Ritesh Das   (দাসবাবুর ইতিকথা)
49 Followers · 42 Following

Joined 7 May 2020


Joined 7 May 2020
27 OCT 2022 AT 20:20

Chal chlale fir ek manzil ko jitne,
Sath me jholi bhara hua asirwad le kar,
Aur bada banege jivan me,
Yehi ummid mann kar,
Par zindegi ek parbat lagta hai abhi,
Kiue ki oxygen ka dikkat ho raha hai abhi,
Jitna ucha jaa rahe hai hum,
paresani utna humko sata raha hai uhi,
Par sochna nehi hai dost utna,
Kiske liea kar rahe hai ye sabh,
Ghar me buri mummy papa hai,
Jo log humareliea jee rahe hai hawaqut,
Muskil to yuhi ate hi rahegi,
Bass mohabbat se apnana hoga usse,
Sare parbat ko har hal me par karna hai mujhe.
Par karna hi hai mujhe.

-


16 OCT 2022 AT 1:09

মা, কত দিন হলো দেখিনি তোমায়,
এখন বড় দেখতে ইচ্ছা হয়,
সময়ের সাথে পেরে উঠছিনা আমি,
তোমার স্পর্শ পাওয়া টাই এখন বড় দায়,
মাঝে মাঝে ভেবে ফিরি অনেক হলো দৌড়ানো,
এবারে একটু শান্তিতে আমি থাকি,
তবু কেন জানি চিন্তা করে মরি,
কত কাজ রয়েছে এখনও বাকি,
দায়িত্ব গুলো আমায় বলে তুই আরাম করবি নাকি?
সময় আছে তোর আরাম করবার?
ভেবে দেখেছিস কখনো একবার,
উঠে পর তুই ওঠ বলছি সময় এখন দৌড়াবার,
আচ্ছা তাহলে মা আসি এবার আমি,
আমার দায়িত্ব গুলো আমায় ডাকে,
সময় পেলে আবার আসবো আবার আমি,
কাজের ফাঁকে ফাঁকে।

-


19 JUL 2022 AT 20:37

ভোলা তোমায় অনেক কষ্টের,
মনে পড়ো তুমি আজও,
আজও হারাই সেই স্মৃতিমধুর গল্পে,
ভাবতেই পারিনি এত্ত তাড়াতাড়ি আপন করবে আমায়,
এটাও ভাবিনি এত্ত তাড়াতাড়ি পর করবে,
ফের হারলাম আমি আমার ভুল সিদ্ধান্তের কাছে,
অভ্যাস হয়েগেছে কেমন আজ এই সব,
সেই রাত জাগা গল্প, আর হাসির কান্ড,
সেই তোমার ফোনের অপেক্ষা আর রাত জাগার অজুহাত,
মনে পড়ছে আজ সবই বারে বারে
ভালো লাগছে না কিছু আর,
কেন তোমায় মনে পড়ছে বারে বার,
সময় পেলে বলো কোনোদিন আমায়,
আমি থাকবো তোমার অপেক্ষায়।

-


3 JUL 2022 AT 8:04

আসি তবে বন্ধুরা খেয়াল রেখো নিজের,
ভালো থেকো তোমরা, যত্ন নিও নিজের স্বপ্নের,
স্বপ্ন বলে মনে পড়লো হটাৎ একটা কথা,
আজ তবে চলে যাচ্ছি কিন্তু বুকে একটু ব্যাথা,
আরে ব্যাথা কেন হবে না বলো ভালোবাসা কী কম পেয়েছি?
অপরিচিত মানুষ হয়েও আচমকা ভাই আর দাদা হয়ে গেয়েছি,
তোমরা বলো বাড়ি যাই না কেন, কী আছে এখানে?
এখানে আমার নতুন ভালোবাসা আছে, আমি কাজ করি যেখানে,
প্রথম বারেই জায়গাটা আমার বড্ডো আপন লাগে,
শহর থেকে দূরে আমার বড্ডো ভালো লাগে,
কাজের জায়গার অনেক রূপ,
দাদা গুলো সব এক এক রকমের কিন্তু মনে পড়বে খুব,
ভাই গুলো সব আমার বিয়ে নিয়ে ব্যাস্ত,
বোন আছে একটা চুপ চাপ, কাজের চাপে সে দুস্থ,
বাকি আছে দুই জন অনেক বড়ো দাদা,
মুখে অনেক কথা কিন্তু মনে বড়ো সাদা,
মনে পড়বে সব্বাই কে আমার বারে বারে,
আমায় পিছু ডেকো না, যেতে হবে অনেক দূরে,
নাহ এবার আমার কষ্ট হচ্ছে এবার আমি যাই,
দুই পেয়ালা সূরা হলে একটু আরাম পাই,
বড়ো তারাতারি চলে যেতে হলো আমায়,
সহ্য হচ্ছিলো না আর,
দিদির কীর্তি দেখে এখন ভবিষ্যত অন্ধকার,
চললাম তবে উচ্চ শিক্ষায় সেথায় বাঁধবো বাসা,
ফিরে এলে যেন তোমাদেরই পাই এই রইলো আমার আসা।।

-


15 JUN 2022 AT 9:18

Waqut ke daria me log yuhi bah jate hai,
Kisiko manzil milti hai to koi dub jata hai,
Hum bhi ek musafir thare is daria me,
Ghumte huea payar bat ne aa jate hai।
Isi kohori daria me kabhi koi mill jata hai,
Jisse hum dost kahte hai aur kabhi payar ban jata hai,
Kuch khushi aur gum ke pall sath guzarte ke bad,
Firr aur ek manzil ke liea hum nikal jate hai।
Is dosti ka nam kabhi bhai hota hai to kabhi bahana,
Bohot bulate hai par hum mante nehi kisi ka kah na।
Dost, yar aur payar bohot mile hai kai bar,
Par ek musafir hai hum, rukna mera aadat nehi,
Bass kwaish hai itni ki Ibadat ho mere payar ka,
Kue ki!!!
ismehi hai mera manzil kahi।

-


30 MAY 2022 AT 23:56

আজ ফের গিয়েছিলাম সেই পথে,
যে পথে আমার যেতে ছিল মানা,
থেমে যাওয়ার সুযোগ ছিল,
কিন্তু থামার উপায় ছিলো না জানা,
আবার পড়লাম হুমড়ি খেয়ে,
আবার হাত পা গেল ছুলে,
এই পথেতে অনেক গর্ত আছে,
আমি সেটাই গিয়েছিলাম ভুলে,
হাত পা ছরে একা বসে আমি,
আজও কেউ বাড়ালোনা হাত,
বাড়ালো শুধু আরো অনেক ব্যাথা,
কারণ সরলতাই আমার অপরাধ,
ফের দাঁড়াবো আমি একা কোনো মতে,
দেখে দূরে আলোক বিন্দু খানি,
বেঁচে থাকার এক সঙ্গী খুঁজছি,
খুঁজছি সেই ডাগর দুই আঁখি আমি।

-


30 MAY 2022 AT 23:37

কিছু স্মৃতি মধুর হয়,
কিন্তু স্মৃতিমধুর হয় না,
ঠিক যেমন ভেবে কিছু করা হয়,
করে কিছু ভাবা যায় না,
আমরা মহৎ হতে চাই,
কিন্তু সামান্য পুতুল ছাড়া কিছুনা,
মানুষ গর্ব করে তাঁর কৃতিত্ব নিয়ে,
নিজের অস্তিত্বের অমর্যাদা করতে থামে না।
নিজের চিত্তকে সুখী করার তালে,
নিজের আমি টাকেই গলা টিপে মারে,
মানুষ জানতে চায় না অন্যের খুশি,
মানুষের ভাবার সময় নেই,
নিজের আমি টাকে ঘুষ দেয় বেশি,
নিজের কামনাকে থামাতেই,
বয়স হচ্ছে বুঝতে পারছি,
কত ভুল আমরা এখনো,
শিক্ষা আমাদের হয়েছে বটে,
কিন্তু অশিক্ষা অসম্ভব কাটানো।


-


27 MAY 2022 AT 20:15

তবু কেন মনে পরো তুমি বারে বার,
আমাদের মাঝে এখন তো কোনো সম্পর্ক নেই আর,
দেখা হয় না আগের মতন সেই পুরানো গলিতে,
কত গল্প থাকো না তখন আমাদের ঝুলিতে?
সময় তখন নিজের মতন বইতো একা,
যখন আমার দুটি চোখ তোমার পেতো একবার দেখা,
না মনে করতে চাই না আর আমি,
কিন্তু ভুলে যাওয়া কষ্ট আছে তাও জানি,
মৃত্যু কী শুধু মানুষের হয় নাকি?
স্মৃতি মৃত্যু হলে কোনো বোঝা থাকতোনা বাকি,
তুমি ভালোবাসোনি কখনো সেটা জানা ছিল,
তবু আমার মন পাখি কেন তোমার ঘরেই বাসা পেলো?
আজও সেই পাখি টা ঘর খুঁজে বেড়ায়,
মরুভূমিতে মরীচিকা ভ্রমে আজও সে দিশা হারায়।

-


2 MAY 2022 AT 23:40

জানো ভাই হাসি পেলো বড্ডো আজ আমার,
চাকরিতে নাকি অনেক নিয়ম আছে মানার,
নিয়ম গুলো একান্তই উপর ওয়ালার হাতে ,
নিজের ইচ্ছা মতো তারা ভাঙে মন মতে,
নিজের মতন নিয়ম ভাঙে আবার নিজের মতন গড়ে,
এই সবের মাঝে ভাবতে গিয়ে আমি অন্ধকারে,
যৎসামান্য দক্ষিনা আমার আর পাহাড় প্রমান কাজ,
প্রতিবাদ করার উদ্যোগ নিলে মাথায় পড়বে বাজ,
সব কিছু তাই দেখতে হবে না মানলে চোখ বুজো,
শিরদাড়াটা সোজা হলেও থাকে হবে কুঁজো।

-


5 MAR 2022 AT 20:14

ক্লান্ত দুপুর শান্তির সুর,
বিক্ষিপ্ত ছায়া এলো মেলো,
গ্রীষ্মের রোদ শান্ত বিরোধ,
স্মৃতিতে আজ জমেছে ধুলো,
মেঠো পথ আর সেই বটতলা,
কত স্মৃতি আজও বুকে,
মায়ের বকুনি গভীর চাহনি,
ভয়েতে যেত ঘাম ছুটে,
ঠাকুমার বড়ি খেতে চমৎকারী,
কত গল্প ছিল তার মনে,
সময় হয়নি তাঁর আমায় শোনাবার,
কোথায় চলে গেছে সে গোপনে,
আজও মনে পরে বন্ধুরা মিলে,
কত আড্ডা দিতাম রোজ,
এখন মুঠোফোন করেছি আপন,
তাই বন্ধ করেছি বন্ধুর খোঁজ,
তাই আরো একবার ফিরে যেতে চাই,
সেই ছোট্ট আমির বেশে,
ছায়া সুনিবিড় শান্তির নীড়,
অকৃত্রিম ভালোবাসার দেশে।


-


Fetching Ritesh Das Quotes