খারাপ সময়ে মুখ টা সবাই ফিরিয়ে নেয়..
-
ধরো যদি হটাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে,
মুখোমুখি
আমরা
দুজন
মাঝখানে অনেক বারন...
-
কখনো হাত পেত না।
বন্ধুত্ব অথবা সম্পর্কের জন্য।
কারো কাছেই।
যদি তোমার প্রচেষ্টার সম প্রচেষ্টা না দেখো।
তবে দূরে যাও।।-
না বলা থেকে যায়
কিছু কথা,
ফানুস করে উড়িয়ে দি
না দিয়ে কাউকে ব্যথা..-
এই সমাজ শুধু জানে
ব্যর্থ মানুষদের নিয়ে হাসতে আর
সফল মানুষদের সাথে হিংসা করতে।
হ্যাঁ এটাই সমাজ..-
তার জন্য কি
ক্ষমা পাওয়া যাবে না,
কোনোদিন..?
নতুন করে
শুরু করা যাবে না,
আবার এই সম্পর্কের ভিট...-
জানতে চেয়েছ কখনো..
শুধু বাইরে থেকে হাসি-খুশি দেখে
এটা ভেবে নিও না, খুব ভালো আছে..
হয়তো,
এই স্বার্থপর সমাজ থেকে
নিজের কষ্টকে লুকিয়ে রাখতে
তার মুখে এই মেকি হাসির আবরণ..
-
An angle..
I don't know how
But when i was in problem
Talking with you
Is the solution of my
Problem..-
আমি হঠাৎ হারিয়ে যাই
কোথাও....
কেউ আসবে না,
আমাকে খুঁজে নিয়ে যেতে..
একটা মানুষ
এইভাবে পৃথিবী থেকে
মুছে গেলে কারোর কোনো ক্ষতি
হবে না..
কাছের মানুষগুলো
দুদিন দুঃখ করে,
তিনদিনের দিন ভুলে যাবে
তোমার কথা..
এটাই বাস্তব, এটাই সত্য...-