Ratan Chowdhury  
45 Followers · 13 Following

Joined 10 January 2019


Joined 10 January 2019
4 MAY 2024 AT 0:57

ना गीले, ना सिकबे
ना रूठना, ना रोना
खफा तो हमे भी इस बात का है
की तुम्हारे खफा होने पर -
हमे तुम्हारे करीब आके ना मनाने देना।

-


30 OCT 2022 AT 0:21

নিশ্চুপ নিঝুম অন্ধকার
নিস্তব্ধ চারিদিক,
তুমি এসেছ আমার জন্য
এ অভিসার নির্ভিক।
অনেক প্রশ্ন তুমি উদ্বিিগ্ন
মনে অতুল ঢেউ,
হাত ধরে তাই টানলাম কাছে
শুধু তুমি- আমি ,আর নেই কেউ।
লুকিয়ে মোদের প্রেম প্রণয়
আর গভীর আলাপন,
আলিঙ্গনে চকিত তুমি
মনে- শিহরণ।।
হটাৎ সখীর নয়ন হতে
নদীর ধারা বয়
অজানা সে আমার কাছে
তাই অজানা কেই ভয়
তার কম্পিত ওষ্ঠদয়
কাঁপিয়া ইহাই কয়।।
হৃদয় অতি কম্পমান
আর কম্পিত ঐ ঠোঁট
মুহূর্তে আমি লইলাম চুমে
কম্পনের করিলাম প্রতিরোধ।
কপাল মাঝে ,গালের ওপর
অনেক ছবি আঁকি
তবুও জড়ায়ে লইলোনা সে
নিশ্চুপে দিলো ফাঁকি।
আমি বারেক ফিরে থাকি
পুনরায় তাকে ডাকি।।

-


3 OCT 2022 AT 13:27

তুমি 👫🏻 থাকলে 🪟 টা খোলা থাকতো
💃 🌧️ ভিজতে ,
তোমার 🤧 লাগতো,

-


4 SEP 2022 AT 15:59

গতিময় জীবন, শান্ত আচরণ
ভালোবাসার মিতি, জিজ্ঞাসায় ইতি।
পরিচিতো স্বভাব , রুগ্নতার অভাব
উৎসাহ ক্লান্ত , কৌতূহলের অন্ত।।

-


27 JUN 2022 AT 7:29

ভোরের ভালোবাসা রাতের অন্ধকারে মলিন হয়ে যায়।
কিসের অন্তরায়?
নিস্তব্ধের শব্দ-তায়।

-


31 MAY 2022 AT 1:22

চোখের আঙিনায় তুমি আর তুমি
জড়ায়ে ধরি কাছেতে টানি
তোমাকেই আমি শতবার চুমি
তবু আবার ধরিতে চাই
তোমার ইশারায়।
গভীর রাত্রি, শুধু আমিই যাত্রী
একাকী, খালি পা-য়
ধীরে ধীরে, অতি সতর্কতায়
শুধু তোমার ইশারায়।
পাশাপাশি তুমি, কাছাকাছি আমি
তবু আরো কাছেতে চাই
তোমার উষ্ণতায়
আমার ছায়া যেন মিশে যেতে চায়
তোমার এক ইশারায়।

-


24 MAY 2022 AT 23:33

দূরত্ব দূরীকরনের দূর্বিসহ  চেষ্টা
যদিও হৃদয় গলেনি তার
কাকুতি মিনতি ঝুড়ি ভরা অনুভূতি
তবু মুখ এখনও ভার।
দু হাত বাড়িয়ে অভিমান হারিয়ে
আলিঙ্গন এর আবেদন
আবেদনে সারা পেলে দু হাতে জড়িয়ে ধরে
জাগাবো প্রেমের শিহরণ।

-


12 MAR 2022 AT 15:21



নিস্তব্ধতার সেই মুহূর্তে,
তোমার শরীরের উষ্ণতা যখন-
তোমার-আমার ঘনিষ্ঠতার জানান দেয়,
তখন, দূরত্বের মাপকাঠি না রেখে,
ভারী হয়ে আসা চোখের পলক দুটি-
নির্দ্বিধায় নিজেকে, তোমাতে সোঁপে দিতে চায়।
কম্পিত হৃদয় আরো গতিমান হয়
তোমার প্রেমের লীনতাপের আশায়।।

-


1 MAR 2022 AT 14:56

মোর লেখনীর মনমোহনায়
তার সে হাসি মুক্তা ঝরায়।
কথার ছলে মলিন স্পর্শে
তার সে হৃদয় আপন হিয়ায়।
নবীন অতি নবীন প্রীতি
প্রেম প্রনয়-ই প্রেমের নীতি ।
অভিসারের প্রথম রাতে
প্রথম স্মৃতির প্রথম ইতি।

-


23 FEB 2022 AT 23:04

আসিবো আবার আমি তোমার ঠিকানায়
তোমার মনের ঐ ও  গোপন আঙিনায়।
লাজুক নয়ন আর লুকোচুরি খেলা
মিঠেল রোদে ঐ আদরের মেলা।

-


Fetching Ratan Chowdhury Quotes