Ramkrishna Jana   (তিলোত্তমা)
616 Followers · 1.4k Following

মন মাঝি মানেনা বারণ,
মন খারাপের নেই তো কারণ।

একলা আমি পথের ধারে,
পথ হারাতে বারেবারে।
Joined 12 August 2017


মন মাঝি মানেনা বারণ,
মন খারাপের নেই তো কারণ।

একলা আমি পথের ধারে,
পথ হারাতে বারেবারে।
Joined 12 August 2017
16 FEB 2023 AT 3:06

ঘুন ধরেছে কড়িকাঠে ভাঙা ছাদের নিচে,
হাজার অনুভূতি আছে অতীত স্মৃতির পিছে।

-


16 FEB 2023 AT 3:05

ঘুন ধরেছে কড়িকাঠে ভাঙা ছাদের নিচে,
হাজার অনুভূতি আছে অতীত স্মৃতির পিছে।

-


21 OCT 2022 AT 2:59

হৃদয় বিনার মাঝে
স্পন্দন নতুবা নিথর
জীবন
তবুও থামতে জানেনা।

-


3 SEP 2020 AT 22:35

অবহেলা নিয়ে জীবন শুরু হাজার লাঞ্ছনা সয়ে, একদিন দেশের দশের মুখ উজ্জল করবে-সেই ছেলেটি।

-


3 SEP 2020 AT 20:44

অবহেলা নিয়ে জীবন শুরু হাজার লাঞ্ছনা সয়ে, একদিন দেশের দশের মুখ উজ্জল করবে-সেই ছেলেটি।

-


3 SEP 2020 AT 20:41

অবহেলা নিয়ে জীবন শুরু হাজার লাঞ্ছনা সয়ে, একদিন দেশের দশের মুখ উজ্জল করবে-সেই ছেলেটি।

-


8 AUG 2020 AT 22:27

পরিস্থিতি যাই হোক, সম্পর্ক ভরসার।

-


8 AUG 2020 AT 13:19

#রবীন্দ্রনাথ ঠাকুর
#সুভা(ছোট গল্প)


আমার চেনা একটি মিষ্টি মেয়ে আছে,
আমি প্রথম যখন সুভা গল্প টি পড়ি, তখন এটি আমার কাছে জীবন্ত হয়ে ওঠে, একদম যেন ওকেই নিয়ে লেখা, ওর হল সবিতা, ওকে ও দেখে ওর নম্রতা ভদ্রতা তে সম্মান জন্মায়, ছোট থেকে খুব স্থির,
সব সময় ধব ধবে দাঁত দেখিয়ে শুধু হাসে, তাতে বোঝা ই যায় না ও বোবা,
খুব সুন্দর নিষ্পাপ শিশু।

-


7 AUG 2020 AT 7:09

সন্ধ্যা নামার পরে,
মুছে দেয় সকল আঁধার
চাঁদ কে এনে ঘরে।
মনের কালো হোক দূর
সেথায় ও আলো জ্বলুক
অজ্ঞতা সব যাক মুছে
হৃদয় খুশিতে ভরুক।

-


6 AUG 2020 AT 20:00

অবুঝ মনের বায়না,
এমন কিছু চায়
মনের গভীরতায়
সব টা পূরণ হয়না,
অবুঝ মনের বায়না,
শিশুর মতো জেদ
হাজার প্রকার ভেদ
মা ছাড়া কেউ চায়না,
অবুঝ মনের বায়না,
স্বপ্ন আলাদিনের
দুঃখী দিন হীনের
রামধনুরঙ আয়না।

-


Fetching Ramkrishna Jana Quotes