Rinki Maity   (লেখনী)
33 Followers · 17 Following

আপনাদের জন্য লিখি, আপনারা পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন আশা করি😌🖤
Joined 24 January 2018


আপনাদের জন্য লিখি, আপনারা পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন আশা করি😌🖤
Joined 24 January 2018
27 JAN 2023 AT 17:13

তুমি ভালোবেসে হাত ধরলে
আমি চলে যাই
তোমার দেওয়া অল্প খুশিতে
আমি ভেসে যাই
তোমার সাথে দেখা কুঁড়ে ঘরে
আমি তুমি থাকি
তোমার বুকের কষ্টে
আমার কাঁদে আঁখি

-


27 JAN 2023 AT 17:07

তোমাকে চেয়েছি হৃদয় জুড়ে
তুমি কাছে আসোনি
তোমাকে চেয়েছি নিঃস্বার্থ ভালোবাসতে
তুমি ভালোবাসোনি
তোমাকে চেয়েছি গভীর চুম্বনে আঁকতে
তুমি সরে গেছো
তোমাকে চেয়েছি রাতের নীলিমায়
তুমি মুছে গেছো

-


27 JAN 2023 AT 16:58

আমি আকাশ হতে চেয়েছিলাম
তুমি পাখি হতে চাওনি
আমি বৃষ্টি হয়ে চেয়েছিলাম
তুমি মেঘ হতে চাওনি
আমি নৌকা হতে চেয়েছিলাম
তুমি নদী হতে চাওনি
আমি গাছ হতে চেয়েছিলাম
তুমি পাতা হতে চাওনি
আমি পেখম হতে চেয়েছিলাম
তুমি ময়ূর হতে চাওনি
আমি কলম হতে চেয়েছিলাম
তুমি কালি হতে চাওনি
আমি দৃষ্টি হতে চেয়েছিলাম
তুমি নয়ন হতে চাওনি
আমি ঠোঁট হতে চেয়েছিলাম
তুমি হাসি হতে চাওনি
আমি তোমার হতে চেয়েছিলাম
তুমি আমার হতে চাওনি

-


27 JAN 2023 AT 16:46

আজীবন যে সত্যকে তুমি আঁকড়ে ধরে থাকলে,
হঠাৎ
তারই কাছে জানলে কোনোদিন সে তোমাকে আঁকড়ে ধরতেই চায়নি…

-


27 JAN 2023 AT 16:39

সব কিছু সবসময় জেনে নিতে নেই
কিছু জিনিস অজানা থাকাই ভালো,
এতে মনের শান্তি বজায় থাকে…

-


25 JAN 2023 AT 0:08

কেনো জানি না…
এখন তোমাকে খুব অচেনা লাগে ।
আগে তোমার প্রতিটা নিঃশ্বাস আমি চিনতাম…
এখন তোমার ছায়া কেও বড় অচেনা লাগে ।
আগে তোমার ছোঁয়াতেও ছিল নিঃস্বার্থ ভালোবাসা…
এখন তোমার উপস্থিতিও যেনো স্বার্থের লাগে ।

-


19 SEP 2021 AT 23:02

You Will Always Be An Unfinished Part Of Me

-


11 JUN 2021 AT 23:11

সময় তোমাকে ঠিক জানাবে
তুমি কি হারালে…

-


11 JUN 2021 AT 23:02

চেয়েছিলাম যেনো কেউ আমাকে ভুল না বোঝে
কিন্তু সেই চাওয়াটাও অপূর্ণ থেকে গেলো…

-


11 JUN 2021 AT 22:55

।।দুঃখ শুধু একটাই শুরু থেকে শেষ অবধি কেউ আমাকে বুঝলো না।।

-


Fetching Rinki Maity Quotes