R C   (R C)
755 Followers · 26 Following

Creativity comes from thought
Joined 27 December 2019


Creativity comes from thought
Joined 27 December 2019
11 JAN 2020 AT 18:45

জলছবিরা আকাশ খোঁজে , তারার দেশে ভেসে
জীবন তখন মনকে খোঁজে সব পেয়েছির দেশে।
তেষ্টা যখন বুকের মধ্যে একটুকু জল খোঁজে
বুকের মধ্যে মরুভূমি, মরূদ্যানকে খোঁজে।

-


17 JAN 2022 AT 12:25

जीबन तो दो दिन का मेला है,
आज आउगो तो काल जरूर जाना है।
काहे ईननी परेशानी?
मालिक तो सबका एक ही है...

-


4 AUG 2020 AT 10:48

বিশ্বস্ত হাত খোঁজে রোজ,
যেখানে সে পাবে নিরাপদ আশ্রয়
আর একটু উষ্ণতা..

-


10 MAY 2020 AT 9:16

মা জীবনের গতিপ্রকৃতি
মা আবদারের ইচ্ছেপূরন।
মা একাকিত্বের বন্ধু
মা মুশকিল আসান।
মা নিঃশর্ত ভালবাসা
মা অনুপ্রেরণা।
কেবল একটি দিন দিয়ে "মা" শব্দের অবমাননা হয়।
আমরা ত ভগবান দেখিনি, "মা" কে দেখেছি।

-


9 MAY 2020 AT 8:34

বাঁধন ছাড়া হয়ে..
পিছুটানের রেশ থাক না একলা হয়ে।
সময় খেলছে রোজ, ধৈর্য্যের পটভূমিতে
বাঁধন ছাড়া আমি, অলীক সুখ খুঁজি।
চলে যাচ্ছে দিন, অশনি সংকেতে
পালিয়ে গিয়েই তাই, একটু বাঁচতে চাই।

-


8 MAY 2020 AT 16:50

শহর জুড়ে ছোঁয়াচে এক রোগ,
আষ্টেপৃষ্ঠে বাঁধছে ভীষণভাবে।
মনখারাপের বিকেলগুলো রোজ
প্রতিনিয়ত স্মৃতির কবর খোঁড়ে।
সন্ধ্যাঘনায় নিবিড় ভাবে আজও,
স্তব্ধ জীবন প্রশান্তির অপেক্ষারত।

বন্দী জীবন শিক্ষা দিচ্ছ রোজ,
জীবন মানে স্বাধীনতাও হয়।
হতাশার প্রবল কামড় শেখাচ্ছে প্রতিদিন,
প্রকৃত "প্রেম"? সে তো জীবনের সাথেই হয়।


-


28 APR 2020 AT 11:03


গহন মনের মেঘ সরিয়ে ভীষণ প্রাপ্তি দেয়,
সিক্ত হৃদয়ের আঙিনাকে করে উর্বর
যে উর্বরতা নতুন ইচ্ছেঘরের ভিত হয়ে ওঠে।
এক টুকরো রোদ, আনে নতুন দিনের অঙ্গীকার,
দেয় প্রাপ্তির ঁভাড়ারে সুখের সহাবস্থান।
তাই বলে যাই, রোদ তুমি এভাবেই ভালো থেকো
এক টুকরো আবেশ মেখে।

-


27 APR 2020 AT 17:01

The Turn around of times,
Life taughts me too many lessons
From past
Past makes me stronger & experienced person
When I look back those golden days,
I feel the bliss of solitude inside me

-


27 APR 2020 AT 10:00

যে মানুষটার মুখের হাসি অমলিন,
যে মানুষটা প্রতিদিন তোমায় অনুপ্রেরণা যোগায়, ভালবাসো সেই মানুষটিকে।
যে সম্পর্কেরা শত কষ্টেও নিঃশর্ত থাকে, শিক্ষা নিও সেখান থেকে।
জেনে রেখ বন্ধু,বন্ধন যেখানে" দৃঢ় "আঘাত সেখানে তুচ্ছ।
বিশ্বাস যেখানে অবিচল অবিশ্বাস সেখানে অদৃশ্য।

-


26 APR 2020 AT 10:12

এ ছুটি মহামারীর বিরুদ্ধে বিশ্বস্ত হাতিয়ার
এ ছুটি অস্তিত্ব সংকটের বিরুদ্ধাচরণ করা,
এ ছুটিতে নেই যে খুশির প্রাপ্তি, শুধুই হাহাকার।
এই ছুটি চাইনি আমরা কেউ
মৃত্যুপুরীর যন্ত্রণাসম রূপ।
প্রতিনিয়ত হারাচ্ছি প্রিয়জনকে, তুমি-আমি নয়ত
বা কেউ।
ভীষণভাবে চাইছি আমরা তাও, ছুটির বদলে এই অভিশাপ মুছুক।
প্রার্থনা করি অন্য ছুটির ভোর যেখানে থাকবে না কোন মৃতদেহের স্তূপ। 🙏

-


Fetching R C Quotes