সময়ের খাঁচাতে বন্দী মন
পাইনা ছুঁতে আকাশ
স্মৃতির চাদরে বিভোর হয়ে
ফেলে অতীতের দীর্ঘশ্বাস-
এক দৌড়ের প্রতিযোগিতায়
বিজয়ী হলো গোটা কুড়ি জন
কমিটির লোক পুরস্কারের জন্য
করলো তাদের আমন্ত্রণ
সেই সময়ে গোটা পাঁচ সাত
করলো এক ফন্দি
পড়লো ডুকে বিজয়ী দের দলে
না মেনে বিধি নিষেধের গণ্ডি
এবার কমিটির লোক বিচার করে
বড় বুদ্ধিজীবীরা সব আসেন ঘরে
তাই রায় দিতে দেরি হলো না বেশি
সব শেষে জানালো রায়
প্রতিযোগিতায় বিজয়ী যারা
তারাই হলো আসল দোষী।
-
আমার ভালবাসার দাদা বাবলু
নয়তো আমি তোমার যোগ্য
তবু আমি তোমার কাছে কৃতজ্ঞ
এতদিন তুমি আমাকে করেছো সহ্য
মনে পরে তোমার বাড়ি গিয়েছিলাম পাকা বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর
তোমার বাড়ির রাস্তার ধারে
পোষা আমি একটা কুকুর।
হ্যাঁ আমি কুকুর, তুমি আমার মনিব
অভাবের দুনিয়ায়
তুমি মস্ত বড় লোক, আমি এক গরীব
গরীব বলে ছোটো করো না আমায়
দিও না ফেলে ছুঁড়ে
আমি অসহায় হয়ে থাকবো
তোমার বাড়ির আস্তাকুড়ে।
-
ভাবছে সবাই ভীষন চালাক
এই জগতের দুনিয়ায়
কিন্তু আমি,
নয়তো দামী
বোকা হয়েই বাঁচতে চায়।-
ভর্তি পকেট জানতে পারে না
জীবনের এই দাঁড়িপাল্লায়
কোনটা বেশি কোনটা অল্প
খালি পকেট বুঝতে শেখায়
বাস্তবতার কঠিন গল্প-
চেনা জগতের অচেনা মানুষ
ফেলে আসা কিছু অভিমান
সময় স্রোত এগিয়ে যাচ্ছে
কাটছে না অতীতের পিছুটান।-
ফিরতে গেলাম সময়ের কাছে
কিন্তু সাথ দিলো না ঘড়ি
জীবনের লাটাই ভোকাট্টা হলো
কাটা সুতোয় আকাশে উড়ি-
1st জানুয়ারি স্বপ্ন দেখায়
দেখায় নতুন আশ্বাস
31st ডিসেম্বর স্মৃতির চাদরে
ফেলে অতীতের দীর্ঘশ্বাস।-
কিছু ইচ্ছে যাচ্ছে পুড়ে
কিছু ইচ্ছে যায় যে উড়ে
জীবনের এক ভাটার টানে
ইচ্ছে গুলো সব নির্বাসনে-
বাংলা ইন্ডাস্ট্রি যখন ছোট্ট জিজ্ঞাসা এর মধ্যে দাঁড়িয়ে
তখন সকাল সন্ধে দুটি পাতা এক না করে বাঙালি দর্শকের মধ্যে জাগিয়ে ছিলে আশা ভালোবাসা।
সবার কাছে মনের মানুষ তুমি, তোমার স্নেহের প্রতিদানে জড়িয়ে আছো এক মায়ার বাঁধনে। বিয়ে না করেও ব্যাচেলার ছেলেদের কে বলতে শিখিয়েছো শশুর বাড়ি জিন্দাবাদ।
বাইশে শ্রাবণ হোক বা উনিসে এপ্রিল তোমার সিনেমা মানেই হাউস ফুল।
শুধু তুমি মানে বাঙালির কাছের মানুষ
বাংলা ইন্ডাস্ট্রির এক জ্যেষ্ঠপুত্র
বাংলা বক্স অফিসে এক চিরস্থায়ী সূর্য ।
বাংলা সহ সকল ইন্ডাস্ট্রি তে থাকবে তোমার এই অমর প্রেম কাহানি
তোমার হিট ডায়ালগ শুনতে চাইবে
" মা... আমি চুরি করিনি"
সবার দৃষ্টিকোন থেকে তুমি নাম্বার ওয়ান, তুমি কোনো দিন বাঙালি দর্শকের কাছে হবে না প্রাক্তন , অন্তরের শেষ পাতা তে তুমিই অমর সঙ্গী, তাই বাদুলিয়া মনের মেলার প্রত্যেক দর্শক তোমাকে বলছে চিরদিনই তুমি যে আমার।
-