প্রিয়
-
PUJA KHAN
(বৃষ্টিলেখা)
6 Followers · 7 Following
দমকা হাওয়া, দু এক ফোঁটা বৃষ্টি
ভেজা বারান্দা আর শুধু তুমি ❤️
ভেজা বারান্দা আর শুধু তুমি ❤️
Joined 18 November 2020
28 DEC 2023 AT 11:42
এক সমুদ্র জল থই থই,
বন্ধু চল আজ বৃষ্টি ফেলে
মেঘবালিকা হই।
বুকের ভেতর রৌদ্র ওঠে
একমুঠো চল কুড়িয়ে আনি,
স্বপ্ন গুলো মিশিয়ে দিয়ে
সাজাই কুঁড়েঘর খানি।
বুকের ভেতর অনুভূতি সব,
আজও আছে ওরা লুকিয়ে
একটুখানি ফাঁক পেলে তাই
বেড়ায় গুনগুনিয়ে।
-
2 DEC 2023 AT 19:18
আমি তো চেয়েছিলাম হতে লাটাইবিহীন ঘুড়ি,
ইচ্ছে ছিল মেঘের ভেলা ছাড়িয়ে ওই দূর আকাশে উড়ি.....🪶-
10 AUG 2023 AT 17:42
বুকের মধ্যে মস্ত একটা হৃদয় থাকুক।
তোমায় নিয়ে লেখা কবিতা যত,
লুকোব সেথায় মেঘপিয়নের বাক্স ভরে,
দেখাবো তোমায় খেয়াল খুশি মত।
একটা আকাশে শুধুই বৃষ্টি ঝরুক।
দুঃখ গুলো বৃষ্টি পায়ে পায়ে
একটা দুটো নৌকো গড়ে গড়ে
ভাসিয়ে দেবো জলপরীদের গায়।-