There's a beautiful night
Silence everywhere
The moon shines
Darkness from the inner-sphere ;
Whispering of grasses
Calmness of the sea
Suddenly someone screams
"You're under the grave ,see !"
© raisa-
খুঁজে পেয়েছো আমায়, হারিয়ে যাওয়া ইউক্যালিপটাসে ?
ব্রহ্মপুত্র মিশেছে যেখানে ;
যেখানে হাজার হাজার অশ্রুবিন্দু এক হয়েছে,
যেখানে তারারন্ধ্র আঘাত পেয়ে
আঁকড়ে ধরেছে তোমার চোখের ইশারা !
যেখানে প্রতিদিন দুর্ভিক্ষে হারিয়েছি আমি,
পাওনি জানি !
আকাশ তোমার বড়ই বিষণ্ণ,
নিম্নচাপের মেঘে সে হাল ছেড়েছে বহুকাল আগে
অভিস্রবণ চাপে পৃথক হয়েছে ,তার সব আগ্রহ
ফিরিয়ে নিতে পারেনি তার প্রাক্তন প্রেমিকা কে !
-
"রক্ত"রা উবে গেছে এক অচেনা আংশিক পাতনে
ভালোবাসার ছোট্ট কুঠুরিতে ঘুঘুর বাসা,
ল্যাম্পপোস্টের অবাধ্যতা তোমায় ডেকে আনে
অশ্বত্থের অবসরে সমান্তরাল শিরাবিন্যাসের ভাষা!
-
এই শহরটা বড্ড একা
তোমার শব্দে গল্প হোক,
এই রাত্রি দূরত্ব পায়
ঠোঁটের স্পর্শে আড়াল চোখ....
®raisa
-
"স্বাধীন" হয়েছিল ওরা.....
তবু স্বাধীনতা পায়নি;
ওরা চিরকাল মুখ বুঁজে থেকে গেছে,
ওরা স্বাধীনতার অর্থ বোঝেনি;
বুঝেছে শুধু অভ্যন্তরের রক্তপ্রবাহ,
শীর্ণ ত্বকের নীচে দেখেছে ঠান্ডা রক্তের স্রোত..!
তীব্র শব্দে ওরা,নিস্তব্ধতা খুঁজেছে..
দুর্ভিক্ষে তবু "কঙ্কাল" খোঁজেনি;
ওরা অবুঝ হয়ে ছিল,
ওরা আজও স্বাধীনতার অর্থ বোঝেনি।
------চিত্রকূট-
আমার চোখটা ঝাপসা ভীষণ
আশেপাশের দমকা হাওয়ায় একটু একটু করে সরছে পাতা....
হালকা ভয় আর চাপা ক্ষোভ...
প্রচন্ড একটা শব্দের হঠাৎ প্রত্যাঘাত....
তবু "বৃষ্টিরা" নিখোঁজ;
ঘাড়ের কাছে একটা দীর্ঘশ্বাস আর হালকা স্পর্শ,
তার চোখ নাব্যতা হারিয়েছে...
আশপাশ থেকে ধীরে ধীরে ধ্বস নামছে সেই দুটো চোখের দৃষ্টিতে.....
ঠোঁটের কোনায় ভীষণ আঘাত করছে কেউ.. ভেতর থেকে বেরিয়ে আসার প্রবল প্রচেষ্টায়...
আমি তখনও নিস্তব্ধ....
আমার চোখ "সংক্রমিত" ততক্ষণে....
-
After every night... there'll be a "morning" waiting for you eagerly.....
-Meteor-
তোমার মতই তুমি থেকো
শুধু রোজ ভোরে আড়মোড়াতে আমার স্পর্শ রেখো...
তোমার মতই তুমি থেকো
শুধু রোজ দুপুরে একলা ঘরে আমার শব্দ শুনো...
তোমার মতই তুমি থেকো
শুধু রোজ বিকেলে বৃষ্টি ভেজায় আমার আলতো আবেগ রেখো....
হ্যাঁ...!!তোমার মতই তুমি থেকো
শুধু দিনের শেষে রাতের ছায়ায় একটিবার আমার খবর রেখো...-
অনন্ত সে শরীর
আগোছালো আভরণে ঢাকা;
এলোমেলো চুলের পরশ
কোমরের উপরে ছিন্ন বস্ত্র,
বীণার তন্ত্রীর আঘাতে রক্তাক্ত;
দমকা ভয়ের দাপটে
জলছবি এলোমেলো ,
নিরবিচ্ছিন্ন সন্দেহের তালিকায়
ঐশ্বর্যের মিথ্যে গ্লানি;
আঁচলের অতিশয় কোণে
নিখোঁজ রেটিনার সিক্ত বাসনা;
ছাপোষা জীর্ণ জাতির কুজ্ঝটিকা
পাকিয়ে পাকিয়ে ওঠা ফড়িং এর ডানার,
মরণোত্তর বিচার অসমাপ্ত।-