Rey  
86 Followers · 119 Following

Stay true, stay you
Joined 1 March 2018


Stay true, stay you
Joined 1 March 2018
6 AUG 2022 AT 23:38

এই পৃথিবীতে তোমার সবচেয়ে ভালো বন্ধু হল আয়না, লোকে যখন তোমার খুঁত ধরে, তোমার দুর্বলতার সুযোগ নিয়ে সকলের সামনে তোমাকে হাস্যস্পদ করে, তখন এই আয়নাই তোমার ভিতরে থাকা আত্মবিশ্বাস নামক বস্তুটিকে জাগিয়ে তোলে।

Happy Friendship Day!
GOD bless you!

-


14 APR 2022 AT 23:58

শুভ নববর্ষ ১৪২৯

এই নতুন বছর,
আপনার জীবন
খুশীতে ভরে উঠুক....
- শুভ (সুব্রত মজুমদার)

-


6 FEB 2022 AT 23:25

তোর আমার সম্পর্ক,
কোনো এক অদৃশ্য সুতোয় গাঁথা;
যা চাইলেও কেউ ছিঁড়তে পারবে না!
সেই সুতো শুধু নিঃস্বার্থভাবে;
ভালোবাসতে আর ভালো রাখতে জানে।

শুভ জন্মদিন !— % &

-


5 FEB 2022 AT 7:26

আয় তোর শরীরের সব ক্ষত,
আমার ঠোঁটের ছোঁয়ায় ঠিক করে দিই।
এই মৃত মহাদেশ তোকে ক্ষত ছাড়া;
আর কিছুই দেবেনা।
আয় তোকে জড়িয়ে,
তোর সব বেদনা ভুলিয়ে দিই।©— % &

-


5 FEB 2022 AT 7:13

তোর আর আমার সম্পর্ক কি বিছানাতেই শেষ?
দুফোঁটা বীর্য শেষে কি হয়ে যাব এক্স?
এখানেই কি ইতি?
না, জীবনটা সিনেমা নয় , বয়ে যাব স্মৃতি।©

-


18 NOV 2021 AT 18:02

বড্ড ছুঁতে ইচ্ছা করে আজকাল না পাওয়া গুলোকে,
আলগোছে ধরে ইচ্ছা করে আদর করতে,
না পাওয়া গুলো বড্ড বেহায়া,
যত অবহেলা করে ততই আবার কাছে টানে,ইচ্ছে বাড়ায় ছুঁতে চাওয়ার।

-


18 NOV 2021 AT 17:57

"ধোঁকা খাওয়ার ভিড়ে,
ধোঁকা দেওয়ার লোকের
সংখ্যাও কিছু কম নয়।
সবটাই সমানুপাতিক।"

-


1 AUG 2021 AT 7:44

When you need help,
look around
There is no one for you,
YOU alone,
Very alone....

যখন আপনার সাহায্যের প্রয়োজন হয়,
চারপাশে দেখুন
আপনার জন্য কেউ নেই,
আপনি একা,
খুব একা....

Happy Friendship Day

-


21 JUL 2021 AT 20:10

আয় না তোকে ভিজাই বৃষ্টি হয়ে!
তোর শরীরের উষ্ণতা মাখব,
আমার শীতল শরীরে।
চুল থেকে ঝরে পড়ব
তোর মুখে,তোর বুকে।
সমস্ত রাগ অভিমান দূরে চলে যাক।
আয় না ভিজি হাতে ধরে হাত।

-


19 JUN 2021 AT 7:19

তুমি আমার শরীরটা ছিঁড়ে খেতেই পারো,
চরম সুখ পেতে আমাকে মারতে পারো,
সিগারেটের ছ্যাঁকা দিতে পারো,
প্রয়োজনে বেশ্যাও বানাতে পারো।

ভালো কি বসতে পারো?

-


Fetching Rey Quotes