দুই হাতে দাও সরিয়ে,
দেখবে কেমন একফালি রোদ,
সুখ বোনে ঐ চার-কুঠুরির হৃদয়ে...-
La... read more
ভালোবাসা ভালো; তবে অন্ধভাবে ভালোবাসা নয়,
যেমন Confidence ভালো,Over confidence নয়।
নিজের জন্য ভালোবাসাটুকু বজায় রেখে,
অন্যকে ভালোবাসো,
হয়তো একটু স্বার্থপরের মতো শোনালো,
কিন্তু এটাই বাস্তব।
যে নিজেকেই ভালোবাসতে শেখেনি;
সে অন্যকে কীভাবে শেখাবে ভালোবাসার মানে???
তাই সবার আগে নিজের ভেতরের 'আমি' টাকে
ভালোবাসো,চেনো,জানো;
তারপর অন্য কিছু.....-
তখন খুলে বসি মনের ডায়েরি.. ধূলো ঝেড়ে একটার পর একটা পৃষ্ঠা পড়তে থাকি ...সেই পৃষ্ঠার কোনো লেখা পড়ে কখনো যেমন হেসে লুটোপুটি খাই ,তেমনই কোনোটা পড়ে আবার ভিজে আসে চোখ...তা সে সুখেরই হোক বা দুঃখেরই হোক,এই ডায়েরির প্রতিটি লেখাই আমার কাছে অমূল্য কারন এরাই আমার জীবনের চলার পথের রসদ যোগায়,হঠাৎই থেমে যাওয়া শব্দগুলোকে আবার চলতে শেখায়; মনের কোনে বন্দি থাকা চুপকথারা আরো একবার এই জিয়নকাঠির ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে..
-
যে কথারা হারিয়ে গেছে না-বলা কথার ভিড়ে,
তারাই আমার ইলশে গুঁড়ি মেঘলা দুপুরে।।-
পুজো মানে:
পুজো মানে মন ভালো করা আগমনী সুর,
পুজো মানে চনমনে মনে আনন্দ ফুরফুর ।
পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা,
পুজো মানে নদীর ধারে কাশের বনের মেলা।
পুজো মানে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ঞ ভদ্র....
পুজো মানে চুটিয়ে মজা,গোটাও বইপত্র।
পুজো মানে একমাস ধরে জমজমাটি শপিং,
পুজো মানে ষষ্ঠী টু দশমী জমিয়ে প্যান্ডেল হপিং।
পুজো মানে উড়ুউড়ু মনে নতুন ইচ্ছের ঝাঁক,
পুজো মানে লাল শাড়ি-হলুদ পাঞ্জাবির প্রেমটা হয়ে যাক।
পুজো মানে ক্লাবে ক্লাবে লড়াই হাড্ডাহাড্ডি,
পুজো মানে জল্পনা শুরু, কে পাবে সেরার শিরোপাটি?
পুজো মানে অষ্টমী ভোগের মন জুড়ানো ঘ্রাণ,
পুজো মানে বিজয়ার দিনে কেঁদে ওঠে বাঙালির প্রাণ।
পুজো মানে হইহুল্লোড়,চুটিয়ে আনন্দ,
পুজো মানে মিলনমেলা,ভুলে সকল দ্বন্দ্ব।
পুজো মানেই যে উত্তেজনা,ঘরের কোনে মন বসে না,
তবুও যে ঘরে থাকতে হবে,এমনটাই যে এ বছরখানা!!
যতোই দাপট দেখিয়ে বেড়াক এই অসুররূপী করোনা,
তোমার আশীষ মাথায় নিয়ে মাগো,
আমরা হার মানবো না।।
-পূজা কর
-
মন-আকাশে রঙিন স্বপ্ন লুকোচুরি খেলে,
নতুন কথা,নতুন সুরে,নতুন গানের ছলে।।-
খুনসুটি ভরা বিকেলগুলো স্মৃতি হয়ে আছে মনের আকাশে,
প্রিয় ডাকনামেরা আজও ভিড় করে ক্লান্ত দুপুরের অবকাশে।।-