ফিরে এসো এক মন খারাপের রাতে
তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে-
জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকার তীব্র ইচ্ছা
মান অভিমান শেষে ভালোবাসা বাড়ে প্রতিবার-
শব্দরা অর্থ হারায়
হিসেবে অনেক গড়মিল
অনেকটা পথ হাঁটার পর
হঠাৎ করে পড়ল মনে
এখানে সব চরিত্র কাল্পনিক
-
জীবনের একটাই ইচ্ছে
আমার শেষ নিঃশ্বাস হোক
তোমার কোলে...
চোখ বন্ধ হওয়ার আগে
চোখের সামনে শুধু
তুমি থেকো ...-
আজ একজনের লেখা দেখে
সমস্ত ভাষা হারিয়ে ফেলেছি
আমার সমস্ত ভাবনা থমকে গেছে,,
মনে হচ্ছে হাজার বার করে পড়ি!!
লেখার প্র্যতেকটা শব্দ মন থেকে তৈরি
কোনোদিন যদি সুযোগ পায়..
তার পা ছুঁয়ে প্রনাম করতে চাই
একটা মানুষ কি করে
একজনকে এতো ভালোবাসতে পারে
তোমার ভালোবাসা ভালো থাকুক এই প্রার্থনা করি।।
-
সঞ্জীবনী সুধা হয়ে এলে জীবনে
একরাশ স্বপ্ন দিয়ে সাজিয়ে দিলে হৃদয় কানন
জোনাকির মতো আধারে আলো হলে
না চাইতেই দিলে অনেক কিছু তুমি
কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার
সঞ্জীবনী সুধা মানে তুমি রইলে না...
-
অথচ তুমি..
জানতেই পারবে না কোনোদিন
কি গভীর প্রার্থনায় আমি তোমায় চেয়েছি,,,-
রোজ একবুক আশা নিয়ে বাঁচি
অধীর আগ্রহে অপেক্ষা করি
জানি না এ অপেক্ষার শেষ পরিণতি কি??
-