আমার কবিতা
——————
আমার কবিতা আমি দিয়ে যাবো-
তোমাদের সকলের মাঝে..
তোমরা কি গ্রহণ করবে,
আমার কবিতাকে?
কবিতা কী কেবল শব্দের মেলা,
নাকি ছন্দের খেলা..
কবিতা তো অবিকল মানুষের মতো,
চোখ মুখ মন আছে তার।
সেও বিবেকে শাসিত
তারও আছে বিরহের কিছু ক্ষত।
সে ও পেতে চায় ভালোবাসা
তাই হাত বাড়ায় তোমাদের দিকে-
যদি তাকে তোমরা জায়গা দাও-
তোমাদের মনে..
আজীবন থেকে যাবো,
আমি আর আমার কবিতা
তোমাদের মনের কোণে ।।
-
পৃথিবীর অসুখ
——————
এই পৃথিবীর আজ অসুখ করেছে,
কয়েক বছর ধরে..
ডাক্তার বলেছে তাকে বাঁচাতে,
তার সন্তানেরাই পারে।
তার অসুস্থতায় চিন্তিত সন্তানেরা,
কিন্তু তার প্রতি দায়িত্ব কর্তব্য
পালন করে না তারা।
ভুগছে দেখো চারিদিকে সব,
ধরিত্রী মাতার ছেলেপুলেরা।
তবুও জ্ঞানহীনতার মত
কাজ করে চলেছে তারা
মানছে না নিয়মবিধি,
করছে শুধু গাজোয়ারি..
গাছ কেঁটে হচ্ছে বহুতল গৃহনির্মাণ,
যাচ্ছে কমে অক্সিজেনের মান।
চারিদিকে শুধু,দূষণ আর দূষণ!
পৃথিবীর আজ করেছে গুরুতর অসুখ,
ভোরে গেছে চারপাশ মৃত লাশে।
শূন্য মায়ের কোল-
হাঁ হাঁ কার করছে সব দিকে দিকে।
মনে রেখো এর মহা-ঔষুধ
আছে আমাদের হাতে,
বজায় রাখো দূরত্ব আর
যথাযথ মাস্ক ব্যবহারে।-
ক্যানভাসে রং তুলি
............................
ক্যানভাসে রং তুলিতে,
মন কেড়েছে ভারি-
তোমায় নিয়ে কবিতা লিখতে
আবার শুরু করি।
সেই ভাবনায় থেকো প্রিয়,
আজীবন তুমি।
বাস্তবে নাইবা পেলাম
তোমাকে আমি।
হৃদয়ের ক্যানভাসে
এঁকেছি তোমার ছবি,
রং তুলিতে রাঙিয়েছি
তোমার জীবন খানি।
আমার মনের রঙে
কাছে পেতে চেয়েছি তোমায়,
কিন্তু গেছো তুমি দূরে সরে..
আজ সেই রঙিন ক্যানভাস
ধুয়ে গেছে, হয়েছে সাদা
তোমার আর আমার স্মৃতিগুলো
সব, তাতেই রয়েছে বাঁধা..-
কবি নই কবিতা হতে চাই
——————————
কবি আর কবিতা হওয়া,
এক ব্যাপার নয়।
আমি তো কবিতা হতে চাই!
ঝরনার মতো,বয়ে চলা নদীর মতো..
শরতের কাশফুল আর বৃক্ষের মতো-
তোমার সব কবিতার উপমা হতে চাই
আমি তোমার কবিতা হতে চাই।
তোমার লেখা হাজার কবিতার,
আমি কারণ হতে চাই..
তোমার লেখা কবিতার,
শব্দের মানে হতে চাই-
নীল কালো বর্ণের জেনো
আমি আমার ছোঁয়া পাই।
আমি তো কবি নই আমি,
তোমার কবিতা হতে চাই।
তোমার লেখা কবিতার বইয়ের
সবকটা কবিতায় নিজেকে খুঁজে পাই..
সকল কবিতায়, সবই থাকুক
আমি শুধু নিজেকে খুঁজে পাই,
আমি তো কবি নই,তোমার কবিতা হতে চাই।।-
ছুঁতে পারিনি আজও তোর হাত
.............................................
ছুঁতে পারবো না তোর হাত-
নয়নে দেখি যারে,
ভালোবেসে যত্নে রেখেছি
আমার হৃদয়ের ঘরে।
সবটাই জানি প্রিয়
তবুও ইচ্ছে হয়,
দুজনার হাত যদি
একসাথে রয়।
তুমি বিধাতা সব জেনেও
ভালোবাসাকে দূরে রাখে-
কি এমন ক্ষতি তার?
থাকুক প্রেম বেঁচে দুজনাতে একসাথে।
প্রার্থনা নাকি অনেক শক্তি,
সঠিক স্থানে পৌঁছায়।
হাতে-হাত হতেই পারে,
যদি বিধাতার ইচ্ছা হয়।।-
মনের আকাশ
.....................
মনের আকাশে মেঘ জমেছে,
দেখতে কি পাও তুমি?
আমি বৃষ্টির ফোঁটা হয়ে..
তোমায় কী ছুঁয়ে দিতে পারি?
আছি অনেক কষ্ট নিয়ে
তুমি আছো সুখে।
তোমার আকাশ সুনীল
আর আমার মরুভূমি!
ভেবোনা তুমি,হারিয়ে গেছি আমি
পড়বে না মনে আর আমাকে
আছি আমি তোমারি পাশে ছায়া হয়ে
খুঁজে পাবে তোমার হৃদয় মাঝে।
যদি কখনো হারিয়ে যাই আমি,
না ফেরার দেশে,
আমার কথা কখনো কি?
পড়বে তোমার মনে..-
বাংলা ভাষা
..................
বাংলা আমার প্রাণের ভাষা..
শ্রদ্ধা জানাই আজকের দিনে
তুমি আমার মাতৃভাষা,
হৃদয়ে রেখেছি গেঁথে।
তোমার হাত ধরে প্রথম
লিখেছিলাম একটি কবিতা,
তুমি দিয়ে শব্দ, আমায়
দেখিয়েছিলে এক নতুন আশা।
তোমার ছোঁয়ায় আমার কবিতা
পেয়েছে এক নতুন অর্থ।
তাইতো তোমায় করি আমি
প্রণাম দিবারাত্র।।
-
এসো হে বৈশাখ
.......................
পুরানো কে বিদায় দিয়ে,
নতুন বছর এলো।
নতুন করে বাঁচার আশা,
আবার নিয়ে এলো...
পয়লা বৈশাখ নতুন করে-
নববর্ষের নতুন ভোরে
শুভ লগ্নে লাল কালিতে
আবার লেখা হলো।
নতুন সূর্য নতুন ভোরের
বার্তা দিল আনি,
নতুন জীবন নতুন দিনের
শোনাও শুভ বাণী।
এসো হে বৈশাখ-সুরে
বাজে মনের গহন কোনে
বৈশাখের আহ্বান আজ,
কবিগুরুর গানে।
নতুন করে আবার তবে
চলি নতুন পথে।
পুরাতন স্মৃতিটুকু
যাক না হয় মুছে।।-
ভালোবাসা
————
একদিন দেখেছিলাম,সুন্দর এক স্বপ্ন
নদীর তীরে আমরা বসে ছিলাম মগ্ন।
যখন তুমি ধরেছিলে আমার হাত
পুষ্প-সম প্রস্ফুটিত হয়েছিল প্রভাত
বলেছিলে তুমি কত কথা,
মৃদ্যু বাতাস বৈ-ছিল সেথা..
আমার হৃদয়ে লেগেছিল এক সাড়া-
তুমি আমার অন্তরে দিয়েছিলে যে নাড়া।
তোমার জন্য ফুল তুলতে চেয়েছিলাম একটি,
তখনই শুরু হলো গেলো বৃষ্টি।
আমি তোমাকে বলেছিলাম এসো প্রিয়তম
লজ্জা পেয়ে তুমি হয়েছিলে অবনত
আমার জীবনে তুমি দিয়েছো দোলা..
আমার জীবনে যদিও ছিল কত ঝামেলা
তোমাকে যে ভালবাসি এটা রেখো স্মরণ,
তোমার তোরে হাসিমুখে করবো মৃত্যু বরণ।।-
অভিমানের মেঘ,ভাসিয়ে দে অনেক দূরে
মন খারাপের দিনগুলো আর যেন না আসে ফিরে।
দুঃখ গুলো দে উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক তোর জীবন জুড়ে।।-