মনে করো,
হটাৎ কোনো এক অচেনা মুহূর্তে,
দেখা হলো তোমার-আমার।
আমি রইলাম নির্বাক, নিশ্চুপ,
তুমিও রইলে নির্বিকার।
প্রেম রয়েছে আজও অনেক,
বলা হবেনা তোমায় আর।
দুইজনের এই প্রেমের আলোকে,
দূরত্বটাই অন্ধকার॥-
A simple boy with a rather undistinguished look.
Birthday: 11th February
Hob... read more
যাহারে তুমি চেয়েছো স্বপনে,
যাহারে করেছো আপন!
সে ই তোমারে দুঃখ দিয়েছে,
ভালোবেসেছে কজন?-
লোকলজ্জার ভয়ে আজ পর্যন্ত বলতে পারিনি!
আমার জীবনে একটা দারুন বৈশিষ্ট্য আছে!
"প্রেমহীন মরুভূমির এক জ্বলন্ত প্রতীকরূপি আমার জীবনে মাঝে মাঝে মরীচিকা স্বরূপ প্রেমের অবকাশের আবির্ভাব ঘটে
আর
ক্ষনিকের মধ্যেই তা বুড়ো আগুল দেখিয়ে উধাও হয়ে যায়!"
🥲-
Yeah!
I am alone.
Alone in the midst of millions of socialized people!
I have many people to talk with.
But unfortunately,
No one cares!
No one is concerned!
So,
At last,
I am ALONE!-
শুনেছি,
কবি নাকি বড্ড একা?
কাব্য খোঁজেন হৃদয় দ্বারে!
শুনেছি,
সময় নাকি ব্যস্ত ভীষণ?
সকল ছন্দ তারই পরে!
"আমিও আজ একলা ভীষণ,
ব্যার্থ এই জীবন ঘিরে।
একাকীত্বের সাধ্য কি আর,
ব্যস্ততাকে রাখবে দূরে॥
সময়ের সাথে সন্ধি আমার,
খুঁজেছি প্রেম তাহার তরে।
বিস্ময়কর কল্পনা মোর,
ছন্দ গড়ে কাব্য জুড়ে॥"-
In the journey of life we meet many people.
Some of them forget us!
Some of them are forgotten by us!
But,
Beside all of these,
Few of them,
Make a very important place in our heart!
And this remains never changeable!-
Murshad,
Humne jo bhula diya,
Wo gham tha!
Aur jo yaad kiya,
Wo tera diya hua zakham tha!
-
অচেনা কোনো এক মুহূর্তে,
একাকীত্ব যখন কড়া নাড়ে।
কলম তখন সঙ্গী হয়,
ছন্দ গড়ে চুপিসারে॥-