয়ে গিয়ে প্রথমদিন যে পরিস্থিতির সম্মুখিন হয়েছিল সে, আর কাউকে যেন সেইদিন কোনোদিনও দেখতে না হয়।

-


29 APR 2019 AT 21:48

My soulmate...my obsession...my lifeline...

-


28 APR 2019 AT 19:00

Scroll up many times and check my quate again and again to find any mistake i hve done in it!! And wait for a single notification with too much anxiety...

-


27 APR 2019 AT 21:05

Thrill
Enjoyment
Risk
Long drive with bestfriend...

-


27 APR 2019 AT 15:11

stand staright with the truth and erase all fakes..
be loyal to my parents and my friends..
be strong in any critical situation..
grow with my quality to the future..
respect everyone, and bring smile to their face..
be patient in solving any types of problem..

-


24 APR 2019 AT 22:03

বন্ধু মানে হইহুল্লোর, আবেগ আদরমাখা
বন্ধু মানে দূঃসময়ে হাতে হাত রাখা
বন্ধু মানে পড়ার মাঝে আড্ডা ও খুনসূটি
বন্ধু মানে গল্পের আসর, হাসিতে লুটোপুটি
বন্ধু মানে দুঃখের সময় একটু সূখের ছোঁয়া
বন্ধু মানে সবসময়ে তাকে পাশে পাওয়া
বন্ধু মানে ঝগড়াঝাঁটি, রাগ-অভিমান
বন্ধু মানে খেলাধুলো, গল্প আর গান
বন্ধু মানে তার জন্য রাখা জীবন বাঁজি
বন্ধু মানে তার জন্য সব করতে রাজি
বন্ধু মানে ভাগাভাগি ছিনিয়ে নিয়ে খাওয়া
বন্ধু মানে দুষ্টুমিতে একত্রিত হওয়া
কিন্তু....
হারিয়ে গেছে প্রকৃত বন্ধুত্ব
হিংসা, স্বার্থের যুগে,
মানুষ তাই ভুগছে এখন
'একাকিত্ব' নামক রোগে।

-


Fetching Ritobrata Sarkar Quotes