Rímã Ghøßh  
1 Followers · 3 Following

তোমার মতোন কাউকে নয়.. শুধু তোমাকেই চাই॥❤️😄😊😍😘
Joined 29 August 2019


তোমার মতোন কাউকে নয়.. শুধু তোমাকেই চাই॥❤️😄😊😍😘
Joined 29 August 2019
27 MAR 2022 AT 19:41

প্রতি বসন্ত সবার জীবনে মিষ্টি রং আনে না 😌
কারোর জীবনের অল্প রংটুকুও ছিনিয়ে নেয়..🙂

-


23 JAN 2022 AT 0:15

“তোমরা আমাকে রক্ত দাও..
আমি তোমাদের স্বাধীনতা দেবো..॥ ”✊🏻
এটা শুধুমাত্র শ্লোক বা কথার কথা নয় যিনি দেশকে ভালবেসে দেশের হয়ে লড়াই করেছিলেন যিনি দেশ মাতার পায়ের পরাধীনতার বেরি খুলে তার পরিবর্তে স্বাধীনতার কোমল অলংকার পড়াতে চেয়েছিলেন তিনি আর কেউ নন.. তিনি ভারত মাতার বীর সন্তান সুভাষচন্দ্র বসু । দেশকে স্বাধীন করতে এক কোটি পঞ্চাশলক্ষেরও বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছেন ঠিকই কিন্তু তিক্ষ বুদ্ধি আর তীব্র পরিকল্পনা ছাড়া লাখ লাখ ফোঁটা রক্ত দিয়েও দেশ মাতাকে পরাধীনতার হাত থেকে বাঁচানো সম্ভব ছিলনা যদিনা বীর সুভাষ বস জন্ম গ্রহণ না করতেন। গঠন করলেন তিনি আজাদ হিন্দ ফৌজ বাহিনী। সেই বাহিনীকে পাসে রেখে একাই ব্রিটিশদের বিরুদ্ধে এগিয়ে গেলেন হয়ে উঠলেন ‘নেতাজি সুভাষ চন্দ্র বোস‘। ভারত মাতা স্বাধীন হওয়া পর্যন্ত তিনি মাতার পাশে থাকতে পারেননি ঠিকই কিন্ত ভারতবর্ষের স্বাধীনতাকে তিনি দোরগোড়া পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিলেন। আজ তাঁর ১২৭ তম জন্মদিনে প্রতিটা ভারতবাসীর তরফ থেকে অজস্র শ্রদ্ধা জ্ঞাপন💐🌼 ও শতকোটি প্রণাম🙇🏻‍♀️🙏🏻। তিনি আজ শশরীরে আমাদের সামনে উপস্থিত নেই ঠিকই কিন্তু তিনি আজও প্রতিটা ভারতবাসীর ও ভারতীয় যোদ্ধার রক্তের ফোঁটায় ফোঁটায় জীবিত আছেন এবং আগামী বছর গুলেতেও থাকবেন॥
বন্দে মাতারাম্ 🇮🇳✊🏻জয় হিন্দ🇮🇳✊🏻 জয় বাংলা 🇮🇳✊🏻জয় ভারত🇮🇳✊🏻❤️❤️🧡🤍💚

-


20 NOV 2021 AT 8:44

যে আঁখিতে এতো হাসি লুকানো
কূলে কূলে তার কোনো আঁখি ধার
যে মনের আছে এতো মাধুরী
সে কোনো চলেছে বয়ে ব্যাথা ভার

-


17 NOV 2021 AT 18:02

‘‘ স্বপ্নের জগতটা অনেক সহজ😇
কিন্তু বাস্তবটা বড়ো কঠিন ’’😓
‘ সমস্ত ভাবনা এক নিমেষে😕
ওলটপালট হয়ে যায় ’ 😞

-


14 OCT 2021 AT 9:00

আমি দূর হতে তোমারেই দেখেছি 🙂
আর মুগ্ধ হয়ে চেয়ে থেকেছি 🥰

-


26 AUG 2021 AT 13:13

কিছু জিনিস অল্প অল্পই ভালো..🙂
অভ্যাসে পরিণত হলে তা বদলানো খুবই কঠিক।🥀😖

-


25 AUG 2021 AT 21:06

ব্যাস্ত শহরে....
আজ আমি..🙂একলা পথিক 😔🥀

-


1 AUG 2021 AT 17:10

আঁখি ফিরাইলে বলে.. না না না.. আ
ওযে মানে না মানা ॥❤️❤️🥰🥰

-


16 JUN 2021 AT 9:46

আজ সম্পর্কের বিচ্ছেদ হয়েছে তা প্রায় এক বছর ছ'মাস মতো.. আর সে ভাবছে আমি খুব আনন্দে আছি..! কিন্তু তা নয়.. আমারও জীবনের ঐ একখানি জায়গায় কষ্টটা চাপা রয়েই গেল। ভুলতে আমি কোনোদিনও পারবোনা তোমাকে.. হাজার ব্যস্ততার মাঝে তোমায় মনে পরেনা ঠিকই কিন্তু প্রতি রাতে চোখখানি বোজার আগে তোমার পাতাগুলো ভিড় করে আসে আমার মনের মাঝে, এই চারটে বছর তোমাকেই যে বেশি গুরুত্ব দিয়েছি। আজও 11,12এর বায়োলজি বই গুলো দেখে মনে হয় তারা যেনো আমার দিকে তাকিয়ে বলে.. কিরে মনে পরে আমাকে..??
-Biology Lover

-


21 FEB 2021 AT 12:37

যেই দিন দেকবে তোমায় আর ম্যাসেজ করছি না 😊
বুঝে নিও আর নেই আমি এই পৃথিবীতে ☺️

-


Fetching Rímã Ghøßh Quotes