RANA SAHA   (SAHA)
47 Followers · 13 Following

Kahena toh bahut kuch hai par, abhi toh sirf shabd sajana sikh raha hu ......
Joined 12 November 2018


Kahena toh bahut kuch hai par, abhi toh sirf shabd sajana sikh raha hu ......
Joined 12 November 2018
10 MAR AT 5:43

গগন দুয়ারে রবির লালিমা
আলোর জয়জয়কার,
আট মিনিট আর কুড়ি সেকেন্ডেই
ভোরের আবিষ্কার।

- ইতি
পথিক।

-


10 JUN 2022 AT 2:54

মহানাগরিক

দূর হতে পথবাতির মৃদু আলোয়,
দেখি সাদাকালো মহানগরীর নিথর অট্টালিকার ভিড়,
শুনি অন্তঃসারশূন্য ইট-পাথরের অট্টহাস্য,
আর ঐ সহস্রজানালার শববাক্স হতে,
শত কঙ্কালের আর্তনাদ।
উত্তপ্ত শহরের নগ্ন পিচগলা রাস্তায়,
রক্তাক্ত পাঁজর আর নরমস্তিষ্কের গাদাগাদিতে,
যামিনীর এক তমসাচ্ছন্ন অন্ধকার রহস্য।
দারিদ্র্যের ভ্রুকুটি আর কুবেরের তীর্যক হাসিতে,
নিয়তির নির্মম উপহাস, পরিণতি অমানিশা।
ক্ষুধার্ত শিশুর ক্রন্দন,
প্রতিটি দিন যেন, বৃষ্টিস্নাত অর্ধতপ্ত চিতাভস্ম,
তবুও, দেহব্যবসাই শহরের পেশা ।
ব্যস্ত শহরের প্রতিটি মুহূর্ত,
জনসমাজের ঢেউ - অজানা, অচল, অস্পষ্ট।
জীবন নেশায় তার নেশাতুর চোখে
উবে যায় কর্পূরসম সকল সত্য,
যেন ব্যভিচারী মিথ্যের প্রতি ওরাও কর্তব্যনিষ্ঠ।
শহর তুমি রোগে শোকে ক্লান্ত,
দম্ভী আর ক্ষমতালোভী দস্যুদের ভিড়ে,
তুমি ব্যর্থ সত্যের নির্ণয়ে,
মহানগরী, তুমি আবার সেরে ওঠো,
তুমি পরিপূর্ণ হয়ে ওঠো ধন ও ধান্যে,
জ্ঞানে ও বিনয়ে ।

- ইতি পথিক (রানা সাহা)

-


16 SEP 2020 AT 13:14

শান্ত শবশান্ত,
নীরব নিথর সভ্যতা আজ রাত্রিসম অন্ধকার,
মনুষ্যত্ব বিলুপ্তপ্রায়,
দূর হতে শোনা যায় আর্তনাদ
আর বর্বরতার হুংকার।

-


14 AUG 2020 AT 5:48

কিছু জিঞ্জাসা আর মনের ট্রাফিক

আচ্ছা, তুমি কি জানো, ভ্রান্ত-পথের পথিক যদি নিষ্ঠার সাথে এগিয়ে চলে, তবেও কি সে গন্তব্যে পৌছোবে?

-


14 AUG 2020 AT 5:33

শ্রম আর নিষ্ঠা তার পরাকাষ্ঠা ছুয়েছে,
কিন্তু, তার পথ আজও অপূর্ণ।

-


29 APR 2020 AT 19:50

ওহে ব্যোমকেশ,
আজ সত্য খুঁজতে বোধহয় তুমিও ব্যর্থ হতে,
সত্য আজ ভগ্ম লুপ্ত সভ্যতা প্রায়
হরপ্পা মহেঞ্জোদারোর মতো,
লুপ্ত তবু সুপ্ত যেন, অন্ত তো নয়,
মিথ্যে সংবাদের ভিড়ে,
রাভীশ, ধ্রুব রাঠী আরও গুটিকতকের মতো
কিছু রাখালদাসের খোঁজে।
চারিদিকে চাটুকারদের ভিড়
আর মেকি উগ্র জাতীয়তাবোধ,
ধর্মবিভেদের রাজনীতি নতুন তো নয়,
সাথে ভ্রষ্ট সত্য
আর জার্নালিসমের রোধ।

-


28 APR 2020 AT 20:09

Soft stone

Chaos, chaos, everyday
of religious stupidity and scripted news,
Truth is the luxury today,
Just swallow you views.

-


4 OCT 2019 AT 16:05

DEATHLESS

SOMEWHERE,
I FEEL I'M LOST,
LOST IN THE CIRCUS OF TIME,
AND THE MAZE OF FROST.
DREARY, LISTLESS,
RELUCTANT OF COMING BACK,
TO LIVE LIKE AN INTELLECTUAL DUFFER AND A MANIAC
IS IT JUST A INEBRIATION OF LIVING
AND THE FAD OF LIFE ?
WEARING THE VEIL OF STRIFE?

-


18 JUN 2019 AT 13:43

Suno kabhi un baato ko,
Jo ankahi thi,
Dekho kabhi un sapno ko,
Jo andekha tha,
Sayad wohi sach hai,
Jhako apni andhar ,
sayad wohi hakiqut hai,
Chalo apni sapno ki raasto me,
Bhago raftar se,
Chhuyo aakash ke un uchaiyo ko,
mitti ki khusbo ke sath l



-


9 JUN 2019 AT 20:21

সারাদিন সারাপথ শুধু অচেনা মুখোশের আনাগোনা,
আবেগ কুয়াশার ভীড়,
সত্য শুধুই সাগর অতল,
প্রশান্ত নিবিড়, l
সত্যান্বেষী সকল মুখোশ,
শিশিরও নাকি বিষাক্ত,
আজ, সত্যই যদি সংজ্ঞাবিহীন,
তবেতো সত্য খোঁজা সত্যিই শক্ত l

-


Fetching RANA SAHA Quotes