Rahul Das   (Rahul)
22 Followers · 19 Following

Joined 8 March 2019


Joined 8 March 2019
31 DEC 2021 AT 23:10

An (Un)Happy New Year....

জীবনের খাতায় আরো একটা পৃষ্ঠা শেষ হলো .. আবার একটা র সূচনা হতে চলেছে। পৃথিবীকে বিদায় জানাতে আর মাত্র কিছুক্ষণ বাকি এই বছরের। প্রতি বছর নতুন আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছে,স্বপ্ন নিয়ে শুরু হয় বছর গুলো এবং শেষ হয় একমুঠো নিরাশা দিয়ে হয়ত তার ভাগীদার আমার মতো মুষ্টিমেয় কিছু মানুষরা। আর তাই নতুন বছরে আমার জীবনের কাছে আমার সংকল্প কোনো প্রত্যাশা না রেখে বাকি বছরগুলো অতিক্রম করা.. নিজের সব ইচ্ছেগুলো কে একে একে শেষ করেছি.. জীবনে যখনই কাউকে খুব ভালোবাসে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম সেই ছেড়ে চলে গেছে আর যেতে যেতে এটাই বলে গেছে একা বাঁচতে শেখো..আমি মুখবুজে শুধু তাদের চলে যাওয়াটাই দেখেছি আজ আমি ক্লান্ত তবু জানি আরো পথবাকি..সময় বড়ই কম বাকি জীবনটা নিঃশেষিত হবার আগে কিছু স্বপ্ন পূরণ করে যেতেই হবে আর রেখে যেতে হবে একটা চিহ্ন..
Happy New Year Journey for World
And Starting Another alone walk For Me🙂

-


24 DEC 2021 AT 0:59

Break
Build
Break
Build

Every Time we just doing same mistakes so that we can build our letest version.
In the journey of our Life.

We meet some people ,we believe them, exchange our feelings, fall in love, and spending some times...

Then again we broken,we lost and finding ourselves in a new way...but we can't Stop. Those people are like shooting Stars. They're not permanently stay in our lives but they teach us the best lessons of our lives.
One day when you get success in your life then you realise it and that moment,you will Thanks to them.

-


5 SEP 2021 AT 10:55

Dear Life, Happy Teacher's Day thanks for teach me the best lessons and makes me strong inside more & more.

-


2 JUN 2021 AT 18:15

Who told me the Ugly Truth,
Not the Beautiful Lies

-


2 JUN 2021 AT 17:58

বৃথাই অনুসরণ করছো যাদের
তারা তো সব ফন্দীবাজ
চোখ খুলে দেখো তুমি
নিজের হাতেই করব খুঁড়ছো তুমি আজ

এ বিশ্বের যত নেতা, রাজা রা তারা সব সাধু,
প্রজা হয়ে করলে প্রতিবাদ, তারাই কেবল রাজাকার শুধু।

অন্নদাতা দের মুখে জোটে না অন্ন
শ্রমিক পায় না শ্রমের মূল্য
কফিনবন্দী হয়ে ঘরের ছেলে ফেরে ঘরে

তবুও তাদের ভাঙেনা ঘুমের ঘোরে।

অগনিত লাশের উপর দাঁড়িয়ে যারা বানায় তাদের সাম্রাজ্য।

-


2 JUN 2021 AT 17:16

पार अपने आप से कीतने खुश हो?..
जिंदगी के यह सफर में हमसफर बानो खुद के भी
क्योंकि यह पल जो गुजर जायेगा
वह वापस नहीं आएंगे फिर कभी।।

-


1 JUN 2021 AT 17:40

এ্যাই ওভাবে কী দেখছো! আমার মুখে...🙈

দেখছি , আর ভাবছি
কী ভাবছো!?😕
ভাবছি কী কুক্ষনে যে সেদিন তোমার প্রেমে অন্ধ...হয়েছিলাম😶
আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি ..
সত্যি! সুখে থাকতে ভূতে কিলায়😩!



-


1 JUN 2021 AT 11:12

হঠাৎ এসেছিল তারা একে অপরের জীবনে
প্রথম সাক্ষাৎ থেকে ধীরে ধীরে বন্ধুত্বের পথ পেরিয়ে;
একে অপরের অজান্তেই তাদের মন দেয়া-নেয়া হয়েছিল।
মাঝেমধ্যে দেখা করা, শ্রাবণের প্রথম বৃষ্টিতে একসাথে ভেজা, কিংবা গঙ্গার পড়ে চুপচাপ পাশাপাশি বসে একে অপরকে মুখফুটে কিছু না বলেও বুঝতে পারত ওরা।
তারপর একদিন এলো _ বি চ্ছে দ!

এই শহরের বুকে কান পাতলেই শোনা যাবে এমন অনেক হারিয়ে যাওয়া অসমাপ্ত কিছু কাহিনী,
প্রতিদিন এই শহরে কত মানুষের বিচ্ছেদ হয় , হারিয়ে ফেলে তারা তাদের ভালোবাসার মানুষটি কে চিরতরে!..
হয়ত আবার দীর্ঘ দিনের পর যখন তাদের হয় দেখা এই শহরেই!
স্মৃতির পাতায় তারা খুঁজে পায় নিজেদের সেইসব দিন।

একসময়ে যারা একসাথে বাঁচার স্বপ্ন দেখছিল , বাঁধতে চেয়েছিল নিজের একটা ছোট্ট ঘর,
আদতে তারাই থাকতে চেয়েছিল।

এই শহরের প্রতিটা রাস্তা, গলি, রাজপথ, মনুমেন্ট ,সাক্ষী থেকেছে ওদের ভালোবাসা র।
এমনি হাজারো মানুষের ভিড়ে ওরা হারিয়ে ও বারবার ফিরে আসে,...
ওরা ফিরে আসে কারণ, ওরা ভালো বাসে..।


-


31 MAY 2021 AT 20:59


সারা দিন অঝোর বৃষ্টি,
মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি।
মন কেমন করা আকাশে আজ শুধুই মেঘেদের আনাগোনা ..
ভেজা রাস্তায় কতিপয় কিছু মানুষের যাতায়ত।
দিন শেষে পাখিদের বাসায় ফেরার তাড়া ..
বহুদিনের পর মাটির সোঁদা গন্ধে তোমায় খুঁজে চলা
বারান্দার এক কোণে চুপটি করে বসে থাকা অলস বিকেলে..ধোঁয়া ওঠা চায়ের কাপে ...চা-টা যে কখন জুড়িয়ে গিয়েছে , তা খেয়ালই হয়নি।
বাইরে বৃষ্টি আর দামাল হাওয়ার মাঝে.., বুকের ভিতর শুধুএকরাশ শূণ্যতায় ভরা হাহাকার,
শুধু এই ধূসর বিকেলে নিস্তব্ধতা পার করে হেডফোনের রিনরিনে শব্দে বেজে চলা মান্না দে -র কন্ঠে নজরুল গীতি_
" শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি.."


-


31 MAY 2021 AT 19:00

_ইচ্ছেনদী_

একটার পর একটা দিন পার হয়, সময়ের পথ বেয়ে চলে..একটু একটু করে বয়স বাড়ে ..ধীরে ধীরে রক্তমাংসের দেহটা নুইয়ে পরে..
যা কিছু পেয়েছি এই জীবনে এই তো সব ,
আসলে ফেলে এসেছি আমি আমার হারানো শৈশব।
আর মনের আনাচে কানাচে কিছু না পাওয়া ইচ্ছে গুলো "ইচ্ছেনদী"তেই যায় হারিয়ে ।

-


Fetching Rahul Das Quotes