তোর হয়তো সব মায়া ছিল সাজানো মিথের জালে
বিশ্বাস কর তোকে ভালোবেসেছিলাম গভীর হৃদয়ের অন্তরালে-
হারাবী না তুই কখনো আগলে রাখবো হৃদয়ের প্রতিটি কোনে
বেঁচে থাকবি আমার লেখা প্রত্যেক শব্দের অন্তরালে-
আজব জীবন কিছুদিন আগে রাত হলে
সাজানো কত বাহানা আজ সব অতীত
সবই মিথ্যের খাজনা
-
সমাজ বড়োই ভালো
ভালো মনের মূল্য নেই,বিষাক্ত টাই আপন
অন্তরের গভীরতায় কি যায় আসে বাইরেটাই আসল
ব্যস্ত সবাই নিজের কাজে,সময় নেই দুমুঠো
অন্যের ছন্দে তাল মিলিয়ে করছে দিনযাপন
দিনের শেষে রাত্রি আসে শুরু হয় হিসেব কোষা
সকলে নাকি নিন্দনীয় এটাই হলো সত্য খাসা-
সত্যের মধ্যে থেকে বাস্তবে স্বপ্নকে
পূরণ করতে পারে কয়জন
যতই চেষ্টা করুক বাধা থাকে প্রতিজন,
কথাতো অনেকে বলে সহজ স্ববাক্যে
কিন্তু সবসময় সব কথা কাজে কি আসে!
-
চুপ চুপ চুপ,চেপে ধরো মুখ
প্রতিবাদ করতে তোমার বড়ো অসুখ।
দেখেও দেখে না যারা,চোখ থাকতেও অন্ধ,
তারাই উন্নতি করে,পায় সুখ আনন্দ।
-
ঝোড়ো হাওয়া আজ বইছে গায়ে
দিচ্ছে মন খারাপের সান্তনা
বৃষ্টির আওয়াজ ভেসে আসছে কানে
মেটাচ্ছে ভেতরের সব যন্রনা
-
প্রশংসা সেটা নয়
যেটা তোমার সামনে করে
প্রশংসা সেটা যেটা
তোমার অনুপস্থিতিতে করে-