Life is too short to do something.
So do it that's you can answer you.-
Ritisha Ray
571 Followers · 3.6k Following
Joined 5 July 2023
21 JUL 2023 AT 17:47
14 JUL 2023 AT 14:21
শব্দ না করে নীরব থেকে দেখো
সে তোমার ভাবনা ঠিক বুঝে যাবে।
যে কাজ বলে হয় না
সেই কাজ নীরব থেকেই হয়ে যায়।-
13 JUL 2023 AT 15:25
প্রশ্ন তুমি একা খালি করতে পারো?
আমিও যে পারি।
সব উত্তর আমি একাই দেব কেন ?
তুমিও দাও দেখি।-
11 JUL 2023 AT 13:57
কালো মেঘে ঘিরেছে চারিদিক
ঝমঝম বৃষ্টির শব্দ ভেসে এলো কানে
বোন চেঁচিয়ে বলল দিদি আয় ছুটে
ভিজে আসি দুই বোনে
এই ছিল আমাদের ছোটবেলা
যা আজ বড়ই দূর , সত্যি বড়ই আজ দূর।-
6 JUL 2023 AT 23:39
Life is always special for me.
As I know if I am not there you will be alone.-