পছন্দ
-
Puja Barman
282 Followers · 2 Following
Joined 11 March 2019
3 APR 2021 AT 8:31
আমি কৃষ্ণচূড়ার লালের নেশায় বিভোর হয়ে ওই পথে
শুধু
প্রেম খুঁজে যেতাম ,
তোমায় খুঁজে যেতাম ......
....পূজা-
1 APR 2021 AT 8:11
"যাহার প্রাসাদতুল্য অট্টালিকা
নদীগর্ভে ভাঙিয়া পড়িতেছে ,
সে আর খান কতক ইট বাঁচাবার জন্য
নদীর সহিত কলহ করিতে চাহে না "।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
--- চন্দ্রনাথ-
12 MAY 2019 AT 8:56
মা তোমায় আমি ভীষণ ভীষণ ভীষণ ভালোবাসি,
তোমার সাথে সমন্ধ টা যে আমার সবার চেয়ে দশমাস দশদিনের বেশি।-
28 APR 2019 AT 19:17
বুকে হাজার আর্তনাদ তবুও মুখে হাসির রেশ।
আজ মিলন শুধুই আক্ষরিক, ভালোবাসা নিরুদ্দেশ।-
20 APR 2019 AT 8:40
ধ্বংস লীলায় মত্ত আমি,
সৃষ্টিটা তুই করিস।
তোর সৃষ্টি সুখের আনন্দেতেই
আমি হাসবো অহর নিশ।
-