রীমা ঘোষ  
2 Followers · 4 Following

Joined 31 October 2020


Joined 31 October 2020
24 JUN 2023 AT 9:31

মেঘের কোলে রোদ আর হাসে না
সে হারায় ঠিকানার জন্মান্তরের ক্রোড়ে
একাকী স্নিগ্ধ বাতাস আর আসে না
চারিদিকে চেহারায় আবেগ ঘেরার ভানে,
তবুও সবাই মুক্তি চায় --
যারা পায় তারা মুক্তের মুক্তি পায়,
সত্যের পরিহাসের নিঠুরতার একরাশ ছাপ রেখে সে হারায়
সে হারায় চেহারার সৌন্দর্য বেশে।
তবুও মুক্ত মেঘের সুখ খোঁজার ভান
আজ আর ইতিহাস মানেনা
হয়তো বেদুইন বেশে
কেউ আজ নীরবতার মানে খোঁজে না ।।

-


3 JUN 2023 AT 13:50

না ফেরা-রা

সময়টা ঠিক চলেই যাবে..
যা গেছে তা যাক্-এর খাতায়
রোদের পরে মেঘ থামবে, মেঘের উপর রোদ
বিষন্নতায় ভেস্তে যাবে সকল প্রতিরোধ।।

গতকালের ঘটনাটা বড্ড মর্মান্তিক!
একটা ঘন কালো রাত্রি পার করলো একরাশ প্রতিবেশি,,
আমার ক্ষমতা নেই তাদের কাছে গিয়ে, পাশে বসে, ভরসা দেওয়ার
শুধু এটুকুই বলতে পারি, - এঘটনার পুনরাবৃত্তি না ঘটুক।।

জীবন আবার গতিময়তার ঘেরাটোপে ফিরে পাবে তার নতুন ঠিকানা,
শুধু কিছু প্রিয় হারালো তার প্রিয়জনকে,
কিছু সন্তান আশ্রয় চ্যুত হল,
কিছু মানুষ তার সত্বা হারালো

তবু, হয়তো কোন এক বৃদ্ধ-বৃদ্ধা সন্তানের ঘরে ফেরার আশায় চাতকের দিন-যাপন করবে,,
রাত্রি শেষে আবার নতুন ভোর হবে;
চোখের কোনের বৃষ্টিটাও রোদের আলোয় রামধনুর সাথ দেবে,
কিন্তু, আক্ষেপটা মিটবে না..।।

-


8 MAR 2023 AT 13:37

*নারী-দিবস-মানো?!*

বিশ্বব্যাপী নারী দিবস,, কেবল মোদের বাহ্যিকতার মানায়,
আসলে সেই নারীই কেবল পদ দলিত হয়,, সমাজ মাঝে বিষন্নতা হানায়।।
তবুও কিছু ভুও সমাজসেবিক,, সমাজ-সেবার নামে, নারীর সেবায় মত্ত
কিছু জন বুক বাজিয়ে বলে,, আমি আমার দেশ-মাতারই ভক্ত।।
তারাই দেখি রোজ-খবরের পাতায়,, দিনে রাতে খবর হচ্ছে রোজ
কেউ বা নিজের নারীকে করে বন্দি,, কারও প্রথম পাতেই নারী নিখোঁজ।।
কোনও ঘটনাই অন্তিমে না যায়,, কারও মা-বাবা র চোখে বিষন্ন হাহাকার!!
কেউ বা মুঠোফোনে নারী খোঁজে,, কারো ঘরে মা-বোন, কেবলই show-off..
তবুও কিছু এতিম আজও করে,, নতুন করে বাস্তবতার খোঁজ
কেউ বা শ্রমিক কেউবা ঈতর জাতি,, হলেও মায়ের কোল জুড়ে করে রব।।
বাড়িতে নেই কোন কালের সম্মান,, ঘরে-বাহিরে তাদের সমাজ-সেবিক তকমা
আজকে নারী-দিবস পালন করে,, কাল তাদেরই মা-বোন-বৌ এর চোখে বন্যা।।

-


13 FEB 2023 AT 23:09

জবরদখল মাঝবয়সি
স্বপ্ন দেখার ভীষণ মানা
ছিল, যখন আকাশ ঘেরা
মিশতে চাওয়া সামিয়ানা।

কেমন করে খেলনাবাটি
হঠাৎ করেই ভাঙল সবই
একটু আধটু বেয়ারা মন
ফানুস ওড়ায় বড্ড বেশি।

চোখ বুজিয়ে সকাল খোঁজো?
সময়রা আজ রাত পেরোবেই,
মনের ভেতর ক্যানভাসেরাও
চোখের কোণের জল মোছাবেই।।

মেঘলা মনে ও বাষ্প ঝরায়
ঠোঁটের কোণের হাঁসিরা আজ
মেঘ পিয়নের চিঠিরা সব
রাস্তা বোঝাই গল্প কোড়ায় ।।

তুমিও যদি নিজের মনের
বস্তাবোঝাই গল্প পাঠাও
দেখবে ঠিকই মন আঙ্গিনায়
ফুল পাখিরা খেলবে মজায়।।
----- রীমা

-


30 DEC 2022 AT 0:36

প্রিয় 2022,
আমাদের আর কখনও দেখা হবেনা; তবে এই 365 দিনের নিপূন যাত্রায় তোমার সান্নিধ্য পেয়েছি বারবার। তবে এই দীর্ঘ সময়ের কখনও তোমায় বলা হয়ে ওঠে নি- তুমি আমার জন্য কী কী করেছ।
আজ বলছি....
প্রথমত, তুমি ঠিক-ভুলের বিচার শিখিয়েছ; দ্বিতীয়ত, তোমার হাত ধরেই প্রকৃত সঠিক মানুষ চিনেছি; তৃতীয়ত, একান্ত নিজেকে অন্য ভাবে চিনতে শিখিয়েছ; শিখিয়েছ নিজের সাথে সময় কাটাতে, ভালো হতে, ভালো করতে; আরো কতো কী..
তোমার অপার ঋণে ঋণী হয়ে থাকব চির-টা-কাল।

প্রিয় 2022; ভালো থেকো,
2023 কে অর্থপূর্ণ হতে সাহায্য করো।।
......ইতি


-


30 DEC 2022 AT 0:34

প্রিয় 2022,
আমাদের আর কখনও দেখা হবেনা; তবে এই 365 দিনের নিপূন যাত্রায় তোমার সান্নিধ্য পেয়েছি বারবার। তবে এই দীর্ঘ সময়ের কখনও তোমায় বলা হয়ে ওঠে নি- তুমি আমার জন্য কী কী করেছ।
আজ বলছি....
প্রথমত, তুমি ঠিক-ভুলের বিচার শিখিয়েছ; দ্বিতীয়ত, তোমার হাত ধরেই প্রকৃত সঠিক মানুষ চিনেছি; তৃতীয়ত, একান্ত নিজেকে অন্য ভাবে চিনতে শিখিয়েছ; শিখিয়েছ নিজের সাথে সময় কাটাতে, ভালো হতে, ভালো করতে; আরো কতো কী..
তোমার অপার ঋণে ঋণী হয়ে থাকব চির-টা-কাল।

প্রিয় 2022; ভালো থেকো,
2023 কে অর্থপূর্ণ হতে সাহায্য করো।।
......ইতি


-


15 APR 2022 AT 0:14

বসন্তকে পিছনে ফেলে,
নতুনের গান গেয়ে
আনন্দের সুপ্রভাত নামুক আমাদের জীবনে
ভরে থাক স্মৃতিসুধায় তোমার এ নতুন বছর,

এসো হে বৈশাখ এসো এসো।।

শুভ নববর্ষ

-


25 DEC 2021 AT 22:31

আমার মুক্তি র দোসর
এই ডিসেম্বরের কোলঘেষা শীত আর
একটু আদর মাখা শাল,
আমার প্রথম শীতের বিকেলগুলো
মুঠো ফোনে আজ বন্দী খানিক আটছে সন্ধি
ভিজে চুলের সুগন্ধিভরে আজ
কফির কাপে চুমুক দিতেই
সমীচীন আবেগ পেতেই
বুক পেতে কেউ
মুখ বুজে কেউ
কেন না জানি বদলে দিল সব
সত্যি করে।
দিনের শেষে কেউ, মিশছে আজও শিরায় শিরায়
হয়ে অবিকল
মুক্তি-ছুঁতে চল
গানের মাঝে প্রানের মাঝে প্রদীপ ছুঁয়ে কেউ
তোলে উথাল পাথাল ঢেউ।।
আমার মুক্তি সেথা শুক্তি যেথা তোমায় আমায় মিলে;
চল অবাধ্যতা ছুঁই
হই আজ ডিসেম্বরে শীত সকালে
কোকিল সুরের কেউ।।

-


24 DEC 2021 AT 22:54

নিজস্বতা বড্ড প্রিয় জানিস
সেখানে নেই কারো কোন বাঁধন অপশাসন, বিচ্ছিন্নতা শোক ;
আমি আছি বেশ তো আছি
এই আমাতে মোজে
মুক্তি পেতে সব বাঁধনের রোশ।।

-


1 NOV 2021 AT 19:01

প্রয়োজনেই শেষ,
প্রিয়োজনে অভাবের বাদ্যি বাজে বেশ।
মেঘলা আকাশ শামিয়ানা খোঁজে
কেউ কী খোঁজে গো নিজেরে?
প্রিয়তমা তব প্রিয়োতম খোঁজে
আমি কী খুঁজি গো মোরে?
দিন হীন এই রাত্রি লুকায়ে
লুকায়ে খুঁজছে চন্দ্রমা
তবু ঝিঁঝিঁ ডাকে, নিশুতির ফাঁকে
অবাধ্য আবেগ-আর যাচ্ছে না।
শিউলির তলা পাচ্ছে দুবেলা
শিশিরের মেঠো স্পর্শ,
তবুও আবেগ নিশুতির দেশ
অপলক পলক ফেলছেনা।।

-


Fetching রীমা ঘোষ Quotes