Rahul Patra   (Rahul Kr. Patra)
21 Followers · 2 Following

Joined 5 May 2018


Joined 5 May 2018
27 JAN 2022 AT 1:20

বিষাক্ত শহর বিষাক্ত মানুষ
বিষে আকাশ‌ও গাঢ় নীল
এক‌ই নামের আলাদা প্রাণী
শুধু চেহারায় বড়ো মিল।

-


27 OCT 2019 AT 0:41

ভূত চতুর্দশী

ভূতের ডাকে চোদ্দ শাকে ভূতের চতুর্দশী,
নিশির ভয়ে মেঘের ছায়ে মুখ লুকায় শশী ।

পেত্নী বুড়ি দেয় সুরসুড়ি মামদো ভূতের নাকে
হাসির তোড়ে মামদো পরে শাকচুন্নির টাকে।
ভীষণ রেগে তুমুল বেগে ভূতের রাজার কাছে
রয়ে বসে বলল শেষে একটা নালিশ আছে।

শুনে রাজা দিলো সাজা, প্রবল হুংকারে !
একটি নিশে থাকবি মিশে মানুষের সংসারে।

হৃষ্ট মনে নগর ভ্রমণে আসে সকলে মিলে
খুব সাবধান! যেতে পারে প্রাণ অল্পসল্প ভুলে।

কিছু কাজ থাক বাকী রয়ে যাক
গৃহবন্দি থাকো সকলে
অদ্যকার নিশি ভূত চতুর্দশী,
সমগ্র সমাজ‌ই ভূতেদের দখলে।।

-


6 DEC 2021 AT 1:19

নাস্তিক আমি, বিশ্বাস নেই
পূণ্য কিম্বা পাপে🙄
ক্ষণে ক্ষণে খুঁজি তোমাকে
প্রেমের অভিশাপে😊।

-


1 NOV 2021 AT 0:28

কথা দিলেম
ভালোবেসে হাতটা যদি ধরো
শুধু তোমাকেই
চাইবো সাত জন্মের পর‌ও।।

-


16 SEP 2021 AT 0:15

মনটাকে কেউ বাসলে ভালো
র‌ইবে তা সারাজীবন,
শরীরের সাথে হ‌ওয়া প্রেম
স্থায়ী হয় অল্পক্ষণ।


-


14 SEP 2021 AT 0:07

অনুভূতিগুলো অব্যক্ত‌ই থাক
উত্তর খোঁজো চোখের তারায়
শব্দে কিচ্ছুটি বলিনি যদিও
বলেছি সব‌ই নানা ইশারায়।

-


3 SEP 2021 AT 15:34

যত‌ই তুমি প্রশ্ন করো
কিচ্ছুটি আর বলবো না
দ্বার এঁটেছি শক্ত করে
মুখের আগল খুলবো না।

-


8 AUG 2021 AT 0:28

ঝঞ্ঝা শত পেরোতে হবে
বিজয় কেতন উড়িয়ে মাস্তুলে
নোনাজলেও ম্যানগ্রোভ বাঁচে,
তার অবিন্যস্ত শ্বাসমূলে।

-


17 JUL 2021 AT 2:00

জুড়বো বলে টান দিই যেই
বারবার যায় ছিঁড়ে,
সুখ খুঁজতে গেলেই কেন যে
দুঃখ‌ই আসে ফিরে।।।

-


15 JUL 2021 AT 1:07

শূন্যের সাথে শূন্য জুড়ি
শূন্য রাখি পাশে
শূন্যের পরে শূন্য গুলো
শূন্যতায় ভাসে।

-


Fetching Rahul Patra Quotes