ছাতিম ফুলের গন্ধে মাতে রাতের শরৎ হাওয়া,
শুকনো ঘাসও মাখছে শিশির, মেঘের আলো-ছায়া !
-
ফুটপাতে মায়ের কোলে যে শিশুটির দিন কাটে তারও কি আছে mother's day-র খোঁজ..?!!
তার কাছে তো প্রতিদিনই mother's day হয়..
মায়ের সাথে photo upload করে, social media-য় status-এর ঝড় তুলে, সে তো mother's day পালন করতে শেখেনি..,,
কিন্তু সে তার মায়ের সাথে প্রতি মুহূর্ত লড়াই করে প্রতিনিয়ত বাঁচতে শিখেছে।
তার কাছে তো প্রতিদিনই Mother's Day...🧡
-
রাত্রি পাড়ে জমছে ব্যাথা
হৃদয় ছুঁয়ে নোনাজলের ঢেউ -
হঠাৎ দেখি রক্তশূন্য চাঁদ, আর
স্বপ্ন আঁকে তোমার মত কেউ !
-
ভিতর'ঘরে টানাপোড়েন, শ্রাবণ পুষি অন্তরালে
হাজার ঢেউয়ের পথ বাঁচিয়ে, শালুক ভাসে আড়ালে ।
-
বিষন্ন মেহফিলে ক্লান্ত আজান
'এপিটাফ' জুড়ে
বেহিসেবী আলফাজ ,
প্রেমের রাফিদা ধুলায় হারায়
সিক্ত সড়কে স্মৃতির কোলাজ !
-
ভাবনারা সব সিলিং ছুঁয়ে ফিরছে যখন মনের ঘরে
আকাশ হারায় সূর্য তখন গোধূলির রং মাখার তরে
রাত্রিগুলো স্বপ্ন খোঁজে , ভোরের অপেক্ষায়
ক্লান্ত চোখে চাঁদ ডুবে যায় , ধূসর নীরবতায়
-
আঙুল ছুঁয়ে তোর নামে'তেই আদর মাখি ,
উষ্ণ চাদর, নরম ঠোঁটে, রাত্রি সাজায় জোনাকি !
-
সাজছে চিতা, জ্বলছে আগুন
লাশের মিছিল, গুনছে ফাগুন
বিষময় ছাই উড়ছে হু-হু ...
ডাকছে মৃত্যু মুহুর্মুহু ,
মৃত্যু-পুরী'র অভিশপ্ত নীড়
জগৎ জুড়ে শোকের তিমির !
-