তোমার অপেক্ষায় ছিল আমি আর আমার মন
তুমি বলেছিলে প্রেমের গল্প নাকি মিথ্যে হয় ।
প্রার্থনা রইল ,
আমাদের গল্পটা যেন শেষ পর্যন্ত সত্যি হয় ।।-
Wherever I go, I meet myself...
I recr... read more
আমি ছিলাম আমার কাজের রাস্তায়,
হঠাৎ তাকে দেখতে পেয়েছিলাম সন্ধ্যায়।।
লাল শাড়ি তে সে চলছিল পরীর মতো হেঁটে,
মন থেমে গিয়েছিলাম তাকে দেখে যেতে যেতে।।-
কিছু বলতে চায় তোমাকে আমার মন,
তোমার না-ই থাকোক কোনো প্রয়োজন।
যদি বলা কথা শুনে...
তুমি অভিমানে অভিযোগে বন্ধুত্বের সম্পর্ক ভেঙ্গে যায় তোমার তরে ।।
-
এত ভালোবাসা হারালো কোথায়,
আজ ও মন কেঁদে যায় , তার অপেক্ষায়।।
ভালোবেসে দেখ অভিমানও হেরে যায়,
কিন্তু তার নামে মনে ঝড় বয়ে যায়।।
কেন আজ মায়ায় বাঁধা মন -
তাকে শুধু খুঁজে বেড়ায় !
পুড়ছে সব অভিযোগ তার অপেক্ষায়।।
হাজার স্মৃতির মনে পড়ায় হাজার কথায়,
যদিও তার কি-বা আসে যায় ,
হেরে যাওয়া মন আগুনে পুড়ে সময়ের চিতায় ।।
সত্যি ই তো -
আজ এতো ভালোবাসা হারিয়ে গেছে কোথায়?
ভাঙছে আকাশ পুড়ছে মন আর হাতে কলম ,
তার নাম নিয়ে লেখা কবিতায়,
চোখে জল সব ভেসে যায়।।
হয়তো ফিরবে না সে আর -
জেনেও মন তার অপেক্ষায় ।।-
ভবিষ্যত্ কে ভালো করার চেষ্টায় আজ হয়তো নিজ হতে দূরে যাচ্ছি , আজ আফসোস - বর্তমান সময়কে ও হয়তো একসাথে হারাচ্ছি ।।
-
তুমি আজ অনেক দূরে,
মনের অভিযোগ অভিমানে ভীষণ ভীড় করে
রাতের ভাঙা ঘুমে , চোখের জলে , তোমার নাম নিয়ে স্মৃতিরা চঞ্চল ।।-
ছেড়ে গেলে চলে ,
তবে কেনো সাথে থাকার কথা রেখেছিলে ।
মন কাঁদে একাতরে তোমার কথা বলে ।।
ভালোবাসা ছিল না যখন , এসো না আর ফিরে ।
তোমায় আমি খুঁজে নেবো , আমাদের স্মৃতির ভিড়ে ।।
আজ ও প্রশ্ন থেকে যায় মনের গভীরে,
ব্যস্ততার ভিড়ে ,
তুমি কি খুঁজে নিতে চাও না একবার ও আমারে অল্প করে?
কেন? সব জেনেও কোন কারণে,
আমার ভালোবাসা হেরে যায় তোমার অভিমানে ।
অবশেষে
অবুঝ মনের বুঝায় হাজার কারন ।
শুধু তোমার নামের কষ্ট পাওয়া বারন ।।
তবুও অবুঝ মন সময়ের বিরুদ্ধে ,
থাকে তোমার আশায় -
তুমি ফিরে আসবে বলে ।।— % &-
আমি তোমার লেখা গান-টা শুধু হতে চাই নি, আমি তোমার গানের প্রতিটি সুরে চেয়েছিলাম থাকতে।।— % &
-