ভাঙ্গা গড়ার খেলা কেবল,
এই জীবনের খেলাঘরে।
সবই অনিত্য সবই সত্য,
সবাই বন্দী মায়া ডোরে।।-
সময় যখন দারুণ ভালো,
বন্ধু আসে ঝাঁকে ঝাঁকে
দুঃসময়ে আত্মীয়েরাও,
দেয় না দেখা লুকিয়ে থাকে।।-
দু:খের দিন সুখের দিন,
কখনো যায় কখনো আসে
আজকের দিন আজকের পর,
হারিয়ে যাবে ইতিহাসে।
-----♥ ----
ভগবান সব দেখছে,
তাই নিশ্চিন্ত কেউ কেউ।
আবার কারো কারো
মনে ভয় আতঙ্কের,
সমুদ্র তুলছে ঢেউ।।-
তুমি কি কেবলই বন্ধু,
নাকি আমার অযোগ্য অধিকার ।
নাকি বিধির উপহার,
নাকি আমার অহংকার ।।-
জীবনের অঙ্ক ভীষণ জটিল,
কখনও কঠিন কখনও সরল।
চলতি পথের গোলকধাঁধায়,
কখনো অমৃত কখনও গরল।।-
বন্ধুতার এমনই যাদু,
এমনই তার গুণ।
দুঃখ কমে অর্ধেক হয়,
সুখ বেড়ে হয় দ্বিগুন।।-
চিরস্থায়ী কিছুই নয়,
এই মর্তলোকে।
সুখে থাকি দুঃখে থাকি,
আনন্দ বা শোকে।।-
যা হবার তা হবেই হবে,
যা রবার তা রবেই রবে।
বিধির বিধান খণ্ডাতে বলো,
কেউ কি কভু পেরেছে ভবে।।-
চৌদ্দশত ছাব্বিশ,
আজ হয়ে যাবে ইতিহাস।
কারো সেথা দৃষ্টি নেই,
সময়ের পরিহাস।।-