Prosenjit Kumar Majumder   (Prosenjit)
144 Followers · 241 Following

Joined 12 November 2017


Joined 12 November 2017
2 OCT 2018 AT 22:11

দুঃখ সে এতটাও স্বার্থপর নয়
যে তোমার মত যত্ন করে কষ্ট দেবে!
@শঙ্খনীল।

-


15 SEP 2018 AT 8:11

তবু যদি তার সঙ্গে তোমাদের কারো দেখা হয়
তবে বলে দিও আমি ভালো আছি।
@শঙ্খনীল।

-


8 SEP 2018 AT 16:21

মাঝে মাঝে খুব কাঁদতে হয়
কাঁদলে চিবুক হাল্কা হয়ে যায়,
যেমন করে আকাশ কাঁদে মেঘ বৃষ্টির ছলে
তেমনি কষ্ট বাইয়ে দিতে হয় চোখের লোনাজলে।

#__________________________________শঙ্খনীল।

-


26 AUG 2018 AT 9:47

তোমাকে ছুতে গিয়ে যদি
আমি এসে যাই মৃত্যুর কাছাকাছি
তবে জীবনের নীল খামে
আমার সমস্ত ভালোবাসা
উইল করে যাবো তোমার নামে।
@শঙ্খনীল

-


19 AUG 2018 AT 13:07

সে শুধু ভালোবেসেই গেছে সাঁতার কাটতে শেখেনি
তাই সে ডুবেছে অতল গভীরে ডাঙ্গায় উঠতে পারেনি।
@শঙ্খনীল

-


3 AUG 2018 AT 17:09

#বুক
#প্রসেনজিৎ_মজুমদার

যদি কখনো তোমার প্রতি রাগ করি তবে অভিমান কোরোনা তখন
আমার অভিমানকে ভীষন ভয় করে
অভিমান করে অনেকে ছেড়ে যায় প্রিয়জনকে
পেছনে রেখে যায় শুধু একহৃদয় স্মৃতি।
যদি কখনো তোমার পছন্দের কোন কিছু আনতে ভুলে যাই
তবে তুমি রাগ কোরোনা তখন
আমি রাগকেও ভীষন ভয় পাই
কারন রাগের বসে তুমি যা কিছু করে ফেলতে পারো।
তুমি আমাকে হাজার কথা শুনিও বকা দিও
হাতের কাছে যা পাবে তাই ছুড়ে ফেলো আমার দিকে।
তবুও যদি আমার প্রতি তোমার রাগ অভিমান না কমে
না হয় বাপের বাড়ি চলে গেলে,
কিন্তু আমি যদি কখনো দুঃখ পাই তবে তোমার বুকে মাথা রেখে কিছুটা সময় কাঁদতে দিও
কারন তোমার ওই বুকের যায়গাটা আমার, একান্ত আমার।
@শঙ্খনীল

-


25 JUL 2018 AT 13:06

চেষ্টায় আছি তাকে ভোলার
না পাবার ছলে,
হয়তো তাকে পেতেও পারি
প্রার্থনার ভুলে।
@শঙ্খনীল

-


23 JUL 2018 AT 8:28

এবার, এবার না হয় চলেই গেলাম
জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলাম স্মৃতি,
তোমাকে কাঁদাবোনা আর অহেতুক
করবোনা নষ্ট তোমার সময়, ক্ষতি।
@শঙ্খনীল

-


19 JUL 2018 AT 17:22

আমাকে শান্ত ভাবা তোমাদের ভুল
আমি এক জীবন্ত সুপ্ত আগ্নেয়গিরি,
এখন শান্ত আছি ঠিকি কিন্তু
কোনদিন ফেটেও উঠতে পারি।
@শঙ্খনীল

-


19 JUL 2018 AT 12:12

ভুলে অভুলে চোখের কোনে জল যদি করি জমা ,
তবে আমায় তুমি কি সেদিন ক্ষমা করবে প্রিয়তমা।
@শঙ্খনীল।

-


Fetching Prosenjit Kumar Majumder Quotes