কালো বস্তির পাঁচালী
- বীরেন্দ্র চট্টোপাধ্যায়
আবৃত্তি - পূজা-
ভেজা বারান্দা আর শুধু তুমি ❤️
এক সমুদ্র জল থই থই,
বন্ধু চল আজ বৃষ্টি ফেলে
মেঘবালিকা হই।
বুকের ভেতর রৌদ্র ওঠে
একমুঠো চল কুড়িয়ে আনি,
স্বপ্ন গুলো মিশিয়ে দিয়ে
সাজাই কুঁড়েঘর খানি।
বুকের ভেতর অনুভূতি সব,
আজও আছে ওরা লুকিয়ে
একটুখানি ফাঁক পেলে তাই
বেড়ায় গুনগুনিয়ে।
-
আমি তো চেয়েছিলাম হতে লাটাইবিহীন ঘুড়ি,
ইচ্ছে ছিল মেঘের ভেলা ছাড়িয়ে ওই দূর আকাশে উড়ি.....🪶-
বুকের মধ্যে মস্ত একটা হৃদয় থাকুক।
তোমায় নিয়ে লেখা কবিতা যত,
লুকোব সেথায় মেঘপিয়নের বাক্স ভরে,
দেখাবো তোমায় খেয়াল খুশি মত।
একটা আকাশে শুধুই বৃষ্টি ঝরুক।
দুঃখ গুলো বৃষ্টি পায়ে পায়ে
একটা দুটো নৌকো গড়ে গড়ে
ভাসিয়ে দেবো জলপরীদের গায়।-
একটা আকাশ আমার হোক;
একটা গোটা আকাশ।
একটা দুটো করে সাজিয়ে দেবো হাজার খানেক তারা,
কিছুটা নাহয় অন্ধকারও দেবো,
আঁধার- আলোয় রং মিশালির খেলা।
চাঁদকে দেবো ভীষণ রকম ছুটি,
জ্যোৎস্না টাকেও নিয়ে যাক তার সাথে,
আকাশ ঘিরে থাকুক অমাবস্যা।
চাঁদকে,সে তো সবাই দেখে,
কেউ দেখেনা তারার আলোর মেলা।
একটা আকাশ শুধুই তারার হোক,
আমার আকাশ জুড়ে থাকুক তারা।
-
আমার ব্যস্ত জীবনে তুমি
অবসরের সুখ,
ফেলে আসা স্মৃতির জঞ্জালে
চেনা সেই মুখ।
মেঘলা কোনো দিনে তুমি
এক পশলা বৃষ্টি,
দ্বিপ্রহরের অবসন্ন খামখেয়ালে
বাঁধভাঙা অনাসৃষ্টি।
বিনিদ্র রাতের সঙ্গী তুমি
দখিন খোলা জানলা
পঙ্কিলতার গহীন সমুদ্দূরে
মুক্ত প্রাণের ভেলা।-