রাহুল জানা   (অবিতথ)
5 Followers · 8 Following

ইচ্ছে হলে কলম ধরি,
একটু আঠটু আঁকতে ও পারি।


#Amateur Writer
#Amicable
Joined 11 June 2021


ইচ্ছে হলে কলম ধরি,
একটু আঠটু আঁকতে ও পারি।


#Amateur Writer
#Amicable
Joined 11 June 2021
1 JAN 2023 AT 0:28

নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা

-


23 NOV 2022 AT 23:41

শরীরেটা যে তোর আজ সাদা কাপড়ে মোড়া
কোথায় গেলো তোর সেই মন লোভ অহংকারে ভরা?
বলছে সবাই নাকি তুই আজ এক পচা লাশ !!!
পোড়া শরীরেও দেখতে যাবি নাকি অন্যের সর্বনাশ ?

-


30 MAR 2022 AT 21:14

শিক্ষা করে ভিক্ষা
মূর্খ করে শাসন
আটকাবে কে এই সমাজের অনিবার্য পতন?

-


27 MAR 2022 AT 21:56

রাজনীতিতে আজ 'রাজ' করাটাই সব
'রীতি-নীতি' ওই সব আজ মস্ত বড়ো ঢপ
ব্যস্ত সবাই শুধু নিজের ক্ষমতা দখলে
হোক না যেভাবেই সেথা ছলে বলে কৌশলে

-


27 MAR 2022 AT 20:41

ব্যস্ত থাকার অজুহাতে
আজ করছো যাকে অবহেলা
সময়ের পাতা উল্টে দেখো
একদিন তুমি খুঁজতে তাকেই সারাবেলা

-


24 MAR 2022 AT 0:08

ঝলসে যাওয়া শরীর গুলোর
খুঁজতে যেয়ো না জাতপাত
চারিদিকে দেখো ছড়িয়ে পড়েছে কত
মানুষবেশী রক্তপিশাচদের উৎপাত
চোখ থেকেও তো আজ অন্ধ মোরা
দেখবো কত কত আর নিষ্পাপ 'মড়া'???

-


4 NOV 2021 AT 20:13


মহামারীর করাল গ্রাসে জীবন যখন রুদ্ধ
বন্ধ হোক সব ধর্মীয় রাজনীতির ভেদাভেদি জীবন যুদ্ধ
ঘুচে যাক আজ সব সামাজিক অবক্ষয় ও অন্ধকারের কালো
প্রজ্জ্বলিত হোক এক নতুন শুরুর বর্ণময় জীবনের আলো

-


31 OCT 2021 AT 15:17


সময়ের সাথে সাথে দিন বদলায়
দিন বদলের সাথে মানুষও পাল্টায়
রয়ে যায় শুধু কিছু হারিয়ে যাওয়া স্মৃতি
কালের নিয়মে একদিন স্মৃতিও অবশেষে হয়ে যায় ইতি

-


18 OCT 2021 AT 21:07


আমরা সবাই জীবন্ত লাশ
হয়ে আজ পরাধীনতার দাস
সমাজ তুলেছে হাত নিজের মাথায়
প্রশ্ন করবে কে 'রাজা তোর কাপড় কোথায়?'

-


18 OCT 2021 AT 15:16

তোমার ধর্ম আমার ধর্ম তাই নিয়েই তো কত বড়াই
সেই তো শেষে নিজেরই দেশে ধর্মের নামে করছো লড়াই
তোমার ধর্ম আমার ধর্ম কি বা তাতে যায় আসে
মানবতার ধর্ম বলে মানুষ হয়ে থেকো মানুষের পাশে

-


Fetching রাহুল জানা Quotes