Some people are like painkillers, they can heal you for a temporary period of time but if you overconsume, they will make sure to harm you.
-
No, for me moving on is the way to change the track, be with ourselves. Those difficult situations or that person in our life will not bother us with time. We will nourish our goods, correct our faults and forgive ourselves in that "move on" phase. We will never forget but we probably learn to reassemble our shattered heart again and filled it with good memories.
-
1) You will never get what they are thinking .
2) Everytime they are in deep thoughts, playing with words, arranging sequels in their mind.-
তুমি আলোয় হাটো, আমি আঁধারে ভাসি,
তোমার স্নিগ্ধ চোখে, লাজুক আমার ঠোঁটের হাসি।
তুমি যে বড্ড প্রিয়, খোলা আকাশের কোলে,
আমার নামের অর্থ, যে তোমার সাথেই মেলে।
ঘন কালো মেঘ, মহা কাল-ই বটে,
তোমার আলতো বকায়, একে একে সব পালায় ছুটে।
সীমিত ছিলাম বেশ, এসে করলে যতো এলোমেলো,
আমার বন্দি খাঁচায়, পাখা মেলে উড়তে শেখালে ভালো।
তুমি বড্ড বেহায়া, খালি বলো আমায় চায় কে,
তবে ভাঙলে বাঁধ, লোকাও কেন অন্ধকারের বুকে?
— % &-