Reaching the journey,
escaping the destination
Freeing the 'nergy,
inequating the solution.
Thinking as the light
by the mind in the skull.
Even infinity divides me
to make me the null.-
বঙ্গসন্তান তুমি দাদামশায়,
সু ব্রতে ব্রতী তব অধ্যবসায়;
অসংখ্য ভাবনার এই প্রাণখোলা আকাশে,
শিকল-বাঁধা সত্য-আঙিনায় রোজ তুমি জীবন্ত-
নিশাচর সমাজেও বলিষ্ঠ কোনো তরঙ্গের উৎসে
সমাধানহীনও হয় যদি বা,খাঁটি তোমার মনন,
ঠিক যেন মেঘে ঢাকা বসন্ত...
-
ভ্যাপসা হাওয়ায় ভাসছে শহর,
আনমনা সব চাওয়া-পাওয়া;
লোক দেখানো ধর্ম জহর!
মাথার ঘিলু চুষে খাওয়া।
ছদ্মবেশী যেই রঙিনটাকে
ভাবছো তুমি ভালো,
প্যাকেট মোড়া বিড়ির ধোঁয়ায়
ওটাও সাদা কালো।
বাঁধছো জীবন শিকল দিয়ে,
পাচ্ছো তুমি সুখ;
উৎস ভুলে অবহেলে
মরণ দেখেও মূক!
স্বপ্নের কাছে হার মানবে,
লোহা-লক্কর গুলো;
ভিজবে আজি ছেলেবেলা,
মাখবে গায়ে ধুলো।
আকাশ ঢেকে পার পাবে না,
নদীরও অশ্রু আছে।
রক্ত শুষেও থমকে যাবে
নির্জনতার মাঝে।।-
প্রশংসাটা নাহয় থাকুক পড়ে
ঐ কমেন্ট-বাক্সের ভাগে।
বলি, ভাবনায় মোড়া তোর এই সাজানো সংসারে
বারবার আসতে আমার ভারী ভালো লাগে।
Where,
Words become inspiration
Swords lose aspiration..-
Ghane baadalon ka yun garajna
Ke jaise meri purani parchhayi
Barish ke bundo ka yun bichhadna
Ke jaise meri aakhri sachhayi...-
Ghadi ke kaante to ulte vi ghoom jaaye
Beete hue kal se kuch haseen pal dhundh jaaye
Jis sheher me khoye the hum
Chabi uski nehi mili
Samay ka yun inkaar karna hume phir besahara chhod jaaye-
স্পর্শে দিলে নখের বাহার,
রাজার ঘরে ধূর্ত তুমি আড়াই চালের গুটি;
ক্লোরোফিলে ভিজুক হৃদয় আমার,
হিমোগ্লোবিনকে তাই দিয়েছি আজ ছুটি।-
ভুরিভুরি সব 'কঠিন' রোগে
অন্তত জোটে আশ্বাস।
একাকীত্ব একাই ভোগে,
ভাগ্যে শুধুই পরিহাস ।।
-