Ratri Banerjee   (রাত্রি ✍️)
71 Followers · 43 Following

নিজস্ব সৃষ্টি একমাত্র এই কলমের মাধ্যমে।
Joined 18 August 2017


নিজস্ব সৃষ্টি একমাত্র এই কলমের মাধ্যমে।
Joined 18 August 2017
16 JAN 2023 AT 16:40

Satisfy your soul, forget about society.

-


26 JUN 2022 AT 10:31

ওপর থেকে হাসি সবাই, ভেতর থেকে মৃত
শোকের সাথে আপোষ করে চলেছি নিয়মিত।।

-


24 JUN 2022 AT 10:54

একটু না হয় আসলে কাছে ঘনিষ্ঠতায় নেই ক্ষতি,
ভালবাসতে গেলে আবার লাগে নাকি? অনুমতি!

-


18 JUN 2022 AT 8:49

পারলে তুমি আমায় খুঁজো,
আমি না হয় হারিয়ে যাবো....
ঠিক যতদূর গিয়ে তোমায় পাবো।।

-


17 MAR 2022 AT 10:28

মুখোশ তো সবাই পরে...
কেউ নিজেকে লুকোতে,
আর কেউ অন্যকে ঠকাতে।।

-


16 MAR 2022 AT 18:44

যেদিন থেকে আপনি নিজের ওপর অভিযোগ করতে শিখবেন,
সেদিন থেকে অন্যের প্রতি আপনার অভিযোগ ও কমতে থাকবে।।

-


14 MAR 2022 AT 19:14

অবহেলার ট্রেনে চড়ে...
তুমি আমি যাচ্ছি ক্রমেই দূরে সরে।।

-


14 MAR 2022 AT 13:22

আজ খুব চুপচাপ হয়ে গেছে যারা,
খোঁজ নিয়ে দেখো,
কোন এক সময় খুব চঞ্চল ছিল তারা।।

-


10 MAR 2022 AT 19:24

অনেক তো হলো উচ্চ- নীচ ভেদাভেদ,
কখনো না হয় নিজের করে নিতে ও শেখ।
ওদেরও আছে ভালো থাকার অধিকার,
ভালোবাসতে টাকা ছাড়া সব টাই দরকার।

-


9 MAR 2022 AT 13:42

ধরে রেখে লাভ নেই,
ছেড়ে দিতে শেখো...
মুক্ত করার পরেও যদি...
ফিরে আসে, তখন আগলে রেখো।।

-


Fetching Ratri Banerjee Quotes