Purushottam Bhattacharya  
23 Followers · 25 Following

read more
Joined 27 February 2018


read more
Joined 27 February 2018
29 JUN 2022 AT 18:01

|| শৈশব ||

মেঘলা আকাশ ইঙ্গিত দেয় ঝড়ের যেমন,
মন কেমনের ইঙ্গিত দেয় জলের ফোঁটা
দায়িত্বভার জমতে জমতে হঠাৎ কখন
হারিয়ে গেল দায়িত্বহীন শৈশবটা

স্কুল ফেরতা বৃষ্টি এলে বন্ধ ছাতা
জলের ধারায় যাচ্ছে গলে রং পেন্সিল
অফিস ফেরত বৃষ্টি এলে আশঙ্কা হয়
ল্যাপটপে জল লাগল না তো? কি মুশকিল

জ্বর হলে আর স্কুল যাবনা হলিডে মুড
দুদিন পরে ডায়রী লেখা সর্দি কাশি
জ্বর হলে আজ ওষুধ কেনার বাজে খরচ
মাইনের আর বাজেটের দর কষাকষি।

বড় তবু হতেই হবে অপশন নেই
ছোটবেলার স্বপ্নই এই বড় হওয়া
বড় হওয়ার নামে যত প্রতিশ্রুতি
কে জানত আসলে তা পাহাড় বওয়া

হঠাৎ স্মৃতি আসলে আসে জলের ফোঁটা
ইঙ্গিত দেয় কিছুক্ষণের মন কেমনের
অ্যাডাল্টহুডের ঝড় বইছে আকাশ জুড়ে
বুঝিনি কি চাইছিল মেঘ ঈশান কোণের।

-


19 MAY 2022 AT 18:43

|| আমরা জানি ||

একদিন এই গোটাটা ভেঙে পড়বে,
যার প্রতি ধাপে আছে কয়েকশো ধর্ষক আর খুনী
যার বাঁধুনি হয়েছে ফাটকা পুঁজির টাকা
সবটা হুড়মুড় করে ভেঙে পড়বে
আমরা জানি
আমরা সেই ধ্বংস স্তুপ ঘেঁটে খুঁজবো আমাদের বিপথুমান বন্ধু আত্মীয়দের
যারা বলেছিল চুপ হার্মাদ
যারা বলেছিল তোরা এখন একটু মুখ বুজে থাক
তাদের হাত, পা, মাথা দেখে শনাক্ত করবো আমরা
আমরা জানি
একদিন যিনি মাথা তিনি নিরুদ্দেশ হবেন
মহাপ্রস্থান নাকি আত্মহত্যা
তুলে ধরেছিল যারা সেই কাগজেই হবে ময়নাতদন্ত
যারা নিজের সব বেচে এসেছিল পথে
তাদের হাহাকার নতুন যুগের আলোয় ঢাকা পড়ে যাবে
আমরা জানি
কাছে দূরে সরকারি বেসরকারি
আমলা গামলা ভাই ভাইপো
মনমরা হবে, খুন হবে বা বদলি
ঘরছাড়ারা ফিরবে, সদ্য বানানো দরমার ঘরে বসবে লোকাল কমিটির মিটিং,
শহীদবেদীর গায়ে তাও রয়ে যাবে পায়ের ছাপ
আমরা জানি

-


6 MAR 2018 AT 16:34

রাতের আকাশ জড়িয়ে ধরুক তোকে,
মন্দ সবই আমায় বলুক লোকে।
অভিসারী জ্যোৎস্না ভেসে যায়,
আদিম রিপুর সুদূর কিনারায়।

-


10 JUL 2021 AT 11:25

|| তুমি ভরিবে......... ||

আদর্শকে ফুৎকারে দেই উড়িয়ে আমি
সেলিব্রিটি গন্ধ ছড়াই দক্ষ বলে
ঝিংকু হয়ে বাঁচতে চাওয়া অনেক দামী
খরচ পোষায় ডান বা বামের পোষ্য হলে
আতর মেখে স্টেজ ভরাবো বাক্য ঝেড়ে
একটাও তার মানবে না তো আমার যাপন
এক্কা দোক্কা খেলব আমায় রুখবে কে রে?
আমার চেয়ে প্রেডিক্টেবল ডিজে বাপন
নিজের মেয়ে রেবেল হলে ট্রাবল বেশি
আস্তে করে বন্ধ করব ওটার পাখা
মিসোজিনি ঠান্ডা হবে চালিয়ে এসি
বিহঙ্গকে শিখিয়ে ছাড়ব অন্ধ আকাশ।
আমার মত অনেক আছে এ তল্লাটে
আগুন খেত একটা সময় নিয়ম করে
এখন ঘুমায় গেরুয়া কিংবা সবুজ খাটে
টাকার লিস্টেরিনে রাতে কুল্লা করে।
আমরা হলাম বিশ্ব বাংলা রেনেসাঁ সব
নতুন করে গড়ছি বং এর মন আর মেজাজ
আমরা এখন অকেশনাল রসুন খাব
তবে ওটা ভুলিয়ে দেওয়াই আমাদের কাজ

-


23 JUN 2020 AT 11:32

॥ লাল সেলাম নাকি খিস্তি ॥

পচা মাংসের একটুকু ভাগ পেতে,
শকুনের সাথে করেছি যে সখ্যতা।
চোখ কচলে দেখেছি যে চারপাশে,
সাজানো গোছানো শব দের সভ্যতা।
বেনিয়া ইতর অ্যাপ্রুভ করে ট্যালেন্ট,
বলে কোনটা ঝুটা, কোনটা সাচ্চা।
দাস্ ক্যাপিটাল হাইড্রেনে লুকিয়েছে,
তাত্ত্বিক সাজে যত শুয়োরের বাচ্চা।
ইতরের দেশে জন্ম হয়েছে আমার,
জন্ম হয়েছে যে নবারুন, তোমারো।
সবের মতো আমিও হয়েছি শব,
কিন্তু তুমি তো মুত ছোঁড়া বোমারু।
যেখানে যেখানে তোমার কলম গেছে,
পোঁদে ব্যাথা নিয়ে বসে নন্দন তত্ত্ব।
নব অনলে উজ্জ্বল নবারুন,
সশস্ত্র প্রতিরোধই হল শেষ শর্ত।
আজকের দিনে তোমার কবর ঘিরে,
আকাশ থেকে ফ্যাতারুরা দেয় দৃষ্টি।
হাগা মুত না, প্রিয় কমরেড নীচে,
করছে তারা ঘেঁটু ফুলের বৃষ্টি।
২৩/০৬/২০১৭

-


21 JUN 2020 AT 13:06

২১শে জুন, সাতাত্তর

ভাঙা পাঁজরের প্রশ্ন পেল,
গড়ার এক উত্তর।
দিনটা ছিল ২১শে জুন,
সালটা সাতাত্তর।
জেল বেয়নেট বুলেট খাঁকি,
মারার উপায় ছিলনা বাকি,
হাতুড়ি আর কাস্তেটা কি হারিয়েছিল জোর?
২১শে জুন, দিনটা ছিল,
সালটা সাতাত্তর।
তোমার রোয়াব আমার শহীদ,
তোমার হুমকি আমারই জিদ,
সাতমহলায় উড়ল শেষে নিশান দেখো লাল।
দিনটা ছিল ২১শে জুন,
সাতাত্তরের সাল।
বাগদি যারা বাউড়ি যারা,
ছাদ খোলা সব, সবটা হারা,
তাদের হাতেই ফিরিয়ে দেওয়া তাদের অধিকার।
২১শে জুন, সাতাত্তরের,
বামফ্রন্ট সরকার।

-


15 JUN 2020 AT 0:36

শক্ত করে জাপটে ধরা মন,
ঝড় বাদলে ভয় কি থোড়াই পায়?
ঘোর বিপদে কে কার আপনজন,
হাত বাড়ালে সেইটা বোঝা যায়।
তোমার কাছে শিকড় খুঁজে পাই,
কান্না হাসি ঝগড়া সবটুকুই।
এইতো আমার দ্বান্দিক বাস্তব,
এইতো আমার ছুটির বছর দুই।

-


21 MAY 2020 AT 17:19

বকুলপুরের ঝড়

আমরা বাঙালী,
ঝড়ের মাঝেই থাকি।
এসেছে, আসবে আরো
যা আছে বাকি।
লড়াই আমরা জন্ম থেকেই করি,
ভাতের নয়ত ভাষার জন্য মরি।
তবু তো নাইকো ডরি।
মানছি যদিও বেনোজল আছে কিছু,
ঝকমকে ফ্ল্যাট প্রাসাদের পিছু পিছু।
উঁচুতেই থাকে, মনটাকে করে নীচু।
এরা লড়বেনা,
বাজাবে তালি বা থালি।
এদের তরেই তোলা সব গালাগালি।
ভেঙেছে শহর গড়ে নেব সব ফের,
আম্ফান, তোর মতন দেখেছি ঢের।
কতটা ভাঙবি?
কতটা বাড়বি দূর?
আমি বাংলা, ছোট্ট বকুলপুর।

-


15 MAY 2020 AT 11:40

।। গন্ধ ।।

ছাইরঙা আকাশ, খাতার আঁকিবুঁকি।
ঝোড়ো হাওয়ায় পাল তুলেছে সত্যিকারের সুখী।
দু হাত তুলে, বৃষ্টি চেয়ে,
একলা আকাশ, একলা মেয়ে,
সঙ্গোপনে নিচ্ছে আবার ভালোবাসার ঝুঁকি।

সূর্য ধোয়া সকাল, একটা তারার আলো,
ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া, ভালো হলেই ভালো।
কষ্ট সবই সাজিয়ে রাখা,
ঠোঁটের কোনে হাসি মাখা,
যত্নে লেখা শেষ চিঠি টা ভুল ঠিকানায় গেল।

শক্ত হল মন, শান্ত হল প্রাণ,
মাতাল সময় শিখিয়ে দিল বিস্মরণের গান।
একটা গন্ধে হঠাৎ করে,
স্মৃতির ঝাঁপি উঠল নড়ে,
মুহূর্তে সব বাঁধ ভেঙে এল, নোনাজলের বান...

১৫/০৫/২০১৭

-


1 MAY 2020 AT 11:01

ওবেসিটি

রক্তে ভেজা জামা জানে,
রক্ত দিয়ে লড়াই মানে,
রক্ত, নতুন রক্ত আনে মে দিবস।
তোমার হকের লড়াই ভুলে,
আমার শখের বড়াই গুলে,
নেয়ে খেয়ে আর হাই তুলে আজ, মে দিবস।
ওরা তবু সবান্ধবে,
পায়ে হেঁটে আসছে সবে,
পায়ের ছাল চামড়া খসা, মে দিবস।
আমলা গামলা ফাঁপিয়ে ফোলা,
আর চ্যালা সব আত্মভোলা,
জিড়জিড়ে হাড় দেশের হল মেদই বস্।

-


Fetching Purushottam Bhattacharya Quotes