Prokash Mandal   (Prokash's Diary)
13 Followers · 4 Following

The untold story
Joined 30 May 2019


The untold story
Joined 30 May 2019
17 AUG AT 18:41

অনেক বছর আগের কথা,
প্রথমবার তোমারে যখন দেখলাম।
কেন জানি মনে হলো,
তোমারে ভালোবাসার দরকার!
তারপর থেকে - শুধুই ভালোবেসে গেলাম।

-


17 AUG AT 18:31

আমাকে একটা টিকিট কেটে দিস বন্ধু,
-গন্তব্য লিখিস 'ছেলেবেলা'...

-


21 FEB AT 19:41

उसकी गली में मुझको जाना नहीं
हाल कैसा है यह भी बताना नहीं ,
ओह बड़ी हसरत है आलम... उस दिन कि वो कहे मैं हूं...
मैं कहूं जी पहचाना नहीं..

-


6 JAN AT 13:05

আমরা এক হতে গিয়ে,
একা হয়ে যাই...

-


5 JAN AT 19:04

সে মন রাখেনি,
তাই মনেও রাখেনি....

-


31 DEC 2024 AT 8:19

শেষ হয়ে গেল আরও একটা বছর।
বছরটা নতুন হলেও হয়তো সবার কাছে তা সুন্দর হবে না। দুশ্চিন্তার ছাতা মাথায় দিয়ে বাসস্টপে কোন এক ছেলে ভাবছে, আর সরকারি চাকরী আর পাওয়া হল না।বছরের সাথে ফুরিয়ে গেছে আমার চাকরী পাওয়ার বয়সসীমা। নদীর ভাঙ্গনের বুকে দাঁড়িয়ে কোন এক বৃদ্ধের ভাবনা এ বছর ঘরটা টিকে থাকবে তো? কোন মধ্যবিত্ত বাবার শঙ্কা ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করানো নিয়ে। শেষ হয়েছে বছর বেড়েছে জিনিসপত্রের দাম তবু বাড়েনি ডি.এ। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান গতিতে সংসার সামলানো খুব চাপের। কোন ভাড়াটিয়া হয়তো ভাবছেন মালিক যদি ঘর ভাড়া বাড়িয়ে দেয় নতুন বছরে।বছরের সাথে শেষ হয়ে গেছে হয়তো ডিভোর্সের চুক্তি অনুযায়ী কোনো সম্পর্ক।
আবার কেউ আশা নিয়ে আছে এ বছর হয়তো বিয়েটা হবে আমাদের।ক্যালেন্ডার নতুন হলেও থেকে যাবে কিছু পুরানো আশা নিরাশার
বেড়া-জাল। টিকে থাকতে হবে সুখ-দুঃখের সাপলুডো খেলায়। নতুনভাবে শুরু করতে হবে জীবনের ভীত।
নতুন বছর সবার ভালো কাটুক।
#Happy new year 2025

-


31 DEC 2024 AT 7:22

আমি কবি নই- শব্দ শ্রমিক।

শব্দের লাল হাতুড়ি পেটা'ই ভুল বোধে ভুল চেতনায়, হৃদয়ের কালো বেদনায়।

-


24 DEC 2024 AT 18:15

স্মৃতির পাতায় জমে আছে আলপিনে গাঁথা দীর্ঘশ্বাস,
বড়দিন শুধুই বয়ে গেল,
হলো না ক্রিসমাস...

-


6 DEC 2024 AT 20:34

ঠিকঠাক কোনোদিন কিছু লেখা হয়নি তোমাকে নিয়ে।লেখা হয়নি তোমার অনুরোধের পাওয়া ও সমাপ্তি লগ্নের ইতিহাস।কোনোদিন কাউকে লিখতেও শিখি নি। দীর্ঘ দীর্ঘ কালের তৃপ্তির বোধ জন্মেছে অতৃপ্তি আর সুপ্তদৃষ্টির ভেতর। এর জন্য কখনোই একটা জন্ম যথেষ্ঠ নাহ! তুমি হয়তো জীবনের ভিতর থেকেই বেঁচে থাকার সমস্ত নিশ্বাসটুকু বের করে নিতে শিখে গেছো নয়তো তোমাকে দাঁড়াতে হবে একান্তই খালি হাতে স্বর্গের দরজার বাইরে।

-


30 NOV 2024 AT 15:26

মানুষ একা মরতে পারে,
একা বাঁচতে পারেনা....

-


Fetching Prokash Mandal Quotes