ripon ghosh   (রিপন)
22 Followers · 8 Following

Joined 29 April 2018


Joined 29 April 2018
7 AUG 2018 AT 4:05

পাহাড়ের কোলে বসে আছি, পাশে নেই কেহ...
চূড়া থেকে নামবেই তুমি একদিন, হয়ে হিমবাহ...

-


22 DEC 2018 AT 16:54

দূর থেকে মনে হয়, পাহাড়গুলো বোধকরি রয়েছে একে অপরের খুবই কাছে...
যদি পারো, গিয়ে একবার দেখে এসো, তাদের মধ্যেও সুবিশাল গিরিখাত আছে...

-


29 NOV 2018 AT 23:28

যাদের দুচোখ খুঁজে বেড়ায় পৃথিবীর তলদেশে কোথায় কি আছে! খুঁজে চলে খনিজ উৎপত্তি কারণ..
তাদের দেহের ভেতরেও যে একটি সুপ্ত কোমল হৃদয় বাসা বেঁধে থাকে। তার হিসেব রাখে কয়জন?...

-


17 NOV 2018 AT 3:10

শুকতারা আর নাই বা দেখা হলো, পড়ে রব সেদিনও একলা বেলার শেষে...
সাঁঝের বেলায় পশ্চিমাকাশে থাকব চেয়ে, যদি দেখা মেলে সন্ধ্যাতারার বেশে...

-


12 NOV 2018 AT 12:18

যে চির ধরেছিল বুকে, বুঁজে গেছে আজ তা। স্মৃতি হয়ে আছে শুধুই যে কল্পনায়...
আসি বলে সেই যে চলে গেছে। তবুও তো পড়ে আছে, হৃদয়ের গ্রস্থ উপত্যকায়...

-


4 NOV 2018 AT 18:35

এখন কাজের সময়, মিছে কেন আসো মনে...
স্মৃতিরা উঁকি দেয় যখন তখন, মনের কোণে...

-


2 NOV 2018 AT 11:37

বৃষ্টি যদি ভালোবাসা হয়ে ঝরে, মেঘেদের আড়ালে বৃথায় তোমাকে খুঁজি...
ঘর ছেড়েছি আজ ঘর বাঁধব বলে। নিরুদ্দেশের যাত্রাপথে তাই গন্তব্য চেরাপুঞ্জি...

-


30 OCT 2018 AT 12:17

খাঁচায় পুষে পাখি, খাইয়েছিলে ভাত। বলেছিলে পাখিকে, তোকে বড়ই ভালোবাসি...
দশ টাকায় কিনে পাখি, উড়িয়েছিলাম আমি। ভালোবাসায় মুগ্ধ হয়ে, নিজের মনেই হাসি...

-


26 OCT 2018 AT 20:12

তুমি তো গ্রীষ্মের কেউ নও। কঠোর রোদ্দুরে বসে আমি বাস্তবতার ছবি আঁকি...
শীত এসেছে আজ আমার দুয়ারে। তাই তুমি আসবে বলছো, হয়ে পরিযায়ী পাখি...

-


24 OCT 2018 AT 14:10

নদী উপত্যকায় বসে আছো বলে, ভেবো না, বন্যাটা কেবল তোমার একার ওপরেই বয়...
গভীর মরুভূমির মধ্যেও একফোটা বৃষ্টির জলে হতে পারে বন্যা। যদি বাসাটা পিঁপড়ের হয়...

-


Fetching ripon ghosh Quotes