Richit Mohanta  
1 Followers · 2 Following

Joined 1 April 2020


Joined 1 April 2020
20 JAN 2022 AT 15:59

সুখ-খুশি-অট্টহাসি,
নিতান্তই সবার কাছে প্রকাশ্য।
দুঃখ-কষ্ট-চোখের জল,
এ যে একান্তই নিজস্ব।
🙂🙃

-


30 MAY 2021 AT 2:43

সত্যি বলতে আমিওতো চাই-
আরো একবার কারোর মায়ায় জড়াতে,
সেই সন্ধানেইতো প্রহর গুনছি অপেক্ষায়,
আবার কারোর চোখে গিয়ে আমার খোজের শেষ হবে,
আমি বেরোতে চাই এই অন্ধকার থেকে,
তোমার মায়ায় আবার নতুন করে বাঁচতে চাই।

❤️

-


15 JAN 2022 AT 0:31

Ha onuvuti prokase je badha...
E golpe boddo nisthur amr Radha 😢


-


11 JAN 2022 AT 14:46

দিনের শেষে ব্যাস্ততার সেই ভিড়ে,
হাঁপিয়ে উঠে ফিরবো যখন নীড়ে।
থাকুক তোমার শান্ত স্বভাব,
কোলের উপর রাখবো মাথা,
চুলের ভাঁজে চলবে তোমার হাত,
থাকবেনা কোনো ভালোবাসার অভাব।

বেশ ভালোনা?
❤️

-


4 JAN 2022 AT 22:48

যে স্বপ্নে তোকে পেতে কোনো বাঁধা নেই,
সেই বেলায় আমি নাহয় আরও এক ঘন্টা ঘুমিয়ে নিই ।

😋

-


6 DEC 2021 AT 1:54

তুমি আর আমি ঠিক একটা ম্যাসেজের এপার ওপারে দাঁড়িয়ে আছি।
দূরত্বটা আজ শুধু এটুকুই,
সঙ্কোচ রয়েছে আদৌ মনে?
উত্তর দাও।

-


9 NOV 2021 AT 23:44

লিখতে হলে লেখো কথন এমন,
যা মনে গেঁথে যাবে আজীবন।
তেমনভাবেই তোকে কাছে চাই আজ এমন,
নিষ্প্রয়োজনেও যেন তোর প্রয়োজন অনুভব করতে পারে এ "মন"
❤️

-


6 NOV 2021 AT 14:25

প্রেমে প্রকাশ থাকবে তা সবসময় হয়না,
কিছু সম্পর্কের ইচ্ছাগুলো অপ্রকাশিতই থেকে যায়,
আবার কখনো নিজের দেওয়া কথা রাখতেই তোমাকে সরে দাঁড়াতে হয়,
তার ইচ্ছায় সে ভালো থাকলেই তুমি খুশি,
মেনে নিতে চাইলেও বেপারটা সহজ নয়!

-


1 NOV 2021 AT 14:08

শরীর জুড়ে অনিশ্চয়তা,
অদম্য কিছু জেদ,
হেরে যাওয়ার আশঙ্কা ভুলে,
এগিয়ে যাওয়াই অভ্যেস।


-


2 AUG 2021 AT 10:36

মিথ্যে বলাটা স্বভাবে নেই,
অভাবে হয়তো কথা এড়িয়ে যেতে পারি!

☺️


-


Fetching Richit Mohanta Quotes