Rim Bhattachay   (Rim)
6 Followers · 1 Following

Joined 14 October 2017


Joined 14 October 2017
3 NOV 2022 AT 0:38

দিন শেষের ক্লান্ততা
চোখে নেমে আশার পরও তোমায় এক ঝলক দেখার জন্য তোমারই এলাকায় বোকার মত ঢোঁ মারার নেশাটা যেদিন কেটে যাবে সেদিন বুঝবে সত্যিই বিরাম চিহ্ন পরে গেছে।

-


5 OCT 2022 AT 17:53

বিসর্জন টা কিন্ত খুব কষ্টের,আমরা তবুও "মা"কে ঢাক কাসর বাজিয়ে বিদায় জানাই....
জীবনের প্রতিটি বিসর্জনে বিষাদ গুলো এইভাবেই মনের কোলাহল এ চাপা পরে থাক।
$দশমী$

-


23 SEP 2022 AT 23:51

সুধী,
আশ্বিনী ধ্বনি কে পাথেয় করে,নৃত্যের তালে ও ছন্দে "তা-থৈ ডান্স স্টুডিও" তার ক্ষুদ্র পথের দুটি বছর অতিক্রম করতে চলেছে,এতদুপলক্ষে আগামী ২৫শে সেপ্টেম্বর রবিবার দেবীপক্ষের পূর্ণক্ষনে,আমরা বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী,বিগত শিক্ষক দিবস উদযাপন ও বিশেষ অতিথি সম্বর্ধনা তৎসহ একটি ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।
উক্ত অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি আমাদের কাম্য।
ধন্যবাদান্তে

**স্থান-অভিযাত্রী এ্যাসোসিয়েশন্‌**
সময় বিকাল 5:30

-


20 AUG 2022 AT 23:30

আমি ভেবেছিলাম সত্যিই ঘরটা অন্ধকার হয়েছে,নিশ্চিতভাবেই আবগে হাতরিয়ে আলো জ্বালানোর চেষ্টায় মত্ত হয়েছিলাম।হাজার প্রচেষ্টার অসফলতা খুঁজতে গিয়ে লক্ষই করিনি আলো নেভেনি,আমি অন্ধ হয়েগেছি।

-


14 AUG 2022 AT 7:23

চিরকাল স্মৃতির বহিঃপ্রকাশে শব্দ গুলোই সঙ্গ দিয়েছে,মানুষতো জীবনে আসে স্মৃতি তৈরীর জন্য।

-


4 JUL 2022 AT 12:46

আমি এখন আর অপেক্ষায় থাকি না।শুধু ওই সবুজ বাতিটার দিকে তাকিয়ে থাকি,ওটা জ্বললে তোমার অস্তিত্ব অনুভব করি।বন্ধ থাকলে ফিরে যাই পুরোনো লেখার হাতছানিতে।অভ্যাস পরিবর্তন করা যায়! প্রয়োজন কে তো পূরন করতে হয়।

-


31 MAR 2019 AT 23:25

কোন এক মন খারাপের রাতে তোমার
জীবনসঙ্গীনি নিদ্রামগ্ন, আমার বর ও ব্যস্ত
তখন ক্লান্ত থাকা শয্যায় ঘুম রাজ্যে।
শুধু তোমার আমার চোখ দুটো নিদ্রাহীন। সেদিন অতীত আমাদের দুজনকে
নিঃশ্বদে কাঁদাবে। সৃষ্টিকর্তা ব্যাতিত
যে কান্নার কথা কেউ জানবেনা,কেনো দিন।

-


3 JAN 2019 AT 14:14

খুব নাকি ভালোবাসতি আমায়?তোর প্রিয়জনের তালিকা তে ঠাঁই পেয়েছিল আমার নাম!আমায় না বললে তোর কস্টগুলো চোখের জলের পরিনতি পেত না,আবার সমস্যা সমাধানে আমি ছিলাম তোর মৃত্যুঞ্জয় কবচ।অবশ্য এগুলো যদিও তোর বক্তব্য,কতটা সময় কাটিয়েছিস মনে আছে? কখনও পর পর গন্ধ পেয়েছিস??আমি কিন্তু পাই এখন।সময়ের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেকটাই,তবুও জানিস মনের গোপনে আছে তোর সমস্ত লুকিয়ে রাখা কথা।বিশ্বাস কর কাউকে বলিনি!আসলে কি জানিস প্রিয়জন ভেবে ভালোবেসেছি,প্রয়োজন ভেবে বিশ্বাসঘাতকতা করিনি।

-


16 SEP 2018 AT 0:56

এক সপ্তাহে ১৫০০ এ চিকিত্সাধীন দেহ,তার চেয়ে ভাই সত্কার সেরে ২০০০ ই শ্রেয়।

-


8 SEP 2018 AT 9:47

"জন্মদিন"তেমন কিছু বিশেষত্ব নেই বললেই চলে।কারণ আমার জন্ম প্রতিদিনই হয় নতুন ভাবে......আমার মায়ের আবদার গুলো মিটিয়ে দেওয়ার মধ্যে।কখনো বাবার দায়িত্ব গুলো নিজের কাঁধে নিয়ে তাকে শান্তি দেওয়ার মধ্যে।আবার যখন My dear Husband চিন্তায় বিবৃত থাকে তার মাথায় হাত বুলিয়ে চিন্তা মুক্ত করার মধ্যে। এই সম্পূর্ণ বছরের নতুন আমিকে যারা বিশেষ দিনটিতে শুভেচ্ছা দিয়ে প্রস্তুত করেন সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের প্রত্যেকের প্রতি আমার অনেক ভালোবাসা।

-


Fetching Rim Bhattachay Quotes