আমি জানলার গ্রিল।
খাঁচার গারদ কোনোটাই ভাঙতে পারি না।।
আমি স্বপ্নের সঙ্গে কুস্তি লড়তে লড়তে।
বাস্তবের কাছে হারি না।।-
Student of webdesign.
WORK AT A VIDEO EDITOR.
নতুনের নেশায় ছুটছে জগৎ, প্রাক্তনে প্রাপ্তি একটু ক্ষত!
তুমিও আজ নতুনে মজে, আমিতো সেই প্রাক্তনে নিহত।-
দুঃস্বপ্নের বেড়াজালে আবদ্ধ ভাবনা
স্মৃতির পাতাজুড়ে ডাঙাচোরা খেলনা
নিদারুণ দহনের জ্বালায়
ধুঁকছে ভালোবাসার প্রেরণা-
'দেখা হবে' বলে যারা ছেড়েছিল বাড়ি
তারা আর আনবে না মায়ের জন্য শাড়ি ;
গাফিলতি, ক্ষমা চাওয়া, দশলক্ষ অনুদান ;
এসবের থেকেও অনেক দামি তরতাজা প্রাণ ৷-
ঠাঁই নেই, ঠাঁই নেই....এখানে ওখানে আর,
শূন্য হাতে ফিরেছি ঘরে ... কত শত বার ।
এই টেবিলে ওই টেবিলে ...শুধু টাকা দরকার
বলে তারা...যদি পারো দেখা কর একবার ।
ছিঁড়ে গেছে ছিড়ে যাচ্ছে ল্যাম্ফপোষ্টের তার। ক্ষমতাশালী চোরাকারবারির কাছে হচ্ছি শিকার।
ভবিষ্যতের পথটা দেখছি ঘোর অন্ধকার শূন্য দাঁড়িয়ে আছি,শুধু বাড়ছে বয়সের ভার-
কলমটাতে ক্ষয় ধরেছে।
শব্দেরা আজ অপেক্ষারত।।
হাসির মুখোশ পরেছি আমি।
কারনটা খুব ব্যক্তিগত।।-
Starting a relationship is easy
Breaking up easy
But fighting for love is the hardest.
That everyone falls in.-
ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই,
আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই,
ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই!!
-
এই শহরের প্রত্যেকটা বিকেলবেলা জানে, তুমি কতটা জরুরি🌿
কলেজস্ট্রিটের বই কাকুরা জানে,তুমিই না ছেড়ে যাওয়ার বিশ্বাস🐾
শ্যামবাজারের শশীবাবু জানে, তুই আগলে রাখবি আমায়✨
ভোরের ময়দানের কুয়াশারা জানে, আমাদের থেকে
যাওয়াটা চিরস্থায়ী🌻
ভালোবাসি❣️-
কলেজ লাইফ... তিনটে বছরের বন্ধুত্ব, প্রেম, সেমিস্টারের চাপ, ঝগড়া, খুনসুটি সব কেটে যাবে চোখের পলকে। ঠিক বছর পাঁচেক পর হয়তো মাঝ জুলাইয়ের একটি রাতে বাইরে বৃষ্টি পড়ছে। মোবাইল স্ক্রিনে একে একে সরতে থাকবে সেইসব ফেলে আসা ছবিগুলো...কানে শুধু বাজবে স্মৃতিরা গেছে পরবাস কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু বারো মাস ভালোবাসারই মরশুম...❣️
-