With a drink of Hemlock and
a hint of unrequited love -
I will rise to love you once more!-
मेरे अफ़साने कुछ भी नहीं -
पर दिल की दौलत के आगे
दुनिया के खजाने कुछ ... read more
ভিড়ের শহর একাই রাখে -
মেঘলা বিকেল অশ্রু মাপে!
মুখোশের নীচে আবেগ বাঁচে -
কখনও হাসে, কখনও কাঁদে!-
একদিন আমার কলম তার প্রাণ হারাবে -
নীল আর ফুটে উঠবে না সাদা কাগজে -
কবিতা খুঁজে পাবে না তাদের চেনা ছন্দ -
টেবিলের কফি শুধু রেখে যাবে একটা কালো দাগ!
সেদিন কি থাকবে পাশে শত নিষেধ পেরিয়ে -
অথবা সেই প্রথম চিঠি রাখবে মনে যত্নে -
হাত ধরে নেবে সূর্যাস্তের ঠিকানায় -
শোনাবে তোমায় লেখা পুরনো কবিতার ভাগ?-
...And he never faced her again.
Years later, a diary read:
"I'm released from the hospital today. But that uncle (I also saw his photo in Mom's phone) who saved me from the accident couldn't survive!"
A mother finally realised her mistake.-
নাট্যের শেষ অঙ্ক আজ লিখেছিলেন জাদুকর -
জীবন তাই বুঝিয়ে গেল সবই তাসের ঘর!-
'একদিন ঠিক হেঁটে যাব ওই অসীম দিগন্ত ধরে -
তুমি সেই রাতে, বল, যাবে কি আমার তরে?'
'কবে?', শুধালো সে।
আমি কহিলাম, 'সে আজি হতে সহস্র বর্ষ পরে!'
-
পৃথিবী সেরে উঠবেই একদিন।
এর মধ্যেও প্রেম বাঁচবে একদিন।
আবার নতুন সকাল হবে, একদিন।
(পুরো কবিতা নীচে পড়ুন।)-
ধরো, যদি আমি ভোরের মিঠে রোদ হয়ে
তোমার মুখে আলতো করে হাত বোলাই?
তুমি কি রাগ করবে?
না, আড়মোড়া ভেঙে বাইরের দিকে চেয়ে বলবে, "ভালোবাসি!"
ধরো, অফিসে যাবে তুমি।
বাইক চালিয়ে যাও অনেকটা পথ।
আমি যদি হাওয়া হয়ে তোমায় জাপটে জড়িয়ে ধরি!
তুমি কি রাগ করবে?
নাকি, হাল্কা হেসে বলবে, "ভালোবাসি!"
ধরো, তোমার অফিসের আঙিনায় আমি পলাশ গাছ হয়ে আছি যুগ যুগ ধরে!
তুমি আসলে একমুঠো পলাশ উপহার দিই রোজ!
তুমি কি রাগ কর?
নাকি, নীচু হয়ে মাটি থেকে পলাশগুলো কুড়িয়ে নিয়ে টেবিলে রাখো।
একদৃষ্টে তাকিয়ে বল, "ভালোবাসি!"
ধরো, আমি যদি বৃষ্টি হয়ে তোমার সমস্ত চুল ভিজিয়ে বলি, "কেমন?"
তুমি কি রাগ করবে?
নাকি কপাল থেকে চুল সরিয়ে,
আরো একটু ভিজে বলবে, "ভালোবাসি, ভালোবাসি!"-