RIJU das   (ঋজু✒)
107 Followers · 87 Following

কথা নিয়ে খেলবো।
FB - Riju_Rjd
Instagram - rjd_the_boss
YouTube : সংক্ষেপ
Joined 9 April 2018


কথা নিয়ে খেলবো।
FB - Riju_Rjd
Instagram - rjd_the_boss
YouTube : সংক্ষেপ
Joined 9 April 2018
22 DEC 2023 AT 1:21

বাড়ি ফিরি আজ আচমকা!

রঘু চা বানিয়ে দেয় ফিরলেই...
আজ দেখি ঋতব্রতার দুধ দুইছে...

-


22 DEC 2023 AT 1:16

●।। আজন্ম মরীচিকা ।।●

ঘন ঘন আবঝা হয়ে যাচ্ছে বোধ।
যার ছোট ছোট বুক তার বড় একটা পোঁদ।।
সে বুকে আজন্মের মরীচিকা।
আমার ওমন মনখারাপ করা বুক ভালোলাগেনা একদম!

-


22 DEC 2023 AT 1:11

●।। অসুখ ।।●

উত্তেজনা এক ধরনের অসুখ,
সারাজীবন দু পায়ের মাঝে বয়ে বেড়াতে হয়ে,
ঋদ্ধিমা বলেছিলো এই অসুখে ওষুধ আছে!
সালোয়ার খুলে খাইয়ে দেয় রোজ!

-


22 DEC 2023 AT 0:52

●।। হজম ।।●
বুক আগলে, জিহ্ব কামড়ে ভান ধরো যেনো ভদ্র মেয়ে,
সুযোগ পেলেই হজম করো পুরুষ মানুষ খেয়ে।।

-


22 DEC 2023 AT 0:40

●।। সব লিঙ্গ মানুষের নয় ।।●

আমি শ্যামলীর সাথে শুয়ে বুঝলাম,
সব স্ত্রী লিঙ্গ সবার জন্য হয়না,
সামাজিক ভাবে মানুষের উচিত মানুষেরই পোঁদ মারা।

শ্যামলী আমার কুকুর!

-


22 DEC 2023 AT 0:33

●।। তফাৎ ।।●

শিক্ষা ও অশিক্ষায় তফাৎ আছে,
বউকে, মেয়ে বা মা বানিয়ে দিলেও একটা তফাৎ হয়!
Sex ও চোদার মধ্যেও আছে, তফাৎ আছে....

শুধু নেই সর্বদা সোহাগী ওই বিছানায়!
ওই শরীর দুটোয়, বা তিনটে চারটায়!

-


22 DEC 2023 AT 0:05

●।। রাত ।।●

আজ রাতে একটা ফুল বারুদের মতো ফুঁটবে,
আমার অশান্ত জীভ চেঁটে নেবে গড়িয়ে পড়া রস টুকু...
তারপর চেঁচাবে, যেমন পোষা বিড়াল চেঁচায়,
আমি গলা চেপে ধরবো, যাতে ছেলে না উঠে পড়ে আজ রাতে।।

-


20 DEC 2023 AT 9:55

আমি তোমার ঝড় হবো!
ঝিমিয়ে যাওয়া দুপুরে হাজির হবো!
বাঁ দিকের সিঁথি মানায় না তোমাকে,
ডান দিকে করে দেবো,
না বলার সত্ত্বেও ছুঁয়ে দেখবো,
অজস্র কথার মধ্যে দাড়ি, কমা, হয়ে থেকে যাবো।।

-


18 DEC 2023 AT 23:30

My revenge will be too luxurious for you;
you can't bear that much weight.
So, I gave you the cheapest stuff...

-


13 DEC 2023 AT 18:58

আমি তোমার উত্তরসূরি পেয়ে গেছি,
তাই তোমার নিবিড় বনে পথ হাতরাই না!
আমি তোমার উত্তরসূরি পেয়ে গেছি,
তাই ওবেলার ভাত আর জল দিয়ে বাঁচাই না,

-


Fetching RIJU das Quotes