বিষাক্ত শহর বিষাক্ত মানুষ
বিষে আকাশও গাঢ় নীল
একই নামের আলাদা প্রাণী
শুধু চেহারায় বড়ো মিল।-
ভূত চতুর্দশী
ভূতের ডাকে চোদ্দ শাকে ভূতের চতুর্দশী,
নিশির ভয়ে মেঘের ছায়ে মুখ লুকায় শশী ।
পেত্নী বুড়ি দেয় সুরসুড়ি মামদো ভূতের নাকে
হাসির তোড়ে মামদো পরে শাকচুন্নির টাকে।
ভীষণ রেগে তুমুল বেগে ভূতের রাজার কাছে
রয়ে বসে বলল শেষে একটা নালিশ আছে।
শুনে রাজা দিলো সাজা, প্রবল হুংকারে !
একটি নিশে থাকবি মিশে মানুষের সংসারে।
হৃষ্ট মনে নগর ভ্রমণে আসে সকলে মিলে
খুব সাবধান! যেতে পারে প্রাণ অল্পসল্প ভুলে।
কিছু কাজ থাক বাকী রয়ে যাক
গৃহবন্দি থাকো সকলে
অদ্যকার নিশি ভূত চতুর্দশী,
সমগ্র সমাজই ভূতেদের দখলে।।-
নাস্তিক আমি, বিশ্বাস নেই
পূণ্য কিম্বা পাপে🙄
ক্ষণে ক্ষণে খুঁজি তোমাকে
প্রেমের অভিশাপে😊।-
মনটাকে কেউ বাসলে ভালো
রইবে তা সারাজীবন,
শরীরের সাথে হওয়া প্রেম
স্থায়ী হয় অল্পক্ষণ।
-
অনুভূতিগুলো অব্যক্তই থাক
উত্তর খোঁজো চোখের তারায়
শব্দে কিচ্ছুটি বলিনি যদিও
বলেছি সবই নানা ইশারায়।-
যতই তুমি প্রশ্ন করো
কিচ্ছুটি আর বলবো না
দ্বার এঁটেছি শক্ত করে
মুখের আগল খুলবো না।-
ঝঞ্ঝা শত পেরোতে হবে
বিজয় কেতন উড়িয়ে মাস্তুলে
নোনাজলেও ম্যানগ্রোভ বাঁচে,
তার অবিন্যস্ত শ্বাসমূলে।-
জুড়বো বলে টান দিই যেই
বারবার যায় ছিঁড়ে,
সুখ খুঁজতে গেলেই কেন যে
দুঃখই আসে ফিরে।।।-
শূন্যের সাথে শূন্য জুড়ি
শূন্য রাখি পাশে
শূন্যের পরে শূন্য গুলো
শূন্যতায় ভাসে।
-