পৃথিবী অনিশ্চিয়তায় ডুবে
মানুষ হতাশায় ভোগে
অন্ধকার করেছে সব গ্রাস
বোমা বারুদের ত্রাস
জীবন এখন সোনার পাথর বাটি
তাও আমি ভবিষ্যতের পথে হাঁটি-
একলা হৃদয়ে গোপনে থাকিস।
ডাকি তোকে ভালোবেসে
যেখানেই আমি রই না কেনো
তোর কাছে ফিরি অবশেষে।
কিছু স্মৃতি হয়ে এলোমেলো
মনে তে তোলে ঝড়।
খারাপ বন্ধু বলে
করিস না আমায় পর
ভালোবাসার কিছু আবেগ
একটু খুনসুটি
বন্ধুত্বের আবেগে মোড়া
আমাদের এই জুটি
আজি এই দিনে হৃদয়ের কোনে
মুছে যাক সব কালো
তুই ভাল থাক জন্মদিনে
জীবনটা হোক আলো-
একলা হৃদয়ে গোপনে থাকিস। ডাকি তোকে ভালোবেসে
যেখানেই আমি রই না কেনো
তোর কাছে ফিরি অবশেষে।
কিছু স্মৃতি হয়ে এলোমেলো
মনে তে তোলে ঝড়।
খারাপ বন্ধু বলে
করিস না আমায় পর ভালোবাসার কিছু আবেশ
আরএকটু খুনসুটি
বন্ধুত্বের আবেগে মোড়া
আমাদের এই জুটি
আজি এই দিনে হৃদয়ের কোনে
মুছে যাক সব কালো
তুই ভাল থাক জন্মদিনে
জীবনটা হোক আলো
-
যার কোলে মাথা দিয়েই ঘুমটা আসে শান্তি ভরে
যার ছোঁয়াতে অসুখ বিসুখ সব চলে যায় দূরে
যার সাথে ঝগড়া করি আবদার করে হাত পা ছুঁড়ি
মা তোমায় আমি খুব ভালোবাসি
এই জগতে তোমার নেইকো জুড়ি-
স্কুলের মাঠে সেই ছবি তোলা
মনে কি পরে সেই মেয়ে বেলা
মাঠের ঘাসের সবুজ সাথী
করতাম কত হাটাহাটি
কমনরুমের অজানা গান
মনে পড়ে সেই পুরানো টান
খাতার ভেতর কাটাকুটি খেলা
মনে কি আছে তোমার প্রথম কথা বলা
সময় পাল্টে গছে ঘড়ির কাটার সাথে
স্মৃতি গুলো সব উকি দিয়ে যায় অবুঝ মেঘলা রাতে
পূজা রায় মুখোপাধ্যায়
-
বৃষ্টির কথা ভাবতে গিয়ে মনের ভেতর ঝড় উঠে কালো মেঘের নবীনবরণ
তাকিয়ে থাকি অবাক চোখে
বৃষ্টির ছোঁয়া মুছে দেয়
জীবনের সব অভিনয়
পরিণতির অপেক্ষায়
বসে আছে প্রণয়
পূজা রায় মুখোপাধ্যায়-
গুপ্ত মনের সংগোপনে
রঙিন প্রেমের দোকান ঘর
তারি মাঝে khujchi সবাই
Ka আপন ka পর
-
Majhe Sajhe জোৎস্না রাতে চাঁদের সাথে কথা হয়
অবুঝ মন অচেতনে কতো কিছু বলতে চায়
চাঁদ যে আমার চুপটি করে সব কথা যে শোনে
মনের ভেতর Dhukpukuni হটাৎ যেন বেড়ে যায়
Majhe Sajhe জোৎস্না রাতে চাঁদের সাথে কথা হয়-
Benami জীবন আমার
নেই কোনো দাম
চারি পাশে ছড়িয়ে অফুরন্ত ঘাম
স্বপ্ন রা দেয় ডাক
তাই আমি
Tari পিছু korlam ......
-